ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ রাজ্যপালের, 'আবর্জনা' বলে কটাক্ষ তৃণমূলের - CV Ananda Bose - CV ANANDA BOSE

CV Ananda Bose: নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করলেন খোদ রাজ্যপাল ! রাজভবনের এক্স হ্যান্ডেলে সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ 23 পাতার রিপোর্টে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷

ETV BHARAT
রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 7:39 PM IST

কলকাতা, 20 জুলাই: শুক্রবারই সুপ্রিম কোর্ট রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷ তার 24 ঘণ্টা পেরনোর আগেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই রিপোর্টে অভিযোগকারী যুবতীর আচরণ ও অভিযোগের সময় ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ আর সেই সূত্রে, তাঁর 'অভিযোগের সত্যতা নিয়ে' সন্দেহ জন্মাচ্ছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে ৷ যদিও শাসকদল তৃণমূলের তরফে এই রিপোর্টকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে ৷

রাজ্যপালের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দিলেন কুণাল (ইটিভি ভারত)

শনিবার দুপুরে রাজভবনের মিডিয়া সেলের এক্স হ্যান্ডেল থেকে 23 পাতার রিপোর্ট প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ওই তদন্ত রিপোর্টের কনক্লিউশনে বা উপসংহারে বলা হয়েছে, "যে ঘটনার অভিযোগ করা হয়েছে, তা প্রত্যক্ষ করা বা ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের থেকে পাওয়া সাক্ষ্যকে বিশ্লেষণ করে অভিযোগকারীর আচরণ, ঘটনার সময় এবং তাঁর অভিযোগের প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপগুলি সন্দেহজনক ৷"

রাজভবনের এক্স হ্যান্ডেল পোস্ট করা রিপোর্টে সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও একতরফা খবর পরিবেশনের অভিযোগ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "সংবাদ মাধ্যম শুধুমাত্র অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছে ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ৷ তারা কোনওভাবে অভিযোগের সত্যতা যাচাই করেনি ৷ পরিবর্তে, তারা তাড়াহুড়ো করে কাজ করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ৷"

যদিও, রাজভবনের তরফে প্রকাশিত এই রিপোর্ট নিয়ে কটাক্ষ করা হয়েছে ৷ রাজ্যপালের এই রিপোর্ট প্রকাশের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যপাল তদন্ত রিপোর্টের নামে কিছু আবর্জনা প্রকাশ করেছেন ৷ রাজ্যপালের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ আছে ৷ পুলিশ, নিম্ন আদালত হতে হতে অভিযোগকারিণী শীর্ষ আদালতে গেছেন ৷ এখন রাজ্যপাল তদন্ত রিপোর্ট প্রকাশ করে বলছেন, 'আমি আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে, আমি আমাকেই ক্লিনচিট দিলাম' ৷"

কুণাল বলেন, "সেই তদন্তের দায়িত্বে কে ? পুদুচেরির এক প্রাক্তন বিচারক ! পুদুচেরি থেকে আনতে হল ? যদি আর্টিকেল 361-এর আওতায় থেকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারেন, তাহলে তাহলে কেন উনি বলছেন না, আমি 361-এর সুবিধা নেব না ৷ যে কোনও তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত ৷ পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করুক, আমি তদন্তের সাহায্য করব ৷ তা না করে, উনি নিজেই ঝুড়িঝুড়ি ভিত্তিহিন বিষয় উল্লেখ করেছেন ৷ একইসঙ্গে প্রমাণ করছেন, কীভাবে তিনি প্রহসন করছেন ৷ গুরুতর অভিযোগকে ধামাচাপা দিতে উদ্যত হচ্ছেন ৷"

কলকাতা, 20 জুলাই: শুক্রবারই সুপ্রিম কোর্ট রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷ তার 24 ঘণ্টা পেরনোর আগেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই রিপোর্টে অভিযোগকারী যুবতীর আচরণ ও অভিযোগের সময় ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ আর সেই সূত্রে, তাঁর 'অভিযোগের সত্যতা নিয়ে' সন্দেহ জন্মাচ্ছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে ৷ যদিও শাসকদল তৃণমূলের তরফে এই রিপোর্টকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে ৷

রাজ্যপালের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দিলেন কুণাল (ইটিভি ভারত)

শনিবার দুপুরে রাজভবনের মিডিয়া সেলের এক্স হ্যান্ডেল থেকে 23 পাতার রিপোর্ট প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ওই তদন্ত রিপোর্টের কনক্লিউশনে বা উপসংহারে বলা হয়েছে, "যে ঘটনার অভিযোগ করা হয়েছে, তা প্রত্যক্ষ করা বা ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের থেকে পাওয়া সাক্ষ্যকে বিশ্লেষণ করে অভিযোগকারীর আচরণ, ঘটনার সময় এবং তাঁর অভিযোগের প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপগুলি সন্দেহজনক ৷"

রাজভবনের এক্স হ্যান্ডেল পোস্ট করা রিপোর্টে সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও একতরফা খবর পরিবেশনের অভিযোগ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "সংবাদ মাধ্যম শুধুমাত্র অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছে ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ৷ তারা কোনওভাবে অভিযোগের সত্যতা যাচাই করেনি ৷ পরিবর্তে, তারা তাড়াহুড়ো করে কাজ করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ৷"

যদিও, রাজভবনের তরফে প্রকাশিত এই রিপোর্ট নিয়ে কটাক্ষ করা হয়েছে ৷ রাজ্যপালের এই রিপোর্ট প্রকাশের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যপাল তদন্ত রিপোর্টের নামে কিছু আবর্জনা প্রকাশ করেছেন ৷ রাজ্যপালের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ আছে ৷ পুলিশ, নিম্ন আদালত হতে হতে অভিযোগকারিণী শীর্ষ আদালতে গেছেন ৷ এখন রাজ্যপাল তদন্ত রিপোর্ট প্রকাশ করে বলছেন, 'আমি আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে, আমি আমাকেই ক্লিনচিট দিলাম' ৷"

কুণাল বলেন, "সেই তদন্তের দায়িত্বে কে ? পুদুচেরির এক প্রাক্তন বিচারক ! পুদুচেরি থেকে আনতে হল ? যদি আর্টিকেল 361-এর আওতায় থেকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারেন, তাহলে তাহলে কেন উনি বলছেন না, আমি 361-এর সুবিধা নেব না ৷ যে কোনও তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত ৷ পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করুক, আমি তদন্তের সাহায্য করব ৷ তা না করে, উনি নিজেই ঝুড়িঝুড়ি ভিত্তিহিন বিষয় উল্লেখ করেছেন ৷ একইসঙ্গে প্রমাণ করছেন, কীভাবে তিনি প্রহসন করছেন ৷ গুরুতর অভিযোগকে ধামাচাপা দিতে উদ্যত হচ্ছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.