ETV Bharat / technology

ভারতে লঞ্চ করেছে Rolls-Royce Ghost Series 2, দাম শুনলে আঁতকে উঠবেন - ROLLS ROYCE GHOST SERIES 2 LAUNCHED

Rolls-Royce Ghost Series 2 ভারতের বাজারে লঞ্চ হয়েছে । দাম ও কী কী ফিচার রয়েছে এই গাড়িতে ৷

Rolls Royce Ghost Series 2
Rolls Royce Ghost Series 2 ভারতে চালু হয়েছে (ছবি: Rolls Royce Motor Cars)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 31, 2024, 4:27 PM IST

হায়দরাবাদ: বর্ষশেষের আগে ভারতবাসীর জন্য নয়া উপহার বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ৷ ভারতীয় বাজারে লঞ্চ করল Rolls-Royce Ghost Series 2। দাম শুরু হচ্ছে 8.95 কোটি টাকা (এক্স-শোরুম) থেকে ৷ বিলাসবহুল গাড়িটি একেবারে রিফ্রেশড ডিজাইনের এবং রয়েছে অ্যালয় হুইল ৷ আপাতত স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড এবং ব্ল্যাক ব্যাজ এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে গাড়িটি । Cullinan সিরিজ II ভারতীয় বাজারে আসার কয়েক মাস পরে ঘোস্ট II সিরিজ চালু করা হয়েছে ।

বর্ষশেষের অ্যাডভেঞ্চারে সঙ্গী হোক এই বাইক

8.95 কোটি টাকা থেকে দাম শুরু হলেও বিলাসবহুল গাড়িটির এক্সটেন্ডেড ভেরিয়েন্টের দাম 10.19 কোটি টাকা পর্যন্ত ৷ এছাড়াও টপ-স্পেক ব্ল্যাক ব্যাজ ভেরিয়েন্টের দাম 10.52 কোটি টাকা । ইতিমধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে । যারা বুকিং করবেন 2025 সালের মধ্যে, গাড়িটি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷

Rolls-Royce Ghost Series 2 মডেলটি ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন এনেছে কোম্পনি । নতুন ফেসলিফট মডেলে ফ্রন্ট প্রোফাইলেও পরিবর্তন আনা হয়েছে ৷ এতে রয়েছে একটি ছোট ফ্রন্ট গ্রিল, প্রজেক্টর হেডলাইট (এলইডি ডিআরএল) এবং উভয় দিকের টেললাইটের নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷

নতুন বছরের আগেই বাজারে এল Honda SP 125

বিলাসবহুল এই সেডান গাড়িটির অভ্যন্তরের নকশাতেও পরিবর্ত আনা হয়েছে ৷ কেবিনে ডুয়েলটোন দেওয়া হয়েছে ৷ ধূসর দাগযুক্ত ছাই এবং ডুয়ালিটি টুইলের মতো নতুন উপকরণ দেওয়া হয়েছে । পুরো ড্যাশবোর্ড জুড়ে রয়েছে কাচের প্যানেলও দেওয়া হয়েছে । ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি গাড়ির বাহ্যিক রঙের সঙ্গে মিলে গিয়েছে ।

গাড়ির পিছনের সিটের যাত্রীদের জন্য ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ওয়্যারলেস হেডফোনের সুবিধা রয়েছে । নতুন মডেলে একটি 1400 ওয়াট প্রিমিয়াম সাউন্ড সিস্টেমও দেওয়া হয়েছে । আপডেট করা Rolls-Royce Ghost Series 2 6.75-লিটার টুইন-টার্বো V12 ইঞ্জিন দ্বারা চালিত। স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড ভেরিয়েন্ট 555 bhp শক্তি এবং 850 Nm টর্ক উৎপন্ন করবে। যদিও টপ-স্পেক ব্ল্যাক ব্যাজ ভেরিয়েন্ট 584 হর্সপাওয়ার এবং 900 Nm পিক টর্ক প্রদান করবে। তিনটি ভেরিয়েন্টই একটি 8-স্পীড স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সুবিধা রয়েছে ৷

নিউ ইয়ার উপহার! বাজারে এল নতুন স্পোর্টস বাইক

হায়দরাবাদ: বর্ষশেষের আগে ভারতবাসীর জন্য নয়া উপহার বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ৷ ভারতীয় বাজারে লঞ্চ করল Rolls-Royce Ghost Series 2। দাম শুরু হচ্ছে 8.95 কোটি টাকা (এক্স-শোরুম) থেকে ৷ বিলাসবহুল গাড়িটি একেবারে রিফ্রেশড ডিজাইনের এবং রয়েছে অ্যালয় হুইল ৷ আপাতত স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড এবং ব্ল্যাক ব্যাজ এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে গাড়িটি । Cullinan সিরিজ II ভারতীয় বাজারে আসার কয়েক মাস পরে ঘোস্ট II সিরিজ চালু করা হয়েছে ।

বর্ষশেষের অ্যাডভেঞ্চারে সঙ্গী হোক এই বাইক

8.95 কোটি টাকা থেকে দাম শুরু হলেও বিলাসবহুল গাড়িটির এক্সটেন্ডেড ভেরিয়েন্টের দাম 10.19 কোটি টাকা পর্যন্ত ৷ এছাড়াও টপ-স্পেক ব্ল্যাক ব্যাজ ভেরিয়েন্টের দাম 10.52 কোটি টাকা । ইতিমধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে । যারা বুকিং করবেন 2025 সালের মধ্যে, গাড়িটি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷

Rolls-Royce Ghost Series 2 মডেলটি ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন এনেছে কোম্পনি । নতুন ফেসলিফট মডেলে ফ্রন্ট প্রোফাইলেও পরিবর্তন আনা হয়েছে ৷ এতে রয়েছে একটি ছোট ফ্রন্ট গ্রিল, প্রজেক্টর হেডলাইট (এলইডি ডিআরএল) এবং উভয় দিকের টেললাইটের নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷

নতুন বছরের আগেই বাজারে এল Honda SP 125

বিলাসবহুল এই সেডান গাড়িটির অভ্যন্তরের নকশাতেও পরিবর্ত আনা হয়েছে ৷ কেবিনে ডুয়েলটোন দেওয়া হয়েছে ৷ ধূসর দাগযুক্ত ছাই এবং ডুয়ালিটি টুইলের মতো নতুন উপকরণ দেওয়া হয়েছে । পুরো ড্যাশবোর্ড জুড়ে রয়েছে কাচের প্যানেলও দেওয়া হয়েছে । ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি গাড়ির বাহ্যিক রঙের সঙ্গে মিলে গিয়েছে ।

গাড়ির পিছনের সিটের যাত্রীদের জন্য ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ওয়্যারলেস হেডফোনের সুবিধা রয়েছে । নতুন মডেলে একটি 1400 ওয়াট প্রিমিয়াম সাউন্ড সিস্টেমও দেওয়া হয়েছে । আপডেট করা Rolls-Royce Ghost Series 2 6.75-লিটার টুইন-টার্বো V12 ইঞ্জিন দ্বারা চালিত। স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড ভেরিয়েন্ট 555 bhp শক্তি এবং 850 Nm টর্ক উৎপন্ন করবে। যদিও টপ-স্পেক ব্ল্যাক ব্যাজ ভেরিয়েন্ট 584 হর্সপাওয়ার এবং 900 Nm পিক টর্ক প্রদান করবে। তিনটি ভেরিয়েন্টই একটি 8-স্পীড স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সুবিধা রয়েছে ৷

নিউ ইয়ার উপহার! বাজারে এল নতুন স্পোর্টস বাইক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.