কোচবিহার, 23 অগস্ট: বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত ভারতীয় চালক ৷ এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্দোলন শুরু করেছেন ভারতীয় ট্রাক চালকরা ৷ ফলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে ৷ বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংরাবান্ধা সীমান্ত ৷ ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী, পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছেছেন ৷ নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে ভারতীয় ট্রাক চালকরা এই আন্দোলন শুরু করেছেন ৷ দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তাঁরা ৷
ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ, বুধবার পণ্য নিয়ে অন্যান্যদের সঙ্গে ওপারে প্রবেশ করেন বিপ্লব মহম্মদ নামে মেখলিগঞ্জের এক ট্রাক চালক ৷ সেখানে জলের ব্যবহার নিয়ে বচসা বাধে ৷ তিনি এবং তাঁর সঙ্গে থাকা আরও এক ট্রাক চালককে নিগৃহীত হতে হয়েছে বলে অভিযোগ ৷ চ্যাংরাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মহম্মদ বলেন, "তাঁদের মারধর করা হয়েছে ৷ গায়ের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে ৷ ওপারে ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বচসা বাধে ৷ তারপর সেটা মারপিটের চেহারা নেয় ৷"
ঘটনায় দু'জন ভারতীয় ট্রাক চালক বেশ আঘাত পেয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন ৷ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ৷ এদিকে সমস্যার সমাধানের জন্য ভারতীয় পুলিশ ও প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ মেখলিগঞ্জ পুলিশের এক আধিকারিক বলেন, "আলোচনা চলছে ৷ বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গেও কথা চলছে ৷ আশাকরছি খুব দ্রুত সমস্যা মিটে যাবে ৷"