ETV Bharat / state

পুরীর মতো এখানেও উলটো রথে জগন্নাথকে আলিঙ্গন করতে পারেন ভক্তরা - Durgapur ISKCON - DURGAPUR ISKCON

Ratha Yatra 2024: শুধুমাত্র উলটো রথের দিনেই জগন্নাথকে আলিঙ্গন করার রীতি আছে পুরীর জগন্নাথ মন্দিরে ৷ তবে শুধু নয় পুরী নয়, বাংলাতেও প্রভু জগন্নাথকে আলিঙ্গনের সুযোগ পান ভক্তরা ৷ কোথায় জানুন প্রতিবেদনে...

Ratha Yatra 2024
উলটো রথে প্রভু জগন্নাথকে আলিঙ্গন করছেন ভক্তরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 5:07 PM IST

দুর্গাপুর, 15 জুলাই: আজ উলটো রথ। রীতি মেনে ন'দিন মাসির বাড়িতে কাটানোর পর আজ ঘরে ফিরছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা ৷ প্রভু জগন্নাথের এই ঘরে ফেরা 'উলটো রথ' নামে পরিচিত ৷ এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই পুরীতে উৎসবের ঘনঘটা। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত ও রাজ্যে পালিত হচ্ছে উলটো রথ ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে উলটো রথ উৎসব ঘিরে সাজো সাজো রব পড়ে গিয়েছে। দুর্গাপুর ইসকন মন্দিরের একমাত্র প্রভু জগন্নাথকে আলিঙ্গন করার সুযোগ পান ভক্তরা ৷

দুর্গাপুর ইসকনের রথ যাত্রা (ইটিভি ভারত)

দুর্গাপুরের নেতাজি সুভাষ রোডের ইসকন মন্দির থেকে স্টিল টাউনশিপে আকবর রোড ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে ন'দিন কাটান প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। আকবর রোডের এই সুসজ্জিত মণ্ডপে হাজার হাজার ভক্তরা ভিড় করেন ৷ এই কয়েকদিন ভক্ত বৃন্দদের ইসকনের পক্ষ থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দুর্গাপুরের আকবর রোড ময়দান ছাড়াও ফিল্ড টাউনশিপের চিত্রালয় রাজীব গান্ধি স্মৃতি ময়দানেও রথযাত্রায় জগন্নাথদেবকে আলিঙ্গনের উদ্দেশ্যে ভক্তবৃন্দদের ভিড় ছিল। দুর্গাপুরের আমরাই গ্রামের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্ত পিঠের মন্দির ও সেবাশ্রম সংঘের রথযাত্রায় মাসির বাড়ি পূর্বাচল আবাসনে জগন্নাথদেবকে আলিঙ্গনের জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ উলটো রথের দিনই প্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে পারেন ভক্তবৃন্দরা ৷ মনোবাসনার কথা বলে থাকেন ভগবানের কাছে।

দুর্গাপুর ইসকনের সেবাইত ঔদার্য দাসের কথায়, "প্রাচীন রীতি অনুযায়ী উলটো রথের দিন পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে আলিঙ্গন করার সুযোগ দেওয়া হয় ভক্তদের । দুর্গাপুরের ইসকনের পক্ষ থেকেও সকাল ন'টা থেকে এই আলিঙ্গন পর্ব চলছে। দুপুরের পর জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথ যাবে মন্দিরে। সকাল থেকেই ভক্তবৃন্দদের ঢল নেমেছে এই আলিঙ্গনের জন্য।"

দুর্গাপুর, 15 জুলাই: আজ উলটো রথ। রীতি মেনে ন'দিন মাসির বাড়িতে কাটানোর পর আজ ঘরে ফিরছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা ৷ প্রভু জগন্নাথের এই ঘরে ফেরা 'উলটো রথ' নামে পরিচিত ৷ এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই পুরীতে উৎসবের ঘনঘটা। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত ও রাজ্যে পালিত হচ্ছে উলটো রথ ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে উলটো রথ উৎসব ঘিরে সাজো সাজো রব পড়ে গিয়েছে। দুর্গাপুর ইসকন মন্দিরের একমাত্র প্রভু জগন্নাথকে আলিঙ্গন করার সুযোগ পান ভক্তরা ৷

দুর্গাপুর ইসকনের রথ যাত্রা (ইটিভি ভারত)

দুর্গাপুরের নেতাজি সুভাষ রোডের ইসকন মন্দির থেকে স্টিল টাউনশিপে আকবর রোড ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে ন'দিন কাটান প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। আকবর রোডের এই সুসজ্জিত মণ্ডপে হাজার হাজার ভক্তরা ভিড় করেন ৷ এই কয়েকদিন ভক্ত বৃন্দদের ইসকনের পক্ষ থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দুর্গাপুরের আকবর রোড ময়দান ছাড়াও ফিল্ড টাউনশিপের চিত্রালয় রাজীব গান্ধি স্মৃতি ময়দানেও রথযাত্রায় জগন্নাথদেবকে আলিঙ্গনের উদ্দেশ্যে ভক্তবৃন্দদের ভিড় ছিল। দুর্গাপুরের আমরাই গ্রামের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্ত পিঠের মন্দির ও সেবাশ্রম সংঘের রথযাত্রায় মাসির বাড়ি পূর্বাচল আবাসনে জগন্নাথদেবকে আলিঙ্গনের জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ উলটো রথের দিনই প্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে পারেন ভক্তবৃন্দরা ৷ মনোবাসনার কথা বলে থাকেন ভগবানের কাছে।

দুর্গাপুর ইসকনের সেবাইত ঔদার্য দাসের কথায়, "প্রাচীন রীতি অনুযায়ী উলটো রথের দিন পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে আলিঙ্গন করার সুযোগ দেওয়া হয় ভক্তদের । দুর্গাপুরের ইসকনের পক্ষ থেকেও সকাল ন'টা থেকে এই আলিঙ্গন পর্ব চলছে। দুপুরের পর জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথ যাবে মন্দিরে। সকাল থেকেই ভক্তবৃন্দদের ঢল নেমেছে এই আলিঙ্গনের জন্য।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.