হাওড়া, 28 মে: কাজের দিন সকালে ব্যস্ত সময়ে ব্যাহত ট্রেন পরিষেবা ৷ লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন ৷ যার জেরে দীর্ঘ সময় ট্রেন চলাচল পরিষেবা ব্যাহত হয়। যদিও ট্রেনটিতে যাত্রী না-থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷
রেমালের পর লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে বন্ধ রইল হাওড়া মেইন লাইনে রেল পরিষেবা। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুততার সঙ্গে ফের লাইনচ্যুত কামরাটিকে লাইনে তোলার কাজও শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলের হাওড়া মেইন লাইনের পাশাপাশি ডাউন লাইনে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা, শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল আরও ট্রেন
জানা গিয়েছে, লিলুয়া স্টেশনে লাইনচ্যুত ট্রেনটিকে লাইনে তোলার কাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে রেলের তরফে ৷ মঙ্গলবার সকাল 7টা 10 মিনিট নাগাদ লিলুয়া স্টেশনের কাছে শেওড়াফুলি থেকে আসা একটি ফাঁকা ট্রেন লিলুয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময়ই লাইনচ্যুত হয় ট্রেনটি ৷ লিলুয়া স্টেশন থেকে বেরনোর সময়ই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির একটি কামরা। পরে মোট চারটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে ৷ যদিও ফাঁকা ট্রেন হওয়ার দরুণ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও সকালে ব্যস্ত সময় এই ঘটনার কারণে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷
এই ঘটনায় পূর্ব রেল তরফে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। লাইনচ্যুত হওয়া ট্রেনের কামরাগুলিকে ফের লাইনে তুলে বসানোর কাজও শুরু হয়েছে। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করে দেখা হবে বলেই পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে সতর্ক রেল, শিয়ালদা দক্ষিণ ও বারাসত-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন