ETV Bharat / state

মঙ্গলে নবান্ন নয়, বুধে ধর্মতলা অভিযানের ডাক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের - RG Kar Doctor Rape And Murder

Junior doctors call for Dharmatala Abhijan: মঙ্গলবারের নবান্ন অভিযানে তারা নেই ৷ সাফ জানিয়ে দিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট ৷ তবে তারা বুধবার ধর্মতলা অভিযানের ডাক দিয়েছে ৷ সেই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে ৷

ETV BHARAT
নাগরিক কনভেনশনের মঞ্চে সোহিনী সরকার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 7:24 PM IST

কলকাতা, 26 অগস্ট: আরজি কর-কাণ্ডে মঙ্গলবারের নবান্ন কর্মসূচির সঙ্গে তাঁদের আন্দোলনের কোনও সম্পর্ক নেই ৷ নিজেদের অবস্থান স্পষ্ট করে একথা সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁরা বুধবার ধর্মতলা অভিযানের কথা ঘোষণা করেছেন ৷ সেই কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ৷

আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'ছাত্র সমাজ'। তবে সেই কর্মসূচি থেকে ইতিমধ্যেই মুখ ঘুরিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি । আর এবার আরজিকর, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ সমস্ত হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট' এই অভিযান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল । তারা সাফ জানাল, তাদের আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচির ৷

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে নাগরিক কনভেনশন মঞ্চ থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চ ঘোষণা করে যে, আগামী বুধবার তারা ধর্মতলা অভিযান করবে । বেলা 12টা নাগাদ শ্যামবাজার থেকে শুরু হবে মিছিল । শুধু জুনিয়র চিকিৎসকরাই রাজপথের দখল নেবেন এমনটা নয়, তাঁদের ফ্রন্টের তরফে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে । যেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে থাকবেন সিনিয়র ডাক্তাররাও । থাকবেন তাঁদের পরিবার-পরিজন । এছাড়াও থাকবেন সমাজের নানা স্তরের মানুষ । শিক্ষক, অভিনেতা, লেখক, অধ্যাপক থেকে নার্স, স্বাস্থ্যকর্মী-সহ সাধারণ মানুষকেও এই মিছিলে পা মেলানোর জন্য আহ্বান জানানো হয়েছে ৷

ETV BAHRAT
নাগরিক কনভেনশনের মঞ্চে জিতু কমল (নিজস্ব চিত্র)

এদিন গণ কনভেনশনে বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে এসেছিলেন ডাক্তারি পড়ুয়ারা । ছিলেন সিনিয়র চিকিৎসকরাও । ছিলেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, কাজলকৃষ্ণ বণিক, পুণ্যব্রত গুণ, বিনায়ক সেন ৷ এছাড়াও ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার, দেবলীনা দত্ত, জিতু কমল, মীর আলি-সহ নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ । তাঁরা প্রত্যেকেই এদিন কনভেনশনে বক্তব্য রাখেন ।

ETV BHARAT
কলকাতা মেডিক্যাল কলেজে নাগরিক কনভেনশন মঞ্চ (নিজস্ব চিত্র)

বক্তারা বলেন, "বিচার দাবি করে মিলবে না, ছিনিয়ে আনতে হবে । অপরাধতন্ত্র চলছে হাসপাতালে । সেটা দমাতেই আগে খুন পরে ধর্ষণ নয়তো ? দুর্নীতি দেখেছিল বলেই নির্যাতিতার প্রাণ গেল ? যাঁরা বলেন খেলা হবে সেই খেলাকে মানি না । হাসপাতাল প্রাণ বাঁচানোর জায়গা, হাসপাতালকে মরতে দেব না । আন্দোলন চালিয়ে যেতে হবে । ভোট একা দিতে যাই, প্রতিবাদের সুর একাই তুলব। প্রশ্ন তুলতে হবে কেন এই ঘটনা ঘটল ? মুখ্যমন্ত্রীর কাছেই জবাব চাইতে হবে ।"

এদিন অনেক বক্তাই জুনিয়র, সিনিয়র চিকিৎসক থেকে নার্স, স্বাস্থ্যকর্মী এমনকি তাঁদের পরিবার ও রোগীর পরিবার-সহ সব পক্ষকে নিয়ে যৌথ ধর্না মঞ্চের উদ্যোগের কথা বলেন । তবে তাঁদের কর্মসূচি কোনও দলের নয়, সম্পূর্ণ অরাজনৈতিক । একথাও স্পষ্ট করে দেওয়া হয় এদিনের নাগরিক কনভেনশনে ৷

কলকাতা, 26 অগস্ট: আরজি কর-কাণ্ডে মঙ্গলবারের নবান্ন কর্মসূচির সঙ্গে তাঁদের আন্দোলনের কোনও সম্পর্ক নেই ৷ নিজেদের অবস্থান স্পষ্ট করে একথা সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁরা বুধবার ধর্মতলা অভিযানের কথা ঘোষণা করেছেন ৷ সেই কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ৷

আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'ছাত্র সমাজ'। তবে সেই কর্মসূচি থেকে ইতিমধ্যেই মুখ ঘুরিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি । আর এবার আরজিকর, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ সমস্ত হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট' এই অভিযান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল । তারা সাফ জানাল, তাদের আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচির ৷

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে নাগরিক কনভেনশন মঞ্চ থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চ ঘোষণা করে যে, আগামী বুধবার তারা ধর্মতলা অভিযান করবে । বেলা 12টা নাগাদ শ্যামবাজার থেকে শুরু হবে মিছিল । শুধু জুনিয়র চিকিৎসকরাই রাজপথের দখল নেবেন এমনটা নয়, তাঁদের ফ্রন্টের তরফে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে । যেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে থাকবেন সিনিয়র ডাক্তাররাও । থাকবেন তাঁদের পরিবার-পরিজন । এছাড়াও থাকবেন সমাজের নানা স্তরের মানুষ । শিক্ষক, অভিনেতা, লেখক, অধ্যাপক থেকে নার্স, স্বাস্থ্যকর্মী-সহ সাধারণ মানুষকেও এই মিছিলে পা মেলানোর জন্য আহ্বান জানানো হয়েছে ৷

ETV BAHRAT
নাগরিক কনভেনশনের মঞ্চে জিতু কমল (নিজস্ব চিত্র)

এদিন গণ কনভেনশনে বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে এসেছিলেন ডাক্তারি পড়ুয়ারা । ছিলেন সিনিয়র চিকিৎসকরাও । ছিলেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, কাজলকৃষ্ণ বণিক, পুণ্যব্রত গুণ, বিনায়ক সেন ৷ এছাড়াও ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার, দেবলীনা দত্ত, জিতু কমল, মীর আলি-সহ নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ । তাঁরা প্রত্যেকেই এদিন কনভেনশনে বক্তব্য রাখেন ।

ETV BHARAT
কলকাতা মেডিক্যাল কলেজে নাগরিক কনভেনশন মঞ্চ (নিজস্ব চিত্র)

বক্তারা বলেন, "বিচার দাবি করে মিলবে না, ছিনিয়ে আনতে হবে । অপরাধতন্ত্র চলছে হাসপাতালে । সেটা দমাতেই আগে খুন পরে ধর্ষণ নয়তো ? দুর্নীতি দেখেছিল বলেই নির্যাতিতার প্রাণ গেল ? যাঁরা বলেন খেলা হবে সেই খেলাকে মানি না । হাসপাতাল প্রাণ বাঁচানোর জায়গা, হাসপাতালকে মরতে দেব না । আন্দোলন চালিয়ে যেতে হবে । ভোট একা দিতে যাই, প্রতিবাদের সুর একাই তুলব। প্রশ্ন তুলতে হবে কেন এই ঘটনা ঘটল ? মুখ্যমন্ত্রীর কাছেই জবাব চাইতে হবে ।"

এদিন অনেক বক্তাই জুনিয়র, সিনিয়র চিকিৎসক থেকে নার্স, স্বাস্থ্যকর্মী এমনকি তাঁদের পরিবার ও রোগীর পরিবার-সহ সব পক্ষকে নিয়ে যৌথ ধর্না মঞ্চের উদ্যোগের কথা বলেন । তবে তাঁদের কর্মসূচি কোনও দলের নয়, সম্পূর্ণ অরাজনৈতিক । একথাও স্পষ্ট করে দেওয়া হয় এদিনের নাগরিক কনভেনশনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.