ETV Bharat / state

চলচ্চিত্র উৎসবের জন্য আবারও বিগ-বি'কে আমন্ত্রণ মমতার - MAMATA INVITES AMITABH - MAMATA INVITES AMITABH

Mamata Banerjee: আগামী ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আবারও অমিতাভকে আমন্ত্রণ জানালেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আমন্ত্রণ জানিয়েছেন শাবানা আজমিকেও ৷ মুম্বইয়ে অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠানের মাঝে দেখা হতেই বাংলার জামাইকে আগেভাগে আমন্ত্রণ জানিয়ে রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

Mamata Banerjee
বাঁ-দিক থেকে অমিতাভ বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্য়ায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 7:49 PM IST

Updated : Jul 13, 2024, 8:34 PM IST

কলকাতা, 13 জুলাই: আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কি ফের কলকাতায় আসছেন অমিতাভ বচ্চন? কারণ, অম্বানিদের বিয়ের নিমন্ত্রণে গিয়ে বিগ বি'কে নাকি পরবর্তী চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা হয়েছে শাবানা আজমিকেও। অমিতাভ বাংলার জামাই। বাংলার প্রতি তাঁর ভালোবাসা একাধিকবার ব্যক্ত করেছেন অমিতাভ ৷ তাই মুম্বইয়ে গিয়ে দেখা হতেই সিনেমা উৎসবে যোগ দেওয়ার জন্য শাহেনশা'কে আগেভাগে আমন্ত্রণ জানিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ শনিবার মুম্বই থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে সেকথা জানিয়ে দিলেন মমতা ৷

শনিবার বিমানবন্দরে মুম্বই সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মমতা। সেখানেই তাঁর বক্তব্যে উঠে এসেছে মুকেশ অম্বানির পারিবারিক বিবাহ অনুষ্ঠানে তাঁর অভিজ্ঞতার কথা। তবে এর মধ্যেই আগামী ডিসেম্বরে কলকাতায় শুরু হতে চলা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, মুম্বই সফরে মুকেশ অম্বানির পরিবারের বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাতেও দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেমনটা মায়ানগরীর সফরে গিয়ে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক শরদ পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। তবে এসবের বাইরেও একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীর সঙ্গে যে তাঁর যে সাক্ষাৎ হয়েছে মমতা এদিন তা জানিয়ে দিয়েছেন। লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব থেকে শুরু করে বসুন্ধরা রাজে সিন্ধিয়া-সহ বহু নেতা-নেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

উল্লেখ্য, অম্বানি পরিবারের বিয়েতে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের সেলেবরা উপস্থিত হয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, এবার তাঁর মুম্বই সফর ভালো সফর হয়েছে। একইসঙ্গে এদিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে যেভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, তার সমালোচনা করেছেন।

কলকাতা, 13 জুলাই: আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কি ফের কলকাতায় আসছেন অমিতাভ বচ্চন? কারণ, অম্বানিদের বিয়ের নিমন্ত্রণে গিয়ে বিগ বি'কে নাকি পরবর্তী চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা হয়েছে শাবানা আজমিকেও। অমিতাভ বাংলার জামাই। বাংলার প্রতি তাঁর ভালোবাসা একাধিকবার ব্যক্ত করেছেন অমিতাভ ৷ তাই মুম্বইয়ে গিয়ে দেখা হতেই সিনেমা উৎসবে যোগ দেওয়ার জন্য শাহেনশা'কে আগেভাগে আমন্ত্রণ জানিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ শনিবার মুম্বই থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে সেকথা জানিয়ে দিলেন মমতা ৷

শনিবার বিমানবন্দরে মুম্বই সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মমতা। সেখানেই তাঁর বক্তব্যে উঠে এসেছে মুকেশ অম্বানির পারিবারিক বিবাহ অনুষ্ঠানে তাঁর অভিজ্ঞতার কথা। তবে এর মধ্যেই আগামী ডিসেম্বরে কলকাতায় শুরু হতে চলা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, মুম্বই সফরে মুকেশ অম্বানির পরিবারের বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাতেও দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেমনটা মায়ানগরীর সফরে গিয়ে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক শরদ পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। তবে এসবের বাইরেও একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীর সঙ্গে যে তাঁর যে সাক্ষাৎ হয়েছে মমতা এদিন তা জানিয়ে দিয়েছেন। লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব থেকে শুরু করে বসুন্ধরা রাজে সিন্ধিয়া-সহ বহু নেতা-নেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

উল্লেখ্য, অম্বানি পরিবারের বিয়েতে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের সেলেবরা উপস্থিত হয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, এবার তাঁর মুম্বই সফর ভালো সফর হয়েছে। একইসঙ্গে এদিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে যেভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, তার সমালোচনা করেছেন।

Last Updated : Jul 13, 2024, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.