কোন্নগর, 1 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে এবার দলের হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক । যেভাবে একাধিক অভিনেতা-অভিনেত্রী রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশ্য করেই প্রশ্ন ছুঁড়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক । অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চনের প্রশ্ন, "আমাদের শিল্পী যারা আছেন, তাঁরা যে সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন, সেটা ফেরত দেবেন তো ? বলুন ফেরত দিয়ে দিচ্ছেন ।"
এদিন কাঞ্চন বলেন, "আমাদের গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে । কিন্তু অনেকেই শুনছি দুর্গাপূজার অনুদান নেবেন না ৷ ভালো কথা । যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো ? নাকি নিচ্ছেন না । পুজোর বোনাসটা নেবেন তো ?’’
কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নায় এসে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক আরও জানান, এই জঘন্যতম অপরাধের এমন শাস্তি হোক যেন এমন অপরাধ করার আগে লোকে দশবার ভাবে । কিন্তু এই ঘটনাকে নিয়ে যে আন্দোলন হচ্ছে, তা নিয়ে তাঁর কয়েকটি প্রশ্ন আছে ।
এদিন কাঞ্চন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্তের কথা । এখন মিছিলের নাম করে অশান্তি-বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে । আচ্ছা এই অশান্তি-বিভ্রান্তি তৈরি করলে কি কালই দোষীর শাস্তি হবে ? নবান্ন অভিযান, লালবাজার অভিযান করে কী লাভ ? লালবাজার কী শাস্তি দেবে ? বলছে নবান্ন চলো । আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে ? শাস্তি হবে । আসলে বিষয়ের অভিমুখকে পাল্টে দেওয়া হচ্ছে । আমরাও শাস্তি চাইছি । দোষীর দ্রুত শাস্তি চাইছি। আমার প্রশ্ন, সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না ? সিবিআই এত দেরি কেন করছে সে প্রশ্ন করা হচ্ছে না । আমরা চাইছি এমন একটা আইন, যে ধর্ষণের শাস্তি হল ফাঁসি ।'