ETV Bharat / state

বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল

Lok Sabha Elections 2024: পশ্চিমবঙ্গে 7 দফায় হবে লোকসভা নির্বাচন ৷ শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ প্রথম ভোটগ্রহণ 19 এপ্রিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 3:56 PM IST

Updated : Mar 16, 2024, 7:41 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল ৷ পশ্চিমবঙ্গে প্রথম ভোটগ্রহণ 19 এপ্রিল ৷ গতবারের মতো এবারও বাংলাতে হবে 7 দফায় লোকসভা নির্বাচন ৷ বাংলা, উত্তরপ্রদেশ ও বিহার এই তিন রাজ্যে মোট 7 দফায় নির্বাচন ৷ শনিবার নির্বাচন কমিশনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ৷ আজ তারই ঢাকে কাঠি পড়ে গেল ৷ এদিন দিল্লির বিজ্ঞান ভবনে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিংহ সান্ধুকে সঙ্গে নিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

একনজরে বাংলার ভোটগ্রহণ:

19 এপ্রিল (শুক্রবার), প্রথম দফা: কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি

26 এপ্রিল (শুক্রবার), দ্বিতীয় দফা: রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং

7 মে (মঙ্গলবার), তৃতীয় দফা: মালদা উত্তর ও মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর

13 মে (সোমবার), চতুর্থ দফা: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল

20 মে (সোমবার), পঞ্চম দফা: শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ

25 মে (শনিবার), ষষ্ঠ দফা: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল

1 জুন (শনিবার), সপ্তম দফা: দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর ও যাদবপুর

* একই সঙ্গে তৃতীয় দফায় উপনির্বাচন হবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ৷ বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সপ্তম দফায় ৷

28 রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষভাবে নজর থাকবে পশ্চিমবঙ্গে ৷ 42 আসনের পশ্চিমবঙ্গ জাতীয় রাজনীতিতে বরাবরই প্রাসঙ্গিক ৷ গত লোকসভা নির্বাচনে (2019) ভোট হয়েছিল সাত দফায় ৷ আর 2014 সালে পাঁচ দফায় ভোট হয়েছিল রাজ্যে ৷

Lok Sabha Elections 2024
বাংলায় 7 দফা নির্বাচন একনজরে

শুধু লোকসভা ভোটই নয়, রাজ্যের দু’টি বিধানসভা আসনেও উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন ৷ উপনির্বাচন হবে উত্তর 24 পরগনার বরানগর (সপ্তম দফায়) ও মুর্শিদাবাদের ভগবানগোলায় (তৃতীয় দফায়) ৷ বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ অন্যদিকে, ঠিক একমাস আগে প্রয়াত হয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ৷

  • লোকসভা ভোট, 2019:

দেশে মোট 7 দফায় হয়েছিল ভোটগ্রহণ ৷ 11 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ ৷ প্রত্যেক দফাতেই নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গেও ৷

প্রথম দফা: 11 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার আসেন নির্বাচন হয় ৷

দ্বিতীয় দফা: 18 এপ্রিল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে নির্বাচন হয় ।

তৃতীয় দফা: 23 এপ্রিল নির্বাচন হয় 5টি আসনে । বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ হয় ভোটগ্রহণ ৷

চতুর্থ দফা: 29 এপ্রিল নির্বাচন হয় বহরামপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে ৷

পঞ্চম দফা: 6 মে ভোটগ্রহণ হয় মোট 7টি আসনে ৷ কেন্দ্রগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ আসনে ৷

ষষ্ঠ দফা: 12 মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে নির্বাচন হয় ৷

সপ্তম দফা: 19 মে শেষ দফায় সবচেয়ে বেশি 9টি আসনে নির্বাচন হয় ৷ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে হয় ভোটগ্রহণ ৷

  • লোকসভা ভোট, 2014:

7 এপ্রিল থেকে শুরু হয়ে 12 মে পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলেছিল পাঁচ দফায় ৷ রাজ্যে নির্বাচন হয়েছিল 17 এপ্রিল, 24 এপ্রিল, 30 এপ্রিল, 7 মে ও 12 মে ৷

প্রথম দফা: 17 এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিঙে ৷

দ্বিতীয় দফা: 24 এপ্রিল নির্বাচন হয়েছিল 6টি লোকসভা আসনে ৷ ভোটগ্রহণ হয়েছিল রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ৷

তৃতীয় দফা: 30 এপ্রিল তৃতীয় দফায় ভোটগ্রহণে নির্বাচন হয়েছিল 9টি লোকসভা আসনে ৷ আসনগুলি হল হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর ও বীরভূমে ৷

চতুর্থ দফা: ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও আসানসোলে ভোটগ্রহণ হয়েছিল 7 মে ৷

পঞ্চম দফা: 12 মে শেষ দফায় নির্বাচন হয়েছিল 17টি লোকসভা আসনে ৷ ভোটগ্রহণ হয়েছিল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা (দক্ষিণ), কলকাতা (উত্তর), তমলুক, কাঁথি ও ঘাটালে ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের প্রাকক্কালে জাতির উদ্দেশে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদির
  2. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা
  3. কমিশনের নির্দেশের পরও পড়ে 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

নয়াদিল্লি, 16 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল ৷ পশ্চিমবঙ্গে প্রথম ভোটগ্রহণ 19 এপ্রিল ৷ গতবারের মতো এবারও বাংলাতে হবে 7 দফায় লোকসভা নির্বাচন ৷ বাংলা, উত্তরপ্রদেশ ও বিহার এই তিন রাজ্যে মোট 7 দফায় নির্বাচন ৷ শনিবার নির্বাচন কমিশনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ৷ আজ তারই ঢাকে কাঠি পড়ে গেল ৷ এদিন দিল্লির বিজ্ঞান ভবনে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিংহ সান্ধুকে সঙ্গে নিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷

একনজরে বাংলার ভোটগ্রহণ:

19 এপ্রিল (শুক্রবার), প্রথম দফা: কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি

26 এপ্রিল (শুক্রবার), দ্বিতীয় দফা: রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং

7 মে (মঙ্গলবার), তৃতীয় দফা: মালদা উত্তর ও মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর

13 মে (সোমবার), চতুর্থ দফা: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল

20 মে (সোমবার), পঞ্চম দফা: শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ

25 মে (শনিবার), ষষ্ঠ দফা: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল

1 জুন (শনিবার), সপ্তম দফা: দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর ও যাদবপুর

* একই সঙ্গে তৃতীয় দফায় উপনির্বাচন হবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ৷ বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সপ্তম দফায় ৷

28 রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষভাবে নজর থাকবে পশ্চিমবঙ্গে ৷ 42 আসনের পশ্চিমবঙ্গ জাতীয় রাজনীতিতে বরাবরই প্রাসঙ্গিক ৷ গত লোকসভা নির্বাচনে (2019) ভোট হয়েছিল সাত দফায় ৷ আর 2014 সালে পাঁচ দফায় ভোট হয়েছিল রাজ্যে ৷

Lok Sabha Elections 2024
বাংলায় 7 দফা নির্বাচন একনজরে

শুধু লোকসভা ভোটই নয়, রাজ্যের দু’টি বিধানসভা আসনেও উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন ৷ উপনির্বাচন হবে উত্তর 24 পরগনার বরানগর (সপ্তম দফায়) ও মুর্শিদাবাদের ভগবানগোলায় (তৃতীয় দফায়) ৷ বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ অন্যদিকে, ঠিক একমাস আগে প্রয়াত হয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ৷

  • লোকসভা ভোট, 2019:

দেশে মোট 7 দফায় হয়েছিল ভোটগ্রহণ ৷ 11 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ ৷ প্রত্যেক দফাতেই নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গেও ৷

প্রথম দফা: 11 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার আসেন নির্বাচন হয় ৷

দ্বিতীয় দফা: 18 এপ্রিল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে নির্বাচন হয় ।

তৃতীয় দফা: 23 এপ্রিল নির্বাচন হয় 5টি আসনে । বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ হয় ভোটগ্রহণ ৷

চতুর্থ দফা: 29 এপ্রিল নির্বাচন হয় বহরামপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে ৷

পঞ্চম দফা: 6 মে ভোটগ্রহণ হয় মোট 7টি আসনে ৷ কেন্দ্রগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ আসনে ৷

ষষ্ঠ দফা: 12 মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে নির্বাচন হয় ৷

সপ্তম দফা: 19 মে শেষ দফায় সবচেয়ে বেশি 9টি আসনে নির্বাচন হয় ৷ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে হয় ভোটগ্রহণ ৷

  • লোকসভা ভোট, 2014:

7 এপ্রিল থেকে শুরু হয়ে 12 মে পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলেছিল পাঁচ দফায় ৷ রাজ্যে নির্বাচন হয়েছিল 17 এপ্রিল, 24 এপ্রিল, 30 এপ্রিল, 7 মে ও 12 মে ৷

প্রথম দফা: 17 এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিঙে ৷

দ্বিতীয় দফা: 24 এপ্রিল নির্বাচন হয়েছিল 6টি লোকসভা আসনে ৷ ভোটগ্রহণ হয়েছিল রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ৷

তৃতীয় দফা: 30 এপ্রিল তৃতীয় দফায় ভোটগ্রহণে নির্বাচন হয়েছিল 9টি লোকসভা আসনে ৷ আসনগুলি হল হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর ও বীরভূমে ৷

চতুর্থ দফা: ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও আসানসোলে ভোটগ্রহণ হয়েছিল 7 মে ৷

পঞ্চম দফা: 12 মে শেষ দফায় নির্বাচন হয়েছিল 17টি লোকসভা আসনে ৷ ভোটগ্রহণ হয়েছিল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা (দক্ষিণ), কলকাতা (উত্তর), তমলুক, কাঁথি ও ঘাটালে ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের প্রাকক্কালে জাতির উদ্দেশে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদির
  2. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা
  3. কমিশনের নির্দেশের পরও পড়ে 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
Last Updated : Mar 16, 2024, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.