ETV Bharat / state

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি, শুক্রে শিল্প মহলের সঙ্গে বৈঠকে মমতা

আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার শিল্প মহলের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
শুক্রে শিল্প মহলের সঙ্গে বৈঠকে মমতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 6:14 PM IST

কলকাতা, 27 নভেন্বর: আগামী বছর ফেব্রুয়ারি মাসে শিল্প সম্মেলন রয়েছে বাংলায় । 5 এবং 6 ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসার কথা । তারই প্রস্তুতি হিসেবে আগামী শুক্রবার শিল্প মহলকে নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা খবর, সেটি সৌজন্য বৈঠক হতে চলেছে । উপস্থিত থাকবেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা । থাকবেন বণিক সভার সদস্যরাও । তবে সেই বৈঠকে দেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ ৷

যেহেতু আগামী বছরের শুরুতেই এই শিল্প সম্মেলন হবে, তাই তার প্রস্তুতির জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে । ইতিমধ্যেই সরকারের একাধিক দফতর শিল্প সম্মেলনকে সামনে রেখে তাদের মতো করে প্রস্তুতি শুরু করেছে । সামগ্রিক ভাবে সেটা একটা বিশাল কর্মযজ্ঞ । এর জন্য আলাদা আলাদা কমিটিও রয়েছে । একাধিক কমিটিতে রয়েছেন রাজ্যের শিল্পপতিরা অথবা কোথাও আছেন বণিক মহলের সদস্যরা । শিল্প সম্মেলন সফল ভাবে করার জন্য সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে শুক্রবারের বৈঠকে ।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর সরকারের গতিমুখ নির্দিষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃতীয় ইনিংসে তাঁর লক্ষ্য ছিল শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থান । সেই লক্ষ্যেই এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন । বছর ঘুরলেই যে শিল্প সম্মেলন, মনে করা হচ্ছে এখন থেকেই তার প্রস্তুতি নিয়ে একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী ।

সূত্রের দাবি, শিল্প সম্মেলনের প্রস্তুতি-সহ একাধিক খুঁটিনাটি বিষয় নিয়ে শুক্রবারের বৈঠকে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি গতবারের সম্মেলনে যে সমস্ত বিনিয়োগ প্রস্তাব এসেছিল, সেই সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে, তাও খতিয়ে দেখা হবে শুক্রবারের বৈঠকে ।

রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলেও তা কতটা ফলপ্রসূ হয়, কত শিল্প ও বিনিয়োগ আনতে সক্ষম হয়, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তোলেন বিরোধীরা ৷ এমনকি এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয় ৷ গত বাণিজ্য সম্মেলনের শেষে এই প্রশ্নের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, "অনেকে বলেন শিল্প সম্মেলনে কিছুই তো হয় না ! কিছুই হয় না...তাদের বলে রাখি, ছয়টি শিল্প সম্মেলন থেকে 15 লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে । এর মধ্যে 10 লক্ষ কোটি টাকার প্রস্তাব বাস্তবায়িত হয়ে গিয়েছে ইতিমধ্যেই । বাকি প্রস্তাবগুলিও প্রক্রিয়ায় রয়েছে । একটু জেনে কথা বলুন ।"

কলকাতা, 27 নভেন্বর: আগামী বছর ফেব্রুয়ারি মাসে শিল্প সম্মেলন রয়েছে বাংলায় । 5 এবং 6 ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসার কথা । তারই প্রস্তুতি হিসেবে আগামী শুক্রবার শিল্প মহলকে নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা খবর, সেটি সৌজন্য বৈঠক হতে চলেছে । উপস্থিত থাকবেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা । থাকবেন বণিক সভার সদস্যরাও । তবে সেই বৈঠকে দেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ ৷

যেহেতু আগামী বছরের শুরুতেই এই শিল্প সম্মেলন হবে, তাই তার প্রস্তুতির জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে । ইতিমধ্যেই সরকারের একাধিক দফতর শিল্প সম্মেলনকে সামনে রেখে তাদের মতো করে প্রস্তুতি শুরু করেছে । সামগ্রিক ভাবে সেটা একটা বিশাল কর্মযজ্ঞ । এর জন্য আলাদা আলাদা কমিটিও রয়েছে । একাধিক কমিটিতে রয়েছেন রাজ্যের শিল্পপতিরা অথবা কোথাও আছেন বণিক মহলের সদস্যরা । শিল্প সম্মেলন সফল ভাবে করার জন্য সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে শুক্রবারের বৈঠকে ।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর সরকারের গতিমুখ নির্দিষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃতীয় ইনিংসে তাঁর লক্ষ্য ছিল শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থান । সেই লক্ষ্যেই এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন । বছর ঘুরলেই যে শিল্প সম্মেলন, মনে করা হচ্ছে এখন থেকেই তার প্রস্তুতি নিয়ে একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী ।

সূত্রের দাবি, শিল্প সম্মেলনের প্রস্তুতি-সহ একাধিক খুঁটিনাটি বিষয় নিয়ে শুক্রবারের বৈঠকে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি গতবারের সম্মেলনে যে সমস্ত বিনিয়োগ প্রস্তাব এসেছিল, সেই সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে, তাও খতিয়ে দেখা হবে শুক্রবারের বৈঠকে ।

রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলেও তা কতটা ফলপ্রসূ হয়, কত শিল্প ও বিনিয়োগ আনতে সক্ষম হয়, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তোলেন বিরোধীরা ৷ এমনকি এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয় ৷ গত বাণিজ্য সম্মেলনের শেষে এই প্রশ্নের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, "অনেকে বলেন শিল্প সম্মেলনে কিছুই তো হয় না ! কিছুই হয় না...তাদের বলে রাখি, ছয়টি শিল্প সম্মেলন থেকে 15 লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে । এর মধ্যে 10 লক্ষ কোটি টাকার প্রস্তাব বাস্তবায়িত হয়ে গিয়েছে ইতিমধ্যেই । বাকি প্রস্তাবগুলিও প্রক্রিয়ায় রয়েছে । একটু জেনে কথা বলুন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.