আসানসোল, 31 ডিসেম্বর: কথায় বলে, চোরের হাজার বুদ্ধি ! এবার এটিএমে জালিয়াতি করে আপনার টাকা লোপাট করতে পারে দুষ্কৃতীরা । আর প্রতারকরা তেমনই ছক কষছে । তারই উদাহরণ পাওয়া গেল আসানসোলে ৷
বিভিন্ন এটিএমে যেখান দিয়ে টাকা বেরোয়, সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে একটি লোহার ধাতব প্লেট । যার ফলে আপনি টাকা তুলতে গেলে এটিএমে সমস্ত পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে । আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে যাবে । কিন্তু মেশিন থেকে টাকা আর বেরোবে না । আটকে থাকবে সেই ধাতব প্লেটের কারণে । আপনি হতাশ হয়ে এটিএম থেকে বেরিয়ে গেলে দুষ্কৃতীরা সুযোগ বুঝে সেখানে গিয়ে সেই ধাতব প্লেট সরিয়ে টাকা বের করে নিয়ে চলে যাবে । এমনই ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় । তাই সাবধান । টাকা তুলতে গিয়ে আগে মেশিন যাচাই করে নিন ।
আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার এলাকাতেও এমনই ঘটনার সাক্ষী থাকলেন গ্রাহকরা । সোমবার রাতে আসানসোল রেলপার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তুলতে ঢুকেছিলেন স্থানীয় প্রমোদ কুমার । তিনি 5 হাজার টাকা তোলার জন্য সমস্ত পদ্ধতি নিয়ম মেনে করেন । মেশিনের টাকা গোনার আওয়াজও পাওয়া গিয়েছিল । কিন্তু টাকা বের হয়নি । দীর্ঘক্ষণ টাকা না বেরনোয় দুশ্চিন্তায় পড়েন প্রমোদ কুমার । তিনি কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না ।
অন্যদিকে বাইরে লাইনে দাঁড়ানো গ্রাহকরা তখন বিরক্ত হয়ে উঠেছেন । সেই সময় হায়দার আলি নামে এক যুবক ভেতরে ঢোকেন এবং প্রমোদ কুমারের কাছে জানতে চান কী সমস্যা হয়েছে । তখন তিনি জানান যে, তাঁর টাকা বেরোচ্ছে না । এরপর হায়দার আলি দেখেন যে, এটিএমের টাকা বেরোনোর জায়গায় একটি ধাতব প্লেট আটকে দেওয়া হয়েছে ।
হায়দার আলির কথায়, "আমি কয়েকদিন আগেই খবরে দেখেছিলাম এমন ধরনের ঘটনা ঘটছে । সেই কারণে সচেতন ছিলাম । আমার মনে হয়েছিল এই এটিএমে হয়তো কোনও জালিয়াতি করা হয়েছে । আমাদের সন্দেহ ঠিক ছিল ।"
জালিয়াতির শিকার প্রমোদ কুমার বলেন, "আমি টাকা তোলার জন্য পিন দিই ৷ কিন্তু এটিএমে আলো জ্বললেও টাকা বেরচ্ছিল না ৷ 5 হাজার টাকা আটকে গিয়েছিল ৷ অনেক চেষ্টা করেও টাকা না মেলায় স্থানীয় এক যুবক এসে আমায় সাহায্য করল ৷ একটা ধাতব কিছু টেনে বের করতেই আমি আমার 5 হাজার টাকা পেয়ে গেলাম ৷"
এই ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দুষছেন স্থানীয় বাসিন্দারা ৷ বাজার কমিটির নেতা আশিসকৃষ্ণ চট্টোপাধ্যায় বলেন, "রেলপার এলাকায় একের পর এক এটিএমে এই একই ঘটনা ঘটে চলেছে । যে সমস্ত এটিএমে মানুষজন কম যান, সেই জায়গাগুলিকেই দুষ্কৃতীরা টার্গেট করছে । তারা দূরে দাঁড়িয়ে থাকছে, যখনই দেখছে টাকা বেরোচ্ছে না আর গ্রাহক চলে যাচ্ছেন, তখনই সে এটিএমে ঢুকে টাকা বের করে চলে যাচ্ছে । বেশিরভাগ এটিএমে সিসিটিভি খারাপ । আমরা পুলিশকে জানিয়েছি অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষকে বলে এটিএমের ভেতর সিসিটিভিগুলি লাগানোর ব্যবস্থা করা হোক । তাহলে এই দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরা যাবে ।"
আসানসোল উত্তর থানার পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷