কলকাতা, 6 ডিসেম্বর: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর সকলেই বাম এবং অতিবামপন্থী। হোয়াটসঅ্যাপ কথপোকথনের স্ক্রিনশট সামনে এনে এমনটাই দাবি করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন।
রাজ্যে হয়ে যাওয়া ছয় বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট তারা প্রকাশ্যে এনেছে। আর তা উল্লেখ করেই তারা জানাচ্ছে, ফ্রন্টের সকল সদস্যই বামপন্থী এবং অতিবামপন্থী। এর পাশাপাশি সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের পদক্ষেপেও সন্তুষ্ট তারা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসক শিরিষ চক্রবর্তী বলেন, "ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা আছে। তারা যা সিদ্ধান্ত নেবে তা সঠিক হবে।"
রাজ্যে উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পরেই আন্দোলন নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিলেন 'আন্দোলন করে কী হল?' যার উত্তর গত বুধবার দিয়েছিলেন জুনিয়র ডক্টর দেবাশীষ হালদার। সেই উত্তর নিয়েই এবার মুখ খুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। তারা এদিন একটি whatsapp-এর চ্যাট প্রকাশ্যে আনে। সেখানে দেখা যাচ্ছে লেখা হয়েছে, 'উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলে আমাদের আন্দোলনকে ছোট করে দেখা হবে। তাই যেখানে শাসক শিবিরের জোর বেশি সে সব জায়গায় তাদের দুর্নীতি নিয়ে বেশি করে প্রচার করা জরুরি।'
সেই চ্যাট-কে সামনে রেখেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসক সৌরভ দাস বলেন, "ফ্রন্টের সদস্যরা মেনে নিয়েছেন, ওদের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কিন্তু, ওরা যদি কোনও দলীয় পতাকা ব্যবহার করে, তাহলে বহু মানুষে সেটা প্রত্যাখ্যান করবে। কিন্তু, এই বাম, অতিবাম এবং নকশালপন্থীরা এর পরেও উপনির্বাচনে যেতে চেয়েছিল। ওদের যে মিছিলগুলি ডাকা হয়, সেখানেও শুধুমাত্র বাম, অতিবাম এবং নকশালপন্থী মানুষেরাই ভিড় জমায়। আমরা সম্পূর্ণভাবে এর ধিক্কার জানাই।"
যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের এই দাবিকে মান্যতা দিতে চায় না জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের সদস্য চিকিৎসক অনুপম রায় বলেন, "যারা এই দাবি করছেন, তারা সকলেই থ্রেট কালচারে অভিযুক্ত। ফলে তারা কী বলছে, তাতে আমরা গুরুত্ব দিতে রাজি নই। কিন্তু, এটা অবশ্যই একটি রাজনৈতিক সংগঠন। এই অ্যাসোসিয়েশনের সদস্যরা ক্যাম্পাসের ভিতরে যে ভাবে থ্রেট, ভয়ের রাজনীতি চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি।"