ETV Bharat / state

বন্দিদশায় জ্যোতিপ্রিয়র ওজন 25 কেজি কমে হয়েছে 37, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন - রেশন বণ্টন দুর্নীতি

Jyotipriya Mallick: সংশোধনাগারে থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন ৷ 25 কেজি ওজন কমে গিয়েছে ৷ তাই তাঁর জামিনের আবেদন করলেন আইনজীবী ৷

Jyotipriya Mallick
Jyotipriya Mallick
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 6:07 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: জেলে থেকে ওজন কমেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ বুধবার আদালতে এমনই দাবি করেন তাঁর আইনজীবী ৷ জ্য়োতিপ্রিয়র আইনজীবীর দাবি, 25 কেজি ওজন কমেছে ওই নেতার ৷ এখন ওজন 37 কেজি৷ শারীরিক অসুস্থতার কারণে হাবরার বিধায়কের জামিনের আরজিও জানানো হয় ৷

উল্লেখ্য়, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন জ্য়োতিপ্রিয় মল্লিক ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে ৷ প্রথমে ইডি হেফাজত ও তার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি ৷ গ্রেফতারের পর প্রথমবার আদালতে পেশ করার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় ৷ কয়েকদিন ভরতি ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ৷

এর পর তাঁকে ইডি হেফাজতে থাকতে হয় ৷ এর পর তিনি চলে যান বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন ৷ সেই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ বেশ কিছুদিন তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন জেলেই রয়েছেন ৷ এ দিন নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয়র জামিন মামলার শুনানি ছিল ৷ সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক ৷

সেখানে জ্য়োতিপ্রিয়র আইনজীবী জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ৷ তাঁর কিডনি ও লিভার খারাপ । এছাড়াও সংশোধনাগারে থাকাকালীন বর্তমানে তাঁর শরীরের ওজন 37 কেজি হয়ে দাঁড়িয়েছে । তাই তাঁকে জামিন দেওয়া হোক ৷ সংশোধনাগারে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ফেটে গিয়েছে ৷ বর্তমানে তিনি ব্যান্ডেজ করে ভার্চুয়াল শুনানি পর্বে উপস্থিত হয়েছেন । তাঁর শরীর অত্যন্ত খারাপ ।

এর পর আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে প্রশ্ন করা হয় যে জ্যোতিপ্রিয়র শরীর যদি এতটাই খারাপ, তাহলে এসএসকেএম হাসপাতাল তাঁকে কেন ছেড়ে দিল ? ইতিমধ্যেই আদালতে তাঁর যাবতীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এই শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ।

আরও পড়ুন:

  1. মন্ত্রীত্ব খুইয়ে জামিনের আবেদন অসুস্থ জ্যোতিপ্রিয়র, মঙ্গলে শুনানি
  2. হেফাজতে থেকে কাগজ-কলম কিভাবে পেলেন জ্যোতিপ্রিয়, প্রশ্ন তুললেন শংকর আঢ্য
  3. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি

কলকাতা, 28 ফেব্রুয়ারি: জেলে থেকে ওজন কমেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ বুধবার আদালতে এমনই দাবি করেন তাঁর আইনজীবী ৷ জ্য়োতিপ্রিয়র আইনজীবীর দাবি, 25 কেজি ওজন কমেছে ওই নেতার ৷ এখন ওজন 37 কেজি৷ শারীরিক অসুস্থতার কারণে হাবরার বিধায়কের জামিনের আরজিও জানানো হয় ৷

উল্লেখ্য়, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন জ্য়োতিপ্রিয় মল্লিক ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে ৷ প্রথমে ইডি হেফাজত ও তার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি ৷ গ্রেফতারের পর প্রথমবার আদালতে পেশ করার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় ৷ কয়েকদিন ভরতি ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ৷

এর পর তাঁকে ইডি হেফাজতে থাকতে হয় ৷ এর পর তিনি চলে যান বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন ৷ সেই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ বেশ কিছুদিন তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন জেলেই রয়েছেন ৷ এ দিন নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয়র জামিন মামলার শুনানি ছিল ৷ সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক ৷

সেখানে জ্য়োতিপ্রিয়র আইনজীবী জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ৷ তাঁর কিডনি ও লিভার খারাপ । এছাড়াও সংশোধনাগারে থাকাকালীন বর্তমানে তাঁর শরীরের ওজন 37 কেজি হয়ে দাঁড়িয়েছে । তাই তাঁকে জামিন দেওয়া হোক ৷ সংশোধনাগারে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ফেটে গিয়েছে ৷ বর্তমানে তিনি ব্যান্ডেজ করে ভার্চুয়াল শুনানি পর্বে উপস্থিত হয়েছেন । তাঁর শরীর অত্যন্ত খারাপ ।

এর পর আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে প্রশ্ন করা হয় যে জ্যোতিপ্রিয়র শরীর যদি এতটাই খারাপ, তাহলে এসএসকেএম হাসপাতাল তাঁকে কেন ছেড়ে দিল ? ইতিমধ্যেই আদালতে তাঁর যাবতীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এই শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ।

আরও পড়ুন:

  1. মন্ত্রীত্ব খুইয়ে জামিনের আবেদন অসুস্থ জ্যোতিপ্রিয়র, মঙ্গলে শুনানি
  2. হেফাজতে থেকে কাগজ-কলম কিভাবে পেলেন জ্যোতিপ্রিয়, প্রশ্ন তুললেন শংকর আঢ্য
  3. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.