ETV Bharat / state

50 দিনেও অধরা বিচার; মশাল হাতে কলকাতা কাঁপালেন জুনিয়র চিকিৎসকরা - Kolkata Doctor Rape and Murder

Junior Doctors Torch Rally: মশাল মিছিলে সামিল একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ৷ আরজি করের নির্যাতিতার ঘটনা 50 দিন অতিবাহিত ৷ এদিকে এখনও বিচার হল না ৷ তাই রবি-সন্ধ্যায় মশাল হাতে কলকাতার রাজপথে নামলেন জুনিয়র চিকৎসকরা ৷

Junior Doctors Torch Rally
মশাল মিছিল স্লোগান মুখর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 9:31 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীকে গ্রেফতার করা ও সঠিক বিচারের দাবিতে ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে রবিবার সন্ধ্যায় একইসঙ্গে মশাল মিছিল হল। এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজি কর হাসপাতাল, এসএসকেএম, কেপিসি মেডিক্যাল কলেজ থেকে একটি করে মশাল মিছিল বেরয়।

একাধিক মিছিল এসে মিশে যায় ধর্মতলা মোড়ে। পরে ধর্মতলা মোড় অবরোধ করেন জুনিয়র চিকিৎসকরা । যদিও তাঁদের দাবি, ন্যায় বিচার চেয়ে তাঁরা মানববন্ধন করেছেন।

কলকাতা কাঁপালেন জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে একটি মিছিল বেরিয়ে কলেজ স্ট্রিট হয়ে নির্মল চন্দ স্ট্রিট ধরে। এরপর রফি আহমেদ কিদওয়াই রোড ধরে মিছিল যায় এসএন ব্যানার্জি রোডে। সেখান থেকে পৌঁছয় ধর্মতলা। শুরু থেকেই মিছিল ছিল স্লোগান মুখর। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে বারে বারে স্লোগান ওঠে। পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় মিছিল থেকে।

Junior Doctors Torch Rally
একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

অন্যদিকে, থ্রেট কালচারের অভিযুক্ত অভিক দে থেকে শুরু করে বিরূপাক্ষ বিশ্বাসের নাম করেও স্লোগান তোলা হয়। মিছিল থেকে শোনা যায় "শোক নয় দ্রোহ চাই।" মশাল মিছিলে অংশ নিয়ে অনেকে ঢাকও বাজান এদিন ৷

Junior Doctors Torch Rally
বিচারের দাবি নিয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতৃত্ব দেবাশিস হালদার বলেন, "আগামিকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকছে। বিচারের দাবিতে ও প্রতিবাদের উৎসবে রাজপথে নেমেছি। প্রতিটি মেডিক্যাল কলেজে মশাল মিছিল হচ্ছে। সাধারণ মানুষ এই মিছিলে সামিল হয়েছেন।"

Junior Doctors Torch Rally
মশাল মিছিলে জুনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

পাশাপাশি তিনি জানান গত শুক্রবার সাগর দত্তে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তারও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। দেবাশিস আরও বলেন, "আমরা বারে বারে বলেছিলাম নিরাপত্তা নিশ্চিত করতে। প্রাথমিক আশ্বাস পেয়ে কর্মবিরতি তুলেছিলাম। আমাদের নিরাপত্তার ব্যবস্থা হয়নি। রোগী পরিষেবার উন্নতি হয়নি। ভয়ের রাজনীতিরই বিরুদ্ধে আমরা একত্র হয়েছি।"

কলকাতা, 29 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীকে গ্রেফতার করা ও সঠিক বিচারের দাবিতে ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে রবিবার সন্ধ্যায় একইসঙ্গে মশাল মিছিল হল। এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজি কর হাসপাতাল, এসএসকেএম, কেপিসি মেডিক্যাল কলেজ থেকে একটি করে মশাল মিছিল বেরয়।

একাধিক মিছিল এসে মিশে যায় ধর্মতলা মোড়ে। পরে ধর্মতলা মোড় অবরোধ করেন জুনিয়র চিকিৎসকরা । যদিও তাঁদের দাবি, ন্যায় বিচার চেয়ে তাঁরা মানববন্ধন করেছেন।

কলকাতা কাঁপালেন জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে একটি মিছিল বেরিয়ে কলেজ স্ট্রিট হয়ে নির্মল চন্দ স্ট্রিট ধরে। এরপর রফি আহমেদ কিদওয়াই রোড ধরে মিছিল যায় এসএন ব্যানার্জি রোডে। সেখান থেকে পৌঁছয় ধর্মতলা। শুরু থেকেই মিছিল ছিল স্লোগান মুখর। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে বারে বারে স্লোগান ওঠে। পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় মিছিল থেকে।

Junior Doctors Torch Rally
একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

অন্যদিকে, থ্রেট কালচারের অভিযুক্ত অভিক দে থেকে শুরু করে বিরূপাক্ষ বিশ্বাসের নাম করেও স্লোগান তোলা হয়। মিছিল থেকে শোনা যায় "শোক নয় দ্রোহ চাই।" মশাল মিছিলে অংশ নিয়ে অনেকে ঢাকও বাজান এদিন ৷

Junior Doctors Torch Rally
বিচারের দাবি নিয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতৃত্ব দেবাশিস হালদার বলেন, "আগামিকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকছে। বিচারের দাবিতে ও প্রতিবাদের উৎসবে রাজপথে নেমেছি। প্রতিটি মেডিক্যাল কলেজে মশাল মিছিল হচ্ছে। সাধারণ মানুষ এই মিছিলে সামিল হয়েছেন।"

Junior Doctors Torch Rally
মশাল মিছিলে জুনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

পাশাপাশি তিনি জানান গত শুক্রবার সাগর দত্তে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তারও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। দেবাশিস আরও বলেন, "আমরা বারে বারে বলেছিলাম নিরাপত্তা নিশ্চিত করতে। প্রাথমিক আশ্বাস পেয়ে কর্মবিরতি তুলেছিলাম। আমাদের নিরাপত্তার ব্যবস্থা হয়নি। রোগী পরিষেবার উন্নতি হয়নি। ভয়ের রাজনীতিরই বিরুদ্ধে আমরা একত্র হয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.