কলকাতা, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে কর্তব্যরত পুলিশকর্তা পাপিয়া সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দিল নবান্ন । তিনি বর্তমানে এসপি হোমগার্ড ছিলেন । সেখান থেকে তাঁকে দায়িত্ব দেওয়া হল ব্যারাকপুর 1 নম্বর ব্যাটেলিয়নেরও । পাপিয়া সুলতানা কয়েকদিন আগেই সন্দেশখালি গিয়ে মহিলাদের বয়ান নিয়েছিলেন । তবে আইপিএস মহলের একাংশের দাবি পাপিয়া সুলতানের বদলি হয়ে গেলেও তিনি এখনও বেশ কয়েকদিন উত্তর 24 পরগনার সন্দেশখালিতে কর্তব্যরত থাকবেন ।
উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে । রাজ্যপালের কাছেও অভিযোগ করেন সেখানকার নির্যাতিতা মহিলারা । এরপরই রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয় । এই পরিস্থিতিতে হোমগার্ডের এসপি পাপিয়া সুলতানাকে সন্দেশখালি পাঠায় নবান্ন । তিনি বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন এবং সেখানে যে আইনের শাসন এখনও জারি রয়েছে সেই বিষয়ে মহিলাদের আশ্বস্ত করে তাঁদের বয়ান নথিভুক্ত করেন।
সন্দেশখালির নারী সুরক্ষায় গঠন করা হয় 10 সদস্যের উচ্চপর্যায়ের কমিটি । ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷ গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তল্লাশি অভিযান চালাতে যায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের গোয়েন্দাদের উপর হামলা থেকে ঘটনার সূত্রপাত । সেই সম্পর্কে আগেই রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে চিঠি দেয় ইডি ।
এরপরেই দেখা গেল বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে সেখান থেকে বদলি করে দেওয়া হল ডিরেক্টর সিকিউরিটিতে । পাশাপাশি এডিজি দক্ষিণবঙ্গ করে পাঠানো হল সুপ্রতিম সরকারকে । এবার সেই আবহে পাপিয়া সুলতানাকে বদলি করা হল ব্যারাকপুরে পুলিশ কমিশনারেটে । যদিও এই বিষয়ে পাপিয়া সুলতানাকে ফোন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ।
আরও পড়ুন :