কলকাতা, 13 ফেব্রুয়ারি: কৃষকদের আন্দোলন ঠেকাতে কাঁদানে গ্যাস-সহযোগে পুলিশি তৎপরতার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে আজ টুইটে সরব হয়ে কেন্দ্রের ড্রিম প্রজেক্ট 'বিকশিত ভারত' নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷
টুইটে মমতা লেখেন, "মৌলিক অধিকারের দাবিতে লড়াই করার জন্য কৃষকদের উপর যেভাবে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হল, তাতে আমাদের দেশ কীভাবে এগিয়ে যাবে ? আমি বিজেপির দ্বারা আমাদের কৃষকদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই ।"
এ প্রসঙ্গে কেন্দ্রের 'বিকশিত ভারত' স্বপ্নের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ তিনি লেখেন, "কৃষক ও শ্রমিকদের সমর্থনে কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা, তাদের নিরর্থক পিআর স্টান্ট 'বিকশিত ভারত'-এর ভ্রমের (ইল্যুশন) কথাই তুলে ধরে ।" বিজেপির উদ্দেশে মমতা বলেন, "প্রতিবাদকে দমন করার পরিবর্তে, বিজেপিকে অবশ্যই তাঁদের স্ফীত অহংকার, ক্ষমতার ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত শাসনের দিকে মনোযোগ দিতে হবে, যা আমাদের জাতির ক্ষতি করেছে ।"
কৃষকদের আন্দোলনের প্রতি জনতার সমর্থন চেয়ে মমতার বার্তা, "মনে রাখবেন, এই কৃষকরাই উচ্চতা এবং পরাক্রমের সঙ্গে আমাদের সকলকে টিকিয়ে রাখে । আসুন, সরকারি বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়াই ।"
মঙ্গলবার কৃষক সংগঠনগুলি তাদের দাবিদাওয়া নিয়ে 'দিল্লি চলো' মিছিল করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ৷ সেই মতোই এই দিন মিছিল রুখতে পুলিশ প্রশাসনকে তৎপর হতে দেখা যায় ৷ যাবতীয় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ পঞ্জাব থেকে পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় মিছিল পৌঁছতেই কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছুড়তে থাকে পুলিশ ৷ এমনকি ড্রোনের মাধ্যমেই টিয়ার গ্যাসের শেল ছোড়া হয় বলে অভিযোগ ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, শম্ভু সীমানার কাছে কয়েকজন কৃষককে আটক করা হয়েছে ৷ অম্বালায় শম্ভু সীমানার কাছে লোহার ব্যারিকেড দিয়ে রাখা ছিল ৷ 'দিল্লি চলো' মিছিলের কয়েকজন তরুণ সমর্থক ওই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ৷ একটি ব্যারিকেড ভেঙেও যায় ৷ ওই ব্যারিকেডটি ঘাগ্গর নদীর সেতু থেকে ছুড়ে ফেলার চেষ্টা করা হয় ৷ সেই সময় পুলিশ তাঁদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে ৷