ETV Bharat / state

ইন্দো-বাংলাদেশ সীমান্তে বন্ধ বাণিজ্য, একসপ্তাহে কয়েকশো কোটি টাকারও বেশি ক্ষতি ভারতের - Indo Bangla Trade Closed - INDO BANGLA TRADE CLOSED

Indo-Bangla Trade Closed: মুক্তি যোদ্ধাদের সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত বাংলাদেশ ৷ বন্ধ যোগাযোগ ব্যবস্থা, জারি রয়েছে কার্ফু ৷ এই পরিস্থিতিতে গত 6-7 দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক ৷ নিত্যদিন গড়ে 130 কোটি টাকার ক্ষতি হচ্ছে আমদানি-রফতানি ব্যবসায় ৷

India-Bangladesh Trade Closed
ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধ বাণিজ্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 10:32 PM IST

শিলিগুড়ি, 24 জুলাই: বাংলাদেশের কোটা-বিরোধী আন্দোলনের জেরে বিপুল ক্ষতির মুখে দু'দেশের বাণিজ্য ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে আমদানি-রফতানি বন্ধ ৷ এর ফলে গত 6-7 দিনে দুই দেশ মিলিয়ে প্রায় 1 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ যার মধ্যে ভারতের ক্ষতির পরিমাণ প্রায় 800 কোটি ৷ দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না-হলে, অর্থনীতির উপর এর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷

800 কোটি টাকার বেশি ক্ষতি ভারতের (ইটিভি ভারত)

এই বিষয়ে শিলিগুড়ি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিজকিশোর প্রসাদ বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকায় আমাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে ৷ বাংলাদেশে অস্থিরতার কারণে সীমান্ত দিয়ে সমস্ত রকম পণ্যের আমদানি ও রফতানি বন্ধ রাখা হয়েছে ৷ বাংলাদেশের থেকেও সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতের ৷ শুধুমাত্র শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়েই প্রতিদিন গড়ে 40-50 কোটি টাকার সামগ্রী রফতানি করা হয় ৷ পাশাপাশি, বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে ওই সীমান্ত দিয়ে 10-15 কোটি টাকার পণ্য আমদানি হয় ৷"

তিনি আরও বলেন, "শুধুমাত্র উত্তরবঙ্গেরই পাঁচটি সীমান্ত স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি হয় বাংলাদেশের সঙ্গে ৷ যদি, ফুলবাড়িতে এই প্রতিদিন গড়ে 50-60 কোটি টাকার পণ্য আমদানি ও রফতানি হয়, তাহলে ওই পাঁচটি স্থলবন্দর মিলিয়ে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি ৷ আমরা চাই যত দ্রুত সম্ভব এই দুই দেশের মধ্যে ফের ব্যবসা শুরু হোক ৷"

ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পূর্ব সাধারণ সম্পাদক সুরজিৎ পাল জানান, "গত ছয় দিনে ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে ৷ তার মধ্যে শুধুমাত্র ভারতের রফতানি বাবদ ক্ষতি হয়েছে 800 কোটি টাকারও বেশি ৷ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকায়, শুধুমাত্র যে ব্যবসায়ীদের ক্ষতি তাই নয়, এর সঙ্গে প্রায় তিন থেকে চার হাজার পরিবারের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে ৷ এরপর আরও যদি এই সীমান্ত বন্ধ থাকে, তাহলে এর একটা বিশাল প্রভাব ভারতের অর্থনীতির উপরে পড়তে চলেছে ৷"

জানা গিয়েছে, হিলি, চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি, মহদিপুর ও বেনাপোলের মতো সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি ও রফতানি হয় ৷ প্রতিটি সীমান্ত দিয়ে রোজ প্রায় সাড়ে তিনশো গাড়ি বাংলাদেশে যায় ৷ সেখানে বাংলাদেশ থেকেও শতাধিক গাড়ি রোজ ভারতে আসে ৷ ভারত থেকে বাংলাদেশে পাথর, বোল্ডার, গম, মার্বেল, যন্ত্রপাতি, পেঁয়াজ , চাল, রসুন, আদা, চকলেট, ওষুধ, যানবাহন ইত্যাদি রফতানি হয় ৷ বাংলাদেশ থেকে ভারতে আমদানি হয় টেক্সটাইল কাপড়, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, ফার্নেস অয়েল, ব্যাটারি, তামার তার, মেলামাইন, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া, হিমায়িত মাছ এবং সামুদ্রিক খাদ্য ইত্যাদি ৷

শিলিগুড়ি, 24 জুলাই: বাংলাদেশের কোটা-বিরোধী আন্দোলনের জেরে বিপুল ক্ষতির মুখে দু'দেশের বাণিজ্য ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে আমদানি-রফতানি বন্ধ ৷ এর ফলে গত 6-7 দিনে দুই দেশ মিলিয়ে প্রায় 1 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ যার মধ্যে ভারতের ক্ষতির পরিমাণ প্রায় 800 কোটি ৷ দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না-হলে, অর্থনীতির উপর এর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷

800 কোটি টাকার বেশি ক্ষতি ভারতের (ইটিভি ভারত)

এই বিষয়ে শিলিগুড়ি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিজকিশোর প্রসাদ বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকায় আমাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে ৷ বাংলাদেশে অস্থিরতার কারণে সীমান্ত দিয়ে সমস্ত রকম পণ্যের আমদানি ও রফতানি বন্ধ রাখা হয়েছে ৷ বাংলাদেশের থেকেও সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতের ৷ শুধুমাত্র শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়েই প্রতিদিন গড়ে 40-50 কোটি টাকার সামগ্রী রফতানি করা হয় ৷ পাশাপাশি, বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে ওই সীমান্ত দিয়ে 10-15 কোটি টাকার পণ্য আমদানি হয় ৷"

তিনি আরও বলেন, "শুধুমাত্র উত্তরবঙ্গেরই পাঁচটি সীমান্ত স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি হয় বাংলাদেশের সঙ্গে ৷ যদি, ফুলবাড়িতে এই প্রতিদিন গড়ে 50-60 কোটি টাকার পণ্য আমদানি ও রফতানি হয়, তাহলে ওই পাঁচটি স্থলবন্দর মিলিয়ে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি ৷ আমরা চাই যত দ্রুত সম্ভব এই দুই দেশের মধ্যে ফের ব্যবসা শুরু হোক ৷"

ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পূর্ব সাধারণ সম্পাদক সুরজিৎ পাল জানান, "গত ছয় দিনে ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে ৷ তার মধ্যে শুধুমাত্র ভারতের রফতানি বাবদ ক্ষতি হয়েছে 800 কোটি টাকারও বেশি ৷ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকায়, শুধুমাত্র যে ব্যবসায়ীদের ক্ষতি তাই নয়, এর সঙ্গে প্রায় তিন থেকে চার হাজার পরিবারের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে ৷ এরপর আরও যদি এই সীমান্ত বন্ধ থাকে, তাহলে এর একটা বিশাল প্রভাব ভারতের অর্থনীতির উপরে পড়তে চলেছে ৷"

জানা গিয়েছে, হিলি, চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি, মহদিপুর ও বেনাপোলের মতো সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি ও রফতানি হয় ৷ প্রতিটি সীমান্ত দিয়ে রোজ প্রায় সাড়ে তিনশো গাড়ি বাংলাদেশে যায় ৷ সেখানে বাংলাদেশ থেকেও শতাধিক গাড়ি রোজ ভারতে আসে ৷ ভারত থেকে বাংলাদেশে পাথর, বোল্ডার, গম, মার্বেল, যন্ত্রপাতি, পেঁয়াজ , চাল, রসুন, আদা, চকলেট, ওষুধ, যানবাহন ইত্যাদি রফতানি হয় ৷ বাংলাদেশ থেকে ভারতে আমদানি হয় টেক্সটাইল কাপড়, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, ফার্নেস অয়েল, ব্যাটারি, তামার তার, মেলামাইন, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া, হিমায়িত মাছ এবং সামুদ্রিক খাদ্য ইত্যাদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.