ETV Bharat / state

পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার নরকঙ্কাল! চাঞ্চল্য বাগুইআটিতে - Skeletons Recovered - SKELETONS RECOVERED

Human Skeleton Recovered: সকাল সকাল চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে ৷ একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গাল থেকে উদ্ধার হয়েছে হাড় ও মাথার খুলি ৷ সাদা বাজারের ব্যাগের ভিতর ছিল কঙ্কালটি ৷ প্রাথমিকভাবে দেখে নরকঙ্কাল মনে হলেও তদন্তে নেমেছে পুলিশ ৷

Skeleton recovered
কঙ্কাল উদ্ধার বাগুইআটিতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 1:53 PM IST

Updated : Jun 3, 2024, 5:14 PM IST

বাগুইআটি, 3 জুন: পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে কঙ্কাল উদ্ধার বাগুইআটিতে । ব্যাগের ভিতর থেকে কঙ্কালটি উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বাগুইআটির জর্দা বাগান এলাকায় ৷ ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

বাগুইআটিতে উদ্ধার নরকঙ্কাল (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এ দিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির জঞ্জালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সেটি দেখে তাঁদের সন্দেহ হয় ৷ কাছে যেতেই তার মধ্যে মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসীরা । পুলিশকে খবর দেন স্থানীয়রাই । ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ । পুলিশের সঙ্গে এফএসএলের দলও আসে এ দিন ঘটনাস্থলে ৷ তারাই ব্যাগ সমেত বস্তায় বেঁধে মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে যায় ।

এগুলো মানুষের মাথার খুলি আর হাড় কি না তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি মাথার খুলি ও হাড়গুলি কত পুরনো এবং সেগুলি মহিলা না পুরুষের তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এলেই এগুলি সব পরিষ্কার হবে ৷ তবে তার আগে কে বা কারা ঘটনাস্থলে ব্যাগটি ফেলে গেল সে বিষয়েও জানার চেষ্টা করছে পুলিশ ৷ এর জন্য আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ ওই পরিত্যক্ত বাড়িতে কারা থাকত তারও খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ প্রয়োজনে তাঁদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানতে আশেপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা ৷

স্থানীয় বাসিন্দা পূজা ভৌমিক বলেন, "দেখলাম ব্যাগের ভিতরে মাথার খুলি-সহ পুরো দেহের কঙ্কাল পড়ে রয়েছে ৷ পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে গেল ৷" আরেক বাসিন্দা গিরিতা শাহের কথায়, "কঙ্কাল দেখে পুলিশকে আমরাই খবর দিই ৷ থার্মোকলে ঢাকা ব্যাগের ভিতরে থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে ৷ ওই বাড়িটি পরিতক্ত ৷ ওখানে বহুদিন হল কেউ বসবাস করে না ৷ বাড়ির বাসিন্দারা অন্য রাজ্যে থাকে ৷ তারা কখনও আসেও না এখানে ৷"

উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতায় এসে খুন হন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম ৷ এরপরেও সাংসদ নিউটাউনের যে আবাসন থাকতেন তার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় টুকরো টুকরো করা মাংস । প্রায় চার কেজি টুকরো করা মাংস উদ্ধার হয়েছিল । সঙ্গে উদ্ধার হয়েছে কিছু চুল ৷ তবে এগুলি বাংলাদেশ সাংসদের দেহাংশ কি না, তা জানতে ফরেনসিক পরীক্ষা করে দেখা হচ্ছে । আজকের কঙ্কাল উদ্ধারের সঙ্গে ওই ঘটনার কোনও যোগ রয়েছে কি না তাও তদন্তে করে দেখছে পুলিশ ৷

নিউটাউনের সেপটিক ট্যাঙ্কে মিলল চার কেজি টুকরো মাংস, চুল; বাংলাদেশি সাংসদের দেহাংশ ?

বাগুইআটি, 3 জুন: পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে কঙ্কাল উদ্ধার বাগুইআটিতে । ব্যাগের ভিতর থেকে কঙ্কালটি উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বাগুইআটির জর্দা বাগান এলাকায় ৷ ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

বাগুইআটিতে উদ্ধার নরকঙ্কাল (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এ দিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির জঞ্জালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সেটি দেখে তাঁদের সন্দেহ হয় ৷ কাছে যেতেই তার মধ্যে মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসীরা । পুলিশকে খবর দেন স্থানীয়রাই । ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ । পুলিশের সঙ্গে এফএসএলের দলও আসে এ দিন ঘটনাস্থলে ৷ তারাই ব্যাগ সমেত বস্তায় বেঁধে মাথার খুলি ও হাড় উদ্ধার করে নিয়ে যায় ।

এগুলো মানুষের মাথার খুলি আর হাড় কি না তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি মাথার খুলি ও হাড়গুলি কত পুরনো এবং সেগুলি মহিলা না পুরুষের তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এলেই এগুলি সব পরিষ্কার হবে ৷ তবে তার আগে কে বা কারা ঘটনাস্থলে ব্যাগটি ফেলে গেল সে বিষয়েও জানার চেষ্টা করছে পুলিশ ৷ এর জন্য আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ ওই পরিত্যক্ত বাড়িতে কারা থাকত তারও খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ প্রয়োজনে তাঁদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানতে আশেপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা ৷

স্থানীয় বাসিন্দা পূজা ভৌমিক বলেন, "দেখলাম ব্যাগের ভিতরে মাথার খুলি-সহ পুরো দেহের কঙ্কাল পড়ে রয়েছে ৷ পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে গেল ৷" আরেক বাসিন্দা গিরিতা শাহের কথায়, "কঙ্কাল দেখে পুলিশকে আমরাই খবর দিই ৷ থার্মোকলে ঢাকা ব্যাগের ভিতরে থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে ৷ ওই বাড়িটি পরিতক্ত ৷ ওখানে বহুদিন হল কেউ বসবাস করে না ৷ বাড়ির বাসিন্দারা অন্য রাজ্যে থাকে ৷ তারা কখনও আসেও না এখানে ৷"

উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতায় এসে খুন হন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম ৷ এরপরেও সাংসদ নিউটাউনের যে আবাসন থাকতেন তার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় টুকরো টুকরো করা মাংস । প্রায় চার কেজি টুকরো করা মাংস উদ্ধার হয়েছিল । সঙ্গে উদ্ধার হয়েছে কিছু চুল ৷ তবে এগুলি বাংলাদেশ সাংসদের দেহাংশ কি না, তা জানতে ফরেনসিক পরীক্ষা করে দেখা হচ্ছে । আজকের কঙ্কাল উদ্ধারের সঙ্গে ওই ঘটনার কোনও যোগ রয়েছে কি না তাও তদন্তে করে দেখছে পুলিশ ৷

নিউটাউনের সেপটিক ট্যাঙ্কে মিলল চার কেজি টুকরো মাংস, চুল; বাংলাদেশি সাংসদের দেহাংশ ?

Last Updated : Jun 3, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.