ETV Bharat / state

শ্রমিকরাই সমাজের সম্পদ, মে দিবসের শুভেচ্ছা মমতা-শাহের - Labour Day 2024 - LABOUR DAY 2024

Labour Day 2024: শ্রমিকদের মে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ এই শুভেচ্ছা বার্তায় শ্রমিকদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের অবদানকে মনে করাতে ভুলল না দু'জনেই ৷

May Day
May Day
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 2:44 PM IST

কলকাতা, 1 মে: উন্নত ভারত গড়ার কারিগর ৷ শ্রমিকরাই সমাজের সম্পদ ৷ শ্রমিকদের পরিশ্রমকে কুর্নিশ জানানোর দিন আজ ৷ মে দিবসে শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

কেন্দ্রীয় বঞ্চনা এবং 100 দিনের কাজের কর্মীদের টাকা না-দেওয়া নিয়ে খোঁচা দিয়ে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমাদের সকল শ্রমিক ভাই-বোনকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা । শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ । তাঁদের নিয়ে আমরা গর্বিত । আমি সবসময় শ্রমিকদের দরকারে পাশে থাকি। 'বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা'র মতো যুগান্তকারী প্রকল্প চালু করেছি ৷ কেন্দ্রের কাছ থেকে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত 59 লক্ষ গ্রামীণ শ্রমিক, তাদের টাকা রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়ার মতো কাজ করে বরাবর আমরা সকল ক্ষেত্রে শ্রমিক ভাই-বোনেদের পাশে থেকেছি ৷ আগামীতেও থাকব ।"

বিগত কয়েক বছর ধরেই রাজ্যের 100 দিনের কাজের কর্মীদের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এমনটাই বারবার অভিযোগ তুলে দিল্লি যাত্রা এবং সেখানে আন্দোলন ধরনার পথেও হেঁটেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেও তাতে কোন কাজ না-হওয়ায় অবশেষে রাজ্যের গরিব মানুষকে রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন খুব স্বাভাবিকভাবেই শ্রমিক দিবসের দিনে তাই উঠে এসেছে এই বক্তব্য। তার সঙ্গে আগামিদিনেও যে তৃণমূল সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকবে সেই বার্তাও দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "সকল শ্রমিক ভাই ও বোনদেরকে বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা । নতুন ভারতের শক্তি: আমাদের শ্রমিকরা একটি উন্নত ও স্বনির্ভর ভারত গড়তে অতুলনীয় অবদান রাখছে।" পাশাপাশি বিজেপি সরকারের অবদানকে এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ অমিত শাহ লেখেন, "গত 10 বছরে মোদি সরকার 'শ্রমেব জয়তে'-এর মূল মন্ত্র নিয়ে দেশের শ্রমিকদের জীবনে আমূল পরিবর্তন এনেছে । সমৃদ্ধ ভারত গড়তে অবদান রাখার জন্য দেশের সমস্ত শ্রমিকদের ধন্যবাদ ।"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ৷ তিনি লেখেন, "শ্রমেব জয়তে ! উন্নত ভারত গড়ার কাজে নিয়োজিত সকল শ্রমিক ভাইদেরকে 'মে দিবস'-এর আন্তরিক শুভেচ্ছা ৷" বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বার্তা দিয়েছেন আজকের দিনে ৷ তিনি লেখেন, "সকল শ্রমিক ভাই বোনদের মে দিবসের শুভেচ্ছা । রাষ্ট্র ও দেশের উন্নয়নে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শ্রম ও শ্রমিকদের প্রতি শ্রদ্ধা আমাদের সংস্কৃতির একটি অংশ ৷ তাদের সম্মান দিন ৷ আপনাদের কঠোর পরিশ্রম, বিশ্বস্ততা এবং সততা দিয়ে রাষ্ট্রকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করুন ।"

আরও পড়ুন:

  1. আজ মে দিবস, জানুন এর ইতিহাস ও তাৎপর্য
  2. অমানবিক ফরমান ! অসহ্য গরমেও ভরদুপুরে কাজ বাধ্যতামূলক ফুড ডেলিভারি কর্মীদের
  3. পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, শ্রম দিবসে প্রাণ হারালেন 4 শ্রমিক ; দেখুন ভিডিয়ো

কলকাতা, 1 মে: উন্নত ভারত গড়ার কারিগর ৷ শ্রমিকরাই সমাজের সম্পদ ৷ শ্রমিকদের পরিশ্রমকে কুর্নিশ জানানোর দিন আজ ৷ মে দিবসে শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

কেন্দ্রীয় বঞ্চনা এবং 100 দিনের কাজের কর্মীদের টাকা না-দেওয়া নিয়ে খোঁচা দিয়ে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমাদের সকল শ্রমিক ভাই-বোনকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা । শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ । তাঁদের নিয়ে আমরা গর্বিত । আমি সবসময় শ্রমিকদের দরকারে পাশে থাকি। 'বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা'র মতো যুগান্তকারী প্রকল্প চালু করেছি ৷ কেন্দ্রের কাছ থেকে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত 59 লক্ষ গ্রামীণ শ্রমিক, তাদের টাকা রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়ার মতো কাজ করে বরাবর আমরা সকল ক্ষেত্রে শ্রমিক ভাই-বোনেদের পাশে থেকেছি ৷ আগামীতেও থাকব ।"

বিগত কয়েক বছর ধরেই রাজ্যের 100 দিনের কাজের কর্মীদের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এমনটাই বারবার অভিযোগ তুলে দিল্লি যাত্রা এবং সেখানে আন্দোলন ধরনার পথেও হেঁটেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেও তাতে কোন কাজ না-হওয়ায় অবশেষে রাজ্যের গরিব মানুষকে রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন খুব স্বাভাবিকভাবেই শ্রমিক দিবসের দিনে তাই উঠে এসেছে এই বক্তব্য। তার সঙ্গে আগামিদিনেও যে তৃণমূল সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকবে সেই বার্তাও দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "সকল শ্রমিক ভাই ও বোনদেরকে বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা । নতুন ভারতের শক্তি: আমাদের শ্রমিকরা একটি উন্নত ও স্বনির্ভর ভারত গড়তে অতুলনীয় অবদান রাখছে।" পাশাপাশি বিজেপি সরকারের অবদানকে এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ অমিত শাহ লেখেন, "গত 10 বছরে মোদি সরকার 'শ্রমেব জয়তে'-এর মূল মন্ত্র নিয়ে দেশের শ্রমিকদের জীবনে আমূল পরিবর্তন এনেছে । সমৃদ্ধ ভারত গড়তে অবদান রাখার জন্য দেশের সমস্ত শ্রমিকদের ধন্যবাদ ।"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ৷ তিনি লেখেন, "শ্রমেব জয়তে ! উন্নত ভারত গড়ার কাজে নিয়োজিত সকল শ্রমিক ভাইদেরকে 'মে দিবস'-এর আন্তরিক শুভেচ্ছা ৷" বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বার্তা দিয়েছেন আজকের দিনে ৷ তিনি লেখেন, "সকল শ্রমিক ভাই বোনদের মে দিবসের শুভেচ্ছা । রাষ্ট্র ও দেশের উন্নয়নে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শ্রম ও শ্রমিকদের প্রতি শ্রদ্ধা আমাদের সংস্কৃতির একটি অংশ ৷ তাদের সম্মান দিন ৷ আপনাদের কঠোর পরিশ্রম, বিশ্বস্ততা এবং সততা দিয়ে রাষ্ট্রকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করুন ।"

আরও পড়ুন:

  1. আজ মে দিবস, জানুন এর ইতিহাস ও তাৎপর্য
  2. অমানবিক ফরমান ! অসহ্য গরমেও ভরদুপুরে কাজ বাধ্যতামূলক ফুড ডেলিভারি কর্মীদের
  3. পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, শ্রম দিবসে প্রাণ হারালেন 4 শ্রমিক ; দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.