কলকাতা, 6 মার্চ: ভরা বসন্তেও চড়ছে তাপমাত্রার পারদ ৷ বলা যায় মার্চের শুরুতেই তাপমাত্রার পারদ বেশ চড়া ৷ আসন্ন গ্রাষ্মীকালে কী হতে চলেছে, সেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভালোই ৷ গত বছরের মতো এই বছরেও তাপপ্রবাহের সম্ভাবনা ৷ মার্চ থেকে মে মাস পর্যন্ত এবার তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে জানাল আবহাওয়াবিদরা ।
গতবছর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলেছিল। এবছরও একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ৷ এমনটাই ইঙ্গিত আবহাওয়াবিদদের ৷ এরইমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করাতেই গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল ৷ তবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবারও আবহাওয়া শুষ্ক থাকবে বঙ্গে ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 5দিন দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। যা ছিল তাই থাকবে । বরং আরও বেশি গরম অনুভূত হবে। ইতিমধ্যেই শরীরে ঘাম জমছে ৷ ফ্যান চালালে স্বস্তি বোধ হচ্ছে। দিনের বেলাতেও রোদের তাপ বেশ চড়া । সবমিলিয়ে গ্রীষ্মের আগমনী আকাশে বাতাসে । উত্তরবঙ্গেও পরিস্থিতি কিছুটা হলেও একই ।
সপ্তাহান্তে বৃহস্পতিবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক। মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ। বুধবার আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: