ETV Bharat / state

রাম-নামে মমতার সংহতি মিছিলকে স্বাগত রাজ্যপালের

CV Anand Bose Welcomes Mamata Banerjee's Solidarity Rally: রাম-নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ জানালেন, বাংলার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতিকে বজায় রাখতে সরকারের সবরকম প্রচেষ্টাকে স্বাগত জানাই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 7:59 PM IST

মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 22 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সংহতি মিছিলকে রামের নাম উৎসর্গ করে, তৃণমূলের এই উদ্যোগকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে পুজো দেন রাজ্যপাল ৷ সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলকে স্বাগত জানিয়েছেন তিনি ৷

এদিন রাজ্যপাল বলেন, "যা কিছু বাংলা ও ভারতকে জুড়ে রাখে বা সম্প্রীতি গড়ে তোলে তাকে স্বাগত জানাচ্ছি রামের নামে উৎসর্গ করে ৷" রাজ্যপাল আরও বলেন, "আমি যখন প্রার্থনা করি, তখন একজন ব্যক্তির প্রার্থনা থাকে না ৷ আজকের এই দিনটিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রামকে উৎসর্গ করে বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলা বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান ৷"

এদিন দৈবিক মন্ত্রচ্চারণ করে করে রাজ্যপাল জানান, "রাম আমাদের হৃদয় সঙ্গে জড়িয়ে আছেন ৷ সারা পৃথিবী সঙ্গে যুক্ত আছেন রাম ৷ আমাদের শান্তি, সম্প্রীতি বজায় রাখতে হবে ৷ আমার ভালো লাগছে, যে শেষমেশ অযোধ্যায় রামলালা স্থাপিত হয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ৷"

এদিকে গতকালই সন্ধ্যায় রাজ্যপাল এক বার্তায় জানিয়েছিলেন, "পশ্চিমবঙ্গের ভাই ও বোনদের কাছে আবেদন 22 জানুয়ারি, 2024-এ দেশ স্বাক্ষর অভিযানের সাক্ষী থাকবে ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটবে ৷ এই বিশেষ দিনে আমরা আমাদের জাতিসত্ত্বার সারমর্মকে মহান ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করব ৷ সেই মুহূর্তটিতে আসুন আমরা আবারও আমাদের মাতৃভূমির গৌরব ও মহিমা ভাগ করে নেওয়ার সংকল্প করি ৷

রাজ্যপাল আরও বলেন, "আমি আমার বাংলার ভাই-বোনদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসবের মাধুর্যকে আলোকময় করে তোলার আহ্বান জানাই ৷ আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি ৷ ভুল তথ্যের শিকার হবেন না ৷ আইন আপনাদের পক্ষে আছে ৷ সামাজিক সংহতি গড়ে তোলার জন্য মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ৷" যদিও, সেখানে একবারও রাম মন্দির বা রাম মন্দির উদ্বোধনের কথা বলেননি তিনি ৷

আরও পড়ুন:

  1. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি

মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 22 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সংহতি মিছিলকে রামের নাম উৎসর্গ করে, তৃণমূলের এই উদ্যোগকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে পুজো দেন রাজ্যপাল ৷ সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলকে স্বাগত জানিয়েছেন তিনি ৷

এদিন রাজ্যপাল বলেন, "যা কিছু বাংলা ও ভারতকে জুড়ে রাখে বা সম্প্রীতি গড়ে তোলে তাকে স্বাগত জানাচ্ছি রামের নামে উৎসর্গ করে ৷" রাজ্যপাল আরও বলেন, "আমি যখন প্রার্থনা করি, তখন একজন ব্যক্তির প্রার্থনা থাকে না ৷ আজকের এই দিনটিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রামকে উৎসর্গ করে বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলা বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান ৷"

এদিন দৈবিক মন্ত্রচ্চারণ করে করে রাজ্যপাল জানান, "রাম আমাদের হৃদয় সঙ্গে জড়িয়ে আছেন ৷ সারা পৃথিবী সঙ্গে যুক্ত আছেন রাম ৷ আমাদের শান্তি, সম্প্রীতি বজায় রাখতে হবে ৷ আমার ভালো লাগছে, যে শেষমেশ অযোধ্যায় রামলালা স্থাপিত হয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ৷"

এদিকে গতকালই সন্ধ্যায় রাজ্যপাল এক বার্তায় জানিয়েছিলেন, "পশ্চিমবঙ্গের ভাই ও বোনদের কাছে আবেদন 22 জানুয়ারি, 2024-এ দেশ স্বাক্ষর অভিযানের সাক্ষী থাকবে ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটবে ৷ এই বিশেষ দিনে আমরা আমাদের জাতিসত্ত্বার সারমর্মকে মহান ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করব ৷ সেই মুহূর্তটিতে আসুন আমরা আবারও আমাদের মাতৃভূমির গৌরব ও মহিমা ভাগ করে নেওয়ার সংকল্প করি ৷

রাজ্যপাল আরও বলেন, "আমি আমার বাংলার ভাই-বোনদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসবের মাধুর্যকে আলোকময় করে তোলার আহ্বান জানাই ৷ আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি ৷ ভুল তথ্যের শিকার হবেন না ৷ আইন আপনাদের পক্ষে আছে ৷ সামাজিক সংহতি গড়ে তোলার জন্য মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ৷" যদিও, সেখানে একবারও রাম মন্দির বা রাম মন্দির উদ্বোধনের কথা বলেননি তিনি ৷

আরও পড়ুন:

  1. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.