ETV Bharat / state

'অভয়া ক্লিনিকে' টেলি মেডিসিন পরিষেবায় ব্যাপক সাড়া, প্রেসক্রিপশনে সুবিচার দাবি - RG Kar Abhaya Clinic

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 4:56 PM IST

Updated : Aug 31, 2024, 5:13 PM IST

Telemedicine Service in RG Kar Abhaya Clinic: আরজি করে শুরু হল টেলি মেডিসিনি পরিষেবা ৷ আজ থেকে আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা টেলি মেডিসিন পরিষেবা শুরু করেছেন ৷ আর পরিষেবা শুরু হতেই, একের পর এক ফোন আসতে শুরু করেছে টেলি মেডিসিন পরিষেবার নম্বরে ৷ এই পরিষেবার মাধ্যমে প্রায় পাঁচশো জন রোগীর চিকিৎসা করা হয়েছে এ দিন৷

Telemedicine Service in RG Kar Abhaya Clinic
'অভয়া ক্লিনিকে' টেলি মেডিসিন পরিষেবায় ব্যাপক সাড়া ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 31 অগস্ট: ব্যাপক সাড়া মিলছে আরজি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের 'অভয়া ক্লিনিকে'র টেলি মেডিসিন পরিষেবায় ৷ রোগীরা ফোন করে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন ৷ সেই মতো প্রেসক্রিপশন লিখে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হচ্ছে রোগীদের ৷ এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রোগীদের সঙ্গে যোগাযোগ করছেন জুনিয়র ডাক্তাররা ৷ এই পরিষেবার মাধ্যমে শনিবার প্রায় পাঁচশো জন রোগীর চিকিৎসা করা হয়েছে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ৷

'অভয়া ক্লিনিকে' টেলি মেডিসিন পরিষেবায় ব্যাপক সাড়া ৷ (ইটিভি ভারত)

আজ থেকে শুরু হওয়া 'অভয়া ক্লিনিকে'র টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে সুবিচারের দাবিও তোলা হয়েছে ৷ যে প্রেসক্রিপশন ছাপানো হয়েছে, সেখানে সুবিচারের দাবি তুলে ধরা হয়েছে ৷ প্রেসক্রিপশনে জলছাপে লেখা রয়েছে, 'আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই' ৷ অর্থাৎ, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার বিচারের দাবি যেমন তুলে ধরা হয়েছে ৷ তেমনি হাসপাতালের ভিতরে যে সব বেআইনি কাজকর্ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেসবের বিচারের দাবিও তুলে ধরেছেন জুনিয়র চিকিৎসকরা ৷

এই টেলি মেডিসিন পরিষেবা নিয়ে জুনিয়র ডাক্তার সুস্মিতা বলেন, "আমরা দিনের শেষে ডাক্তার ৷ আমরা চাই না কারও সমস্যা হোক ৷ তবে, আমাদের দিদির সুবিচারের দাবির পদ্ধতিটা বদলেছে ৷ এখানে ফোন ও হোয়াটসঅ্যাপে রোগীদের পরিষেবা দিচ্ছি আমরা ৷ সবাইকে বলব, কোনও সমস্যা হলে আমাদের জরুরি পরিষেবা নম্বরে ফোন করে যোগাযোগ করুন ৷ আমরা সবরকমভাবে পরিষেবা দেব ৷ পাশাপাশি, কাউকে ভর্তি করতে হলে, সেটাও আমরা জানিয়ে দিচ্ছি ৷ সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা তাঁদের পরিষেবা দেবেন ৷"

আরেক জুনিয়র ডাক্তার সুপ্রিয়া পাল বলেন, "আমরা চাই না সাধারণ মানুষের সমস্যা হোক ৷ তাই ডাক্তার হিসেবে নিজেদের আন্দোলন জারি রেখে পরিষেবা দিচ্ছি ৷ আর মানুষ আমাদের পাশে আছেন ৷ যখন তাঁদের সমস্য়ার কথা শুনছি ফোনে, তখন তাঁরা আমাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন ৷ হোয়াটসঅ্যাপে মেসেজেও আমাদের পাশে থাকার কথা জানাচ্ছেন ৷ মানুষত্ব যে শেষ হয়ে যায়নি, তা দেখে ভালো লাগছে ৷"

উল্লেখ্য, আজ এবং আগামিকাল অর্থাৎ, রবিবার আরজি করের জুনিয়র ডাক্তাররা টেলি মেডিসিনে পরিষেবা দেবেন ৷ পরিকল্পনা রয়েছে, কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের আরজি করের 'অভয়া ক্লিনিকে' টেলি মেডিসিন পরিষেবা দেওয়ার জন্য ৷ আগামিদিনে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজকেও অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলকারী জুনিয়র ডাক্তাররা ৷

কলকাতা, 31 অগস্ট: ব্যাপক সাড়া মিলছে আরজি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের 'অভয়া ক্লিনিকে'র টেলি মেডিসিন পরিষেবায় ৷ রোগীরা ফোন করে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন ৷ সেই মতো প্রেসক্রিপশন লিখে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হচ্ছে রোগীদের ৷ এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রোগীদের সঙ্গে যোগাযোগ করছেন জুনিয়র ডাক্তাররা ৷ এই পরিষেবার মাধ্যমে শনিবার প্রায় পাঁচশো জন রোগীর চিকিৎসা করা হয়েছে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ৷

'অভয়া ক্লিনিকে' টেলি মেডিসিন পরিষেবায় ব্যাপক সাড়া ৷ (ইটিভি ভারত)

আজ থেকে শুরু হওয়া 'অভয়া ক্লিনিকে'র টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে সুবিচারের দাবিও তোলা হয়েছে ৷ যে প্রেসক্রিপশন ছাপানো হয়েছে, সেখানে সুবিচারের দাবি তুলে ধরা হয়েছে ৷ প্রেসক্রিপশনে জলছাপে লেখা রয়েছে, 'আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই' ৷ অর্থাৎ, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার বিচারের দাবি যেমন তুলে ধরা হয়েছে ৷ তেমনি হাসপাতালের ভিতরে যে সব বেআইনি কাজকর্ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেসবের বিচারের দাবিও তুলে ধরেছেন জুনিয়র চিকিৎসকরা ৷

এই টেলি মেডিসিন পরিষেবা নিয়ে জুনিয়র ডাক্তার সুস্মিতা বলেন, "আমরা দিনের শেষে ডাক্তার ৷ আমরা চাই না কারও সমস্যা হোক ৷ তবে, আমাদের দিদির সুবিচারের দাবির পদ্ধতিটা বদলেছে ৷ এখানে ফোন ও হোয়াটসঅ্যাপে রোগীদের পরিষেবা দিচ্ছি আমরা ৷ সবাইকে বলব, কোনও সমস্যা হলে আমাদের জরুরি পরিষেবা নম্বরে ফোন করে যোগাযোগ করুন ৷ আমরা সবরকমভাবে পরিষেবা দেব ৷ পাশাপাশি, কাউকে ভর্তি করতে হলে, সেটাও আমরা জানিয়ে দিচ্ছি ৷ সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা তাঁদের পরিষেবা দেবেন ৷"

আরেক জুনিয়র ডাক্তার সুপ্রিয়া পাল বলেন, "আমরা চাই না সাধারণ মানুষের সমস্যা হোক ৷ তাই ডাক্তার হিসেবে নিজেদের আন্দোলন জারি রেখে পরিষেবা দিচ্ছি ৷ আর মানুষ আমাদের পাশে আছেন ৷ যখন তাঁদের সমস্য়ার কথা শুনছি ফোনে, তখন তাঁরা আমাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন ৷ হোয়াটসঅ্যাপে মেসেজেও আমাদের পাশে থাকার কথা জানাচ্ছেন ৷ মানুষত্ব যে শেষ হয়ে যায়নি, তা দেখে ভালো লাগছে ৷"

উল্লেখ্য, আজ এবং আগামিকাল অর্থাৎ, রবিবার আরজি করের জুনিয়র ডাক্তাররা টেলি মেডিসিনে পরিষেবা দেবেন ৷ পরিকল্পনা রয়েছে, কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের আরজি করের 'অভয়া ক্লিনিকে' টেলি মেডিসিন পরিষেবা দেওয়ার জন্য ৷ আগামিদিনে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজকেও অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলকারী জুনিয়র ডাক্তাররা ৷

Last Updated : Aug 31, 2024, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.