শিলিগুড়ি, 13 মার্চ: লোকসভা ভোটের আবহে প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দল এবার ঢুকে পড়ল খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘরে ৷ হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে সকালেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি স্পষ্টতই জানিয়েছিলেন, হাওড়া লোকসভা আসন থেকে প্রার্থী বাছাইয়ে তিনি খুশি নন ৷ আর এই বক্তব্য সামনে আসার কয়েক ঘণ্টার মধ্য়েই ভাই বাবুনের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েদিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভাই বলে পরিচয় দেবেন না, বাবুন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ একই সঙ্গে, অর্জুন সিং সম্পর্কেও বুধবার মুখ খুললেন মমতা ৷ অর্জুন সিং এখনও বিজেপির সাংসদ ৷ তাঁকে এর বেশি গুরুত্ব দিতে চাইলেন না তৃণমূল সুপ্রিমো ৷
এরপর দিল্লিতে বাবুনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে ইটিভি ভারত। তাঁর কাছে জানতে চাওয়া হয় মমতার সাংবাদিক সম্মেলন নিয়ে কী বলবেন।তিনি বলেন, "আজ আশীর্বাদ পেলাম। অনেক দিন বকা খাইনি। বকা-আশীর্বাদ পেলাম। কী ভুল করেছি পরে বোঝা যাবে। হয়তো আমারই ভুল হয়েছে। দিদি আমার বাবা-মায়ের মতো। বকা খাওয়া ভালো। ছেলেকে বকেছে। বকতেই পারে। ছেলে গ্রহণ করেছে।"
প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে বাবুন বলেন, "দিদির সঙ্গে আলোচনা করতে চাই। 48 ঘণ্টার মধ্যে সব পরিস্কার করে দেব। আমার এক দাদা খুবই অসুস্থ হয়ে এইমসে ভরতি। তাঁকে দেখতে দিল্লি এসেছিলাম। বিজেপিতে যাওয়ার খবরটা একেবারেই ফেক নিউজ। যতদিন বাঁচব তৃণমূলেই থাকব।"
ঘটনার সূত্রপাত এদিন সকালে ৷ সংবাদমাধ্যমের সামনে এসে বাবুন বন্দ্যোপাধ্য়ায় বলেন, "নির্দল হিসাবে হাওড়া আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে চিন্তাভাবনা করছেন। হাওড়া লোকসভা আসন থেকে প্রার্থী বাছাইয়ে আমি খুশি নই। প্রসূন বন্দ্যোপাধ্যায় সঠিক পছন্দ নয়। সেখানে অনেক যোগ্য প্রার্থী ছিল যাদের উপেক্ষা করা হয়েছে ৷ প্রসূন আমাকে যে অপমান করেছিলেন তা আমি কখনোই ভুলতে পারি না ৷" এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তরকন্য়া থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমি অনেক ছোট থেকে দল করি ৷ আমার পরিবার মা-মাটি-মানুষের পরিবার ৷ এটা রক্তের পরিবার ধরবেন না ৷ আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ অনেক বেশি হয়ে যায় ৷ আমার পরিবারের ও (বাবুন) কেউ বলে আমি মনেই করি না ৷ আমার সঙ্গে আজ থেকে সব সম্পর্ক ছিন্ন ৷ আমার পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই ওর ৷ আমার ভাই বলে পরিচয় দেবেন না ৷ তাঁর অনেক কাজ আমার পছন্দ নয় ৷ "
একইসঙ্গে, হাওড়ার প্রার্থী নিয়েও মুখ খুলেছেন মমতা ৷ তিনি বলেন, "প্রসূন বন্দ্য়োপাধ্য়ায় ওখানকার (হাওড়া) প্রার্থী ৷ যোগ্যতার নিরিখে সব জায়গায় প্রার্থী করেছে তৃণমূল ৷ পরিবারতন্ত্র আমি মানি না ৷ সব মানুষ আমার পরিবার ৷ আমাদের এখন প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে জেতানো আরও বড় চ্য়ালেঞ্জ হয়ে দাঁড়াল ৷" তবে হাওড়ার প্রার্থী নিয়ে এদিন বাবুন যা বলেছেন তাতে যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় যথেষ্টই ক্ষুব্ধ তা আর এদিন রাখঢাক করেননি তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমি এত লোভী লোকেদের পছন্দ করি না ৷ নিজেদের ছোটবেলাটা ভুলে গিয়েছে ! প্রতি নির্বাচনের সময় অনেক অত্য়াচার করেছে ৷ এটা নিয়ে আমাকে আর কেউ কিছু বলবেন না ৷" এর পিছনে কী তবে বিজেপির অঙ্গুলিহেলন আছে? মুখ্যমন্ত্রীর সাফ জবাব, "বিজেপির লোক অবশ্যই আছে ৷ পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক ৷ ও তো নিজেই বলেছে বিজেপির সঙ্গে যোগাযোগ আছে ৷"
অন্যদিকে, অর্জুন সিং নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "ও (অর্জুন সিং) তো এখনও বিজেপির সাংসদ ৷ ব্য়ারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক ৷ ভালো ছেলে, আশাকরি মানুষের সমর্থন পাবে ৷ যোগ্যতার নিরীখে সব জায়গায় প্রার্থী করেছে তৃণমূল ৷ পরিবারতন্ত্র আমি মানি না ৷"
আরও পড়ুন: