কলকাতা, 20 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের ঘটনায় বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের নগরপাল পদ থেকে বদলি করে এসটিএফের প্রধান করা হয়েছে ৷ যা আদতে পদন্নোতি বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ এবার কলকাতা পুরনিগমেও একই ধরনের ঘটনা ঘটার অভিযোগ উঠল ৷ গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ঘটনায় বিল্ডিং বিভাগের তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হলেও, অস্থায়ী ডিজি-কে স্থায়ীভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে পুরপ্রশাসনের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে এবার বেনজির প্রতিবাদে সামিল হতে চলেছেন কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা ৷
এ-যাবতকালে এই ধরনের আন্দোলন দেখেনি কলকাতা পুরনিগম ৷ আগামী 25 সেপ্টেম্বর কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশন ৷ সেই দিন কেন্দ্রীয় ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বামপন্থী সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন ৷ পুরপ্রশাসনের চোখে-চোখ রেখে লড়াই হবে, বলছেন বাম সংগঠনের ইঞ্জিনিয়াররা ৷
এ-প্রসঙ্গে কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ার সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "গার্ডেনরিচে বেআইনি নির্মাণ চাপা পড়ে একাধিক প্রাণহানির ঘটনায় তিনজন ইঞ্জিনিয়ারকে শিখণ্ডী করা হয়েছে ৷ সকলেই জানে বেআইনি নির্মাণে কাদের মদত থাকে ৷ এলাকায় প্রভাবশালী কাউন্সিলর, শাসকদলের নেতা, তাঁদের কথা ছাড়া একটাও কাজ হয় না ৷ বেআইনি কাজ ঠেকাতে গেলে বরং ইঞ্জিনিয়ারদের হুমকির মুখে, এমনকি হেনস্তার মুখেও পড়তে হয় ৷
তাঁর অভিযোগ, "সেখানে গার্ডেনরিচের ঘটনার পরে বিল্ডিং বিভাগের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে ৷ পুজোর মুখে এখনও তাঁদের সাসপেনশন তোলা হয়নি ৷ প্রায় ছয় মাস গড়িয়ে যাচ্ছে ওই ঘটনার ৷ কী তদন্ত হয়েছে ? যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলার কথা ছিল, তার রিপোর্ট কী হয়েছে ? সামনে আনতে হবে ৷ কারা প্রকৃত দোষী, এই ঘটনা জানাতে হবে ৷ পুলিশের তদন্তই বা কী হল ? যদি, বিল্ডিং বিভাগের এই তিন ইঞ্জিনিয়ার দোষী হতেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷"
তিনি অভিযোগ করেছেন, "কোনও পদক্ষেপ না-করেই সাসপেন্ড করে রাখা হয়েছে ৷ এদিকে বিল্ডিং বিভাগেরই অস্থায়ীভাবে ডিজির দায়িত্ব সামলানো ব্যক্তিকে এবারে স্থায়ী পদে দায়িত্ব দেওয়া হল ৷ এটা আমাদের আরজি করের ঘটনাকেই মনে করিয়ে দিচ্ছে ৷ বিল্ডিং বিভাগের যে দুর্নীতির সিন্ডিকেট ব়্যাকেট চলছে, তার দায় এই ডিজি এড়িয়ে যেতে পারেন না ৷ তাহলে কী করে তাঁর পদোন্নতি হল ? তাঁকে তো এই ঘটনায় সরিয়ে দেওয়া দরকার ছিল ৷ দুর্নীতিচক্র কলকাতা কর্পোরেশনে লাগামহীন হয়ে পড়েছে ৷ বেআইনি নির্মাণে মদত দিয়ে কোটি টাকা রোজগার করছে সিন্ডিকেটের লোকজন ৷ তাই এই ঘটনার বিচার চেয়ে এবার আমরা মাসিক অধিবেশনের দিন কলকাতা কর্পোরেশনের মূল ভবনের সবক’টি গেটে তালা মেরে দেব ৷"
উল্লেখ্য, মাসিক অধিবেশনের দিন কলকাতা পুরনিগমের 144 জন কাউন্সিলর উপস্থিত থাকেন ৷ পাশাপাশি, সকল আধিকারিকরাও থাকেন ৷ আইন অনুযায়ী, বিভিন্ন সংগঠনকে জানিয়ে দেওয়া হয়, ওই দিন কোনও ধরনের কর্মসূচি না-করার জন্য ৷ তবে, তারপরেও সরাসরি এমন ঘটনা ঘটলে, উত্তেজনা যে ছড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না ৷ এক্ষেত্রে কলকাতা পুলিশ কী ভূমিকা গ্রহণ করে, এখন সেটাই দেখার ৷ তবে, পুরপ্রশাসনের তরফে কেউ এখনই এ নিয়ে কেউ কিছু বলতে রাজি হয়নি ৷