ETV Bharat / state

'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার

Mamata Banerjee slams Central Force: বাংলাদেশের বাসিন্দাকে মেরে ফেলেছে বিএসএফ ৷ তা নিয়ে রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ সরকার ৷ কলেজ স্কোয়ারের মঞ্চ থেকে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ একই সঙ্গে, লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীকেও একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 7:52 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 7 মার্চ: বাংলাদেশের বাসিন্দা, ইসকনের এক পুরোহিতকে অত্যাচার করে মেরে ফেলেছে বিএসএফ ৷ তা নিয়ে পড়শি দেশ থেকে অভিযোগ এসেছে রাজ্য প্রশাসনের কাছে ৷ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নারী দিবস উপলক্ষ্যে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তৃণমূল সুপ্রিমো । এই মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়েই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এটা কি একটা খারাপ উদাহরণ নয়? ইসকনে নাকি একজন পুরোহিত ছিলেন । তিনি বাংলাদেশি ছিলেন । তাঁকে বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে । এরপর বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে, তোমাদের রাজ্যে আমাদের দেশের লোককে খুন করা হয়েছে ।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘তোমার যদি মনে হতো তিনি বাংলাদেশি, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে । কেস করতে পারতে । তাই বলে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই । আমাদের কেউ কোনও অন্যায় না-করলেও ইডি তাঁর বাড়ি গিয়ে তাঁদের আটকে রেখে দিচ্ছে । তাহলে বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না কেন ?’’

  1. দলীয় মঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকেও একহাত নেন তৃণমূল নেত্রী ৷ নির্বাচনের আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছু জায়গায় রুটমার্চও শুরু হয়েছে ৷ তা নিয়ে বলতে গিয়েই এদিন বিএসএফের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী । নির্বাচনের দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর বিজেপির হয়ে কাজ করছে, এমনও কথা শোনা গেল মমতার মুখে ৷ মমতা বলেন, ‘‘পাঠিয়ে দেওয়া হয়েছে ওদের ৷ ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে । সব স্কুল ছেড়ে দাও । কলেজ, হাসপাতাল ছেড়ে দাও । বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে ।’’

আরও পড়ুন:

কলকাতা, 7 মার্চ: বাংলাদেশের বাসিন্দা, ইসকনের এক পুরোহিতকে অত্যাচার করে মেরে ফেলেছে বিএসএফ ৷ তা নিয়ে পড়শি দেশ থেকে অভিযোগ এসেছে রাজ্য প্রশাসনের কাছে ৷ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নারী দিবস উপলক্ষ্যে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তৃণমূল সুপ্রিমো । এই মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়েই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এটা কি একটা খারাপ উদাহরণ নয়? ইসকনে নাকি একজন পুরোহিত ছিলেন । তিনি বাংলাদেশি ছিলেন । তাঁকে বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে । এরপর বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে, তোমাদের রাজ্যে আমাদের দেশের লোককে খুন করা হয়েছে ।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘তোমার যদি মনে হতো তিনি বাংলাদেশি, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে । কেস করতে পারতে । তাই বলে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই । আমাদের কেউ কোনও অন্যায় না-করলেও ইডি তাঁর বাড়ি গিয়ে তাঁদের আটকে রেখে দিচ্ছে । তাহলে বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না কেন ?’’

  1. দলীয় মঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকেও একহাত নেন তৃণমূল নেত্রী ৷ নির্বাচনের আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছু জায়গায় রুটমার্চও শুরু হয়েছে ৷ তা নিয়ে বলতে গিয়েই এদিন বিএসএফের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী । নির্বাচনের দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর বিজেপির হয়ে কাজ করছে, এমনও কথা শোনা গেল মমতার মুখে ৷ মমতা বলেন, ‘‘পাঠিয়ে দেওয়া হয়েছে ওদের ৷ ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে । সব স্কুল ছেড়ে দাও । কলেজ, হাসপাতাল ছেড়ে দাও । বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.