ETV Bharat / state

বেলাইন মালগাড়ির ওয়াগন নিয়ে ছুটল ইঞ্জিন, পড়ে রইল বাকি বগি - Goods Train Derailment in Bengal

Goods Train Derails: ফের ট্রেন দুর্ঘটনা ৷ ময়নাগুড়ি স্টেশনে লাইনচ্যুত মালগাড়ির 6টি বগি ৷ কিন্তু এ অবস্থায় মালগাড়ির বাকি বগিগুলি নিয়ে ছুটল ইঞ্জিন ৷ ঘটনার তদন্তে রেল ৷

Goods Train Derails
ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 9:11 AM IST

Updated : Sep 24, 2024, 10:47 AM IST

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: ফের লাইনচ্যুত মালগাড়ি ৷ মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নিউ ময়নাগুড়ি স্টেশনে ৷ লাইনচ্যুত মালগাড়ির 6টি বগি ৷ কিন্তু বাকিগুলিকে নিয়ে ছুটল ইঞ্জিন ৷

জানা গিয়েছে, এদিন সকালে ময়নাগুড়ি স্টেশনের দু'নম্বর লাইন দিয়ে ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল মালগাড়িটি ৷ হঠাৎই বিকট শব্দে চলন্ত মালগাড়ি থেকে আলাদা হয়ে যায় পিছনের 6টি বগি ৷ এ অবস্থায় বাকি বগিগুলি নিয়ে ছুটল ইঞ্জিন ৷ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে ময়নাগুড়ি স্টেশনের জলের পাইপ লাইন ভেঙে গিয়েছে এই ঘটনার জন্য ৷ কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷

6টি বগি ফেলে রেখে সামনে ছুটল ইঞ্জিন (ইটিভি ভারত)

মালগাড়িটি ময়নাগুড়ি ষ্টেশনে ঢোকার মুখে ঘটনাটি ঘটে ৷ ঘটনার পরই দুই নম্বর লাইন থেকে এক নম্বর লাইনের দিকে উল্টে যায় বগিগুলি ৷ এক নম্বর লাইনের জলের পাইপ ভেঙে যায় ৷ ছিঁড়ে যায় ওভারহেডের তারও ৷

এদিকে, এই ঘটনার জন্য আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী দুটো লাইন বন্ধ হয়ে পড়ে । ট্রেন গুলিকে ওয়াই চ্যানেলের মাধ্যমে চালানো হয় । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ তবে বগিগুলি খালি থাকার দরুন এবং মালগাড়ির গতিবেগ কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

উল্লেখ্য, সম্প্রতি রাঙাপানি স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি ৷ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি । ঘটনার পর রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ এখানেই শেষ নয় ৷

গত 17 জুন রাঙাপানির কাছে নির্মলজোত এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে । মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় 10 জনের । সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 31 জুলাই রাঙাপানি এলাকাতে ফের একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে ।

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: ফের লাইনচ্যুত মালগাড়ি ৷ মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নিউ ময়নাগুড়ি স্টেশনে ৷ লাইনচ্যুত মালগাড়ির 6টি বগি ৷ কিন্তু বাকিগুলিকে নিয়ে ছুটল ইঞ্জিন ৷

জানা গিয়েছে, এদিন সকালে ময়নাগুড়ি স্টেশনের দু'নম্বর লাইন দিয়ে ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল মালগাড়িটি ৷ হঠাৎই বিকট শব্দে চলন্ত মালগাড়ি থেকে আলাদা হয়ে যায় পিছনের 6টি বগি ৷ এ অবস্থায় বাকি বগিগুলি নিয়ে ছুটল ইঞ্জিন ৷ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে ময়নাগুড়ি স্টেশনের জলের পাইপ লাইন ভেঙে গিয়েছে এই ঘটনার জন্য ৷ কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷

6টি বগি ফেলে রেখে সামনে ছুটল ইঞ্জিন (ইটিভি ভারত)

মালগাড়িটি ময়নাগুড়ি ষ্টেশনে ঢোকার মুখে ঘটনাটি ঘটে ৷ ঘটনার পরই দুই নম্বর লাইন থেকে এক নম্বর লাইনের দিকে উল্টে যায় বগিগুলি ৷ এক নম্বর লাইনের জলের পাইপ ভেঙে যায় ৷ ছিঁড়ে যায় ওভারহেডের তারও ৷

এদিকে, এই ঘটনার জন্য আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী দুটো লাইন বন্ধ হয়ে পড়ে । ট্রেন গুলিকে ওয়াই চ্যানেলের মাধ্যমে চালানো হয় । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ তবে বগিগুলি খালি থাকার দরুন এবং মালগাড়ির গতিবেগ কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

উল্লেখ্য, সম্প্রতি রাঙাপানি স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি ৷ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি । ঘটনার পর রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ এখানেই শেষ নয় ৷

গত 17 জুন রাঙাপানির কাছে নির্মলজোত এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে । মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় 10 জনের । সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 31 জুলাই রাঙাপানি এলাকাতে ফের একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে ।

Last Updated : Sep 24, 2024, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.