নয়াদিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) পূর্বাঞ্চল শাখায় অর্থাৎ কলকাতার জন্য কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) শিক্ষানবিশ পদে লোক নিচ্ছে ৷
মাধ্যমিক বা দশম শ্রেণিতে 50 শতাংশ নম্বর এবং আইটিআই সার্টিফিকেট থাকলে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) পদে আবেদন করতে পারবেন ৷
শিক্ষানবিশ আইন 1961-এর অধীনে পূর্বাঞ্চল শাখায় কলকাতায় কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি ৷
পোস্ট: কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA)
শূন্যপদ: মোট 12টি
প্রশিক্ষণের সময়কাল: 12 মাস
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা দশম শ্রেণিতে 50 শতাংশ নম্বর এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ৷
বয়স: 01.10.2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 25 বছরের মধ্যে ৷ তফসিল জাতি/ তফসিল উপজাতি (SC/ST) প্রার্থীরা 5 বছর এবং ওবিসি (OBC) প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন ৷ এছাড়া বিশেষভাবে সক্ষম প্রার্থীরা 10 বছর বয়সের শিথিলতা পাবেন ৷
বেতন: কম্পিউটার অপারেটর পদে প্রতি মাসে 6 হাজার এবং প্রোগ্রামিং সহকারী পদে প্রতি মাসে 7 হাজার টাকা ৷
নির্বাচন প্রক্রিয়া 2024: নম্বরের শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা হবে মেধা তালিকা ৷ কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না।
অনলাইনে কীভাবে আবেদন করবেন:
আবেদনকারীদের অবশ্যই তাদের নাম, পিতার নাম, জন্মতারিখ ও ম্যাধমিক বা সমতুল্য পাসের শংসাপত্রে আপলোড করতে হবে ৷
ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন ত্রুটি ধরা পড়লে আবেদন বাতিল হবে ৷
আবেদনকারীরা https://www.apprenticeshipindia.gov.in পোর্টালে করা বিশদ বিবরণ আপলোড করতে হবে ৷
আবেদনকারীদের অরিজিনাল ডকুমেন্টস ও শংসাপত্র যাচাইয়ের জন্য রিপোর্ট করতে হবে।
আবেদনকারীদের তাদের গত এক বছরের মধ্যে ইস্যুকৃত ওবিসি শংসাপত্র জমা দিতে হবে সংযুক্ত বিন্যাসে।