ETV Bharat / state

‘ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, না-হলে ওঁকে ঝেড়ে-ধুয়ে দিতাম’, ইটিভি ভারতে অকপট রাজমাতা - Lok Sabha Election 2024

Krishnanagar BJP Candidate Amrita Roy: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় ৷ আগে কখনও রাজবাড়ির কোনও সদস্যকে সক্রিয় রাজনীতি বা ভোটের ময়দানে দেখা যায়নি ৷ তিনি প্রথম ৷ আবির্ভাবেই বাজিমাত করতে প্রস্তুত তিনিও...

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 8:29 PM IST

ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই

কৃষ্ণনগর, 30 এপ্রিল: রাজনৈতিক মানচিত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্র থেকে জিতেই সংসদে গিয়েছেন শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ও রাজ্যের প্রাক্তন পুলিশ মন্ত্রী অজয় মুখোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় ৷ পালাবদলের পর ঘাসফুল গজিয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে ৷ তা ছেঁটে ফের পদ্ম ফোটাতে ‘রাজবধূ’র উপরেই ভরসা রেখেছে বিজেপি ৷

রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে পদ্মশিবির । ইতিমধ্যেই প্রতিটি দলের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পূর্ণ হয়েছে । 13 মে ভোটগ্রহণ । গরম উপেক্ষাই করে নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা । দলকে জেতাতে কসুর করছেন না অমৃতাও ৷ তাঁকে ফোন করে ‘রাজনৈতিক টিপস’ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু সদ্য রাজনীতিতে আসা অমৃতা নিজের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ? একান্ত সাক্ষাৎকারে অমৃতা রায় জানালেন, নিজের জেতার ব্যাপারে তিনি 100 শতাংশ আশাবাদী । রাজমাতা বলছেন, ‘‘কিছু বলার আগেই সবাই বলছে আপনাকে জিতিয়ে দেব ৷ আমি সবার আশীর্বাদ পাচ্ছি ৷ মনে হচ্ছে, এখনই জিতে গিয়েছি ৷’’

তাঁকে, তাঁর পরিবার নিয়ে ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা ? রাজমাতা কী ব্যক্তি আক্রমণে বিশ্বাসী ?

আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই ৷ তবে কেউ যদি বারবার আমার পরিবারকে আক্রমণ করে, তাহলে আমিও মুখ বুজে থাকব না । তিনিও কী দুর্নীতিতে যুক্ত, আমার ভালো করে জানা আছে । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে মহুয়া মৈত্রকে আক্রমণ বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের ।

সাংসদ হলে কী করবেন ?

বিজেপি প্রার্থীর কথায়, "কৃষ্ণনগরে বেলেডাঙার ওভারব্রিজ করার ইচ্ছে আছে ৷ সেখানে খুব ঘনঘন ট্রেন চলাচলের কারণে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় ৷" পাশাপাশি অঞ্জনা ও জলঙ্গি নদী দু'টির অবস্থা খুবই খারাপ ৷ সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে এই নদী দু'টিকে সংস্কারের দাবি জানিয়ে এসেছে ৷ বিজেপি প্রার্থী বলেন, "আমি ক্ষমতায় এলে এই কাজগুলিই আমার প্রধান লক্ষ্য থাকবে ৷"

ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, জগৎ শেঠ, মীরজাফর ও অন্য আরও কয়েকজনকে নিয়ে যে গোষ্ঠী সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং রবার্ট ক্লাইভের সঙ্গে যোগসাজশ করেছিল, সেই গোষ্ঠীতেই ছিলেন কৃষ্ণচন্দ্র রায় ৷ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে তাঁর ইংরেজদের সঙ্গ দেওয়ার প্রসঙ্গে, কৃষ্ণনগরের রাজপরিবারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে তৃণমূল ৷

যাবতীয় কটাক্ষের জবাব দিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ । "200 বছর আগে তারাও ছিলেন না, আমরাও ছিলাম না । অতএব সেই সময় কী হয়েছিল, সেই কথা বলে কী লাভ ! এখন কী হচ্ছে সেটা দেখা উচিত । আমি তো তাদের সম্পর্কে কিছু বলছি না । তাদের পরিবার নিয়ে কোনও কাদা ছুড়ছি না । এটা শিক্ষা-সংস্কৃতির ব্যাপার ।"

এর আগে কখনও রাজবাড়ির কোনও সদস্যকে সক্রিয় রাজনীতি বা ভোটের ময়দানে দেখা যায়নি ৷ প্রথম ভোটে নেমে রাজবাড়ির ঐতিহ্য যে ‘অ্যাড-অন’ তা বলাই বাহূল্য ৷ অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারও তুঙ্গে ৷ দিনের শেষে কৃষ্ণনগরের উন্নয়নের ভার কার হাতে বর্তাবে, তা জানা যাবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. কৃষ্ণচন্দ্র আরেক মীরজাফর ! পূর্বপুরুষকে টেনে নিশানা রাজবধূকে, কী বলছে ইতিহাস ?
  2. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  3. 'সবাই বলছে জিতিয়ে দেব, মনে হচ্ছে জিতে গিয়েছি', কৃষ্ণনগরে ভোট প্রচারে অমৃতা রায়

ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই

কৃষ্ণনগর, 30 এপ্রিল: রাজনৈতিক মানচিত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্র থেকে জিতেই সংসদে গিয়েছেন শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ও রাজ্যের প্রাক্তন পুলিশ মন্ত্রী অজয় মুখোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় ৷ পালাবদলের পর ঘাসফুল গজিয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে ৷ তা ছেঁটে ফের পদ্ম ফোটাতে ‘রাজবধূ’র উপরেই ভরসা রেখেছে বিজেপি ৷

রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে পদ্মশিবির । ইতিমধ্যেই প্রতিটি দলের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পূর্ণ হয়েছে । 13 মে ভোটগ্রহণ । গরম উপেক্ষাই করে নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা । দলকে জেতাতে কসুর করছেন না অমৃতাও ৷ তাঁকে ফোন করে ‘রাজনৈতিক টিপস’ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু সদ্য রাজনীতিতে আসা অমৃতা নিজের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ? একান্ত সাক্ষাৎকারে অমৃতা রায় জানালেন, নিজের জেতার ব্যাপারে তিনি 100 শতাংশ আশাবাদী । রাজমাতা বলছেন, ‘‘কিছু বলার আগেই সবাই বলছে আপনাকে জিতিয়ে দেব ৷ আমি সবার আশীর্বাদ পাচ্ছি ৷ মনে হচ্ছে, এখনই জিতে গিয়েছি ৷’’

তাঁকে, তাঁর পরিবার নিয়ে ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা ? রাজমাতা কী ব্যক্তি আক্রমণে বিশ্বাসী ?

আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই ৷ তবে কেউ যদি বারবার আমার পরিবারকে আক্রমণ করে, তাহলে আমিও মুখ বুজে থাকব না । তিনিও কী দুর্নীতিতে যুক্ত, আমার ভালো করে জানা আছে । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে মহুয়া মৈত্রকে আক্রমণ বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের ।

সাংসদ হলে কী করবেন ?

বিজেপি প্রার্থীর কথায়, "কৃষ্ণনগরে বেলেডাঙার ওভারব্রিজ করার ইচ্ছে আছে ৷ সেখানে খুব ঘনঘন ট্রেন চলাচলের কারণে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় ৷" পাশাপাশি অঞ্জনা ও জলঙ্গি নদী দু'টির অবস্থা খুবই খারাপ ৷ সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে এই নদী দু'টিকে সংস্কারের দাবি জানিয়ে এসেছে ৷ বিজেপি প্রার্থী বলেন, "আমি ক্ষমতায় এলে এই কাজগুলিই আমার প্রধান লক্ষ্য থাকবে ৷"

ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, জগৎ শেঠ, মীরজাফর ও অন্য আরও কয়েকজনকে নিয়ে যে গোষ্ঠী সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং রবার্ট ক্লাইভের সঙ্গে যোগসাজশ করেছিল, সেই গোষ্ঠীতেই ছিলেন কৃষ্ণচন্দ্র রায় ৷ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে তাঁর ইংরেজদের সঙ্গ দেওয়ার প্রসঙ্গে, কৃষ্ণনগরের রাজপরিবারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে তৃণমূল ৷

যাবতীয় কটাক্ষের জবাব দিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ । "200 বছর আগে তারাও ছিলেন না, আমরাও ছিলাম না । অতএব সেই সময় কী হয়েছিল, সেই কথা বলে কী লাভ ! এখন কী হচ্ছে সেটা দেখা উচিত । আমি তো তাদের সম্পর্কে কিছু বলছি না । তাদের পরিবার নিয়ে কোনও কাদা ছুড়ছি না । এটা শিক্ষা-সংস্কৃতির ব্যাপার ।"

এর আগে কখনও রাজবাড়ির কোনও সদস্যকে সক্রিয় রাজনীতি বা ভোটের ময়দানে দেখা যায়নি ৷ প্রথম ভোটে নেমে রাজবাড়ির ঐতিহ্য যে ‘অ্যাড-অন’ তা বলাই বাহূল্য ৷ অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারও তুঙ্গে ৷ দিনের শেষে কৃষ্ণনগরের উন্নয়নের ভার কার হাতে বর্তাবে, তা জানা যাবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. কৃষ্ণচন্দ্র আরেক মীরজাফর ! পূর্বপুরুষকে টেনে নিশানা রাজবধূকে, কী বলছে ইতিহাস ?
  2. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  3. 'সবাই বলছে জিতিয়ে দেব, মনে হচ্ছে জিতে গিয়েছি', কৃষ্ণনগরে ভোট প্রচারে অমৃতা রায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.