ETV Bharat / state

পরিযায়ী শ্রমিক থেকে শেঠ! বেগুন ভর্তায় বিড়লার মন জিতেছেন বাংলার ছেলে - LS Speaker Om Birla - LS SPEAKER OM BIRLA

Story of Assistant of LS Speaker Om Birla: জিহ্বার সঙ্গে মনের সম্পর্ক যে কতটা গভীর, তা হাতেনাতে করে দেখিয়েছেন কোচবিহারের প্রত্যন্ত এক গ্রামের পরিযায়ী শ্রমিক ৷ এখন তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সবসময়ের সঙ্গী ৷ রইল এক পরিযায়ী শ্রমিকের জীবন বদলানোর গল্প ৷

Lok Sabha Speaker Om Birla with Dinabandhu Burman
দীনবন্ধু বর্মনের বিয়েতে তাঁর প্রিয় সাহেব ওম বিড়লা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 10:00 AM IST

Updated : Jun 28, 2024, 11:34 AM IST

জলপাইগুড়ি, 27 জুন: হিন্দি ভাষায় একটি প্রবাদ আছে 'দিল কা রাস্তা পেট সে হোকর জাতা হে' ৷ এই প্রবাদ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখিয়েছেন কোচবিহারের ইকোরচালা গ্রামের বাসিন্দা দীনবন্ধু বর্মন ৷ এই পরিযায়ী শ্রমিক একবার বেগুনের ভর্তা রেঁধে খাইয়েছিলেন রাজস্থানের এক বিধায়ককে ৷ সেই রান্নার গুণ এমনই ছিল যে, দীনুবন্ধুকে ছাড়তে চাননি সেই বিধায়ক ৷ বদলে গিয়েছে পরিযায়ী দীনবন্ধুর জীবন ৷ তিনি এখন 'দীনুশেঠ' ৷ আর সেই বিধায়ক হয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ তাঁর সর্বক্ষণের সঙ্গী সেই বেগুন ভর্তা রাঁধিয়ে দীনুবন্ধু ৷

রাজস্থানের বিধায়ককে বিজেপি সাংসদ এবং দু'দুবার লোকসভার অধ্যক্ষ হতে দেখেছেন কোচবিহারের দীনবন্ধু ৷ অধ্যক্ষ ওম বিড়লা যিনি লোকসভা পরিচালনা করেন, তাবড় নেতাদের সামলান ৷ তাঁকে সামলান দীনবন্ধু ওরফে বিড়লার প্রিয় 'দীনুশেঠ' ৷ বুধবারই ধ্বনিভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ হয়েছেন কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা ৷ এই ঘটনায় খুব আনন্দ পেয়েছেন দীনবন্ধু ও তাঁর পরিবার ৷ তিনি বলেন, "বিড়লা সাহেব ফের লোকসভার স্পিকার হওয়ায় খুব আনন্দ হচ্ছে ৷ আমার পরিবারও খুব খুশি ৷"

কোচবিহারের দীনবন্ধুর সঙ্গে কোটার বিধায়কের দেখা হওয়াটা একটা গল্পের মতো ৷ রাজস্থানের কোটায় মার্বেল ঘষার কাজ করতেন দীনবন্ধু বর্মনের বাবা সুনীল বর্মন ৷ 15 বছর আগে বাবার হাত ধরে রাজস্থানে কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক দীনবন্ধু ৷ বাবার সঙ্গে কখনও গ্লাস কারখানায়, তো কখনও প্লাস্টিক কারখানা আবার কখনও মার্বেল পালিশের কারখানায় কাজ করতেন দীনবন্ধু ৷

বয়সটা কম হলেও ভালো রান্না করার সুনাম ছিল ছোট্ট দীনবন্ধু বর্মনের ৷ এদিকে স্থানীয় বিধায়কের বাড়িতে রান্নার লোকের প্রয়োজন ৷ সেই খোঁজ আসে দীনবন্ধুর বাবার কাছে ৷ এরপর দীনবন্ধু রান্নার করতে যায় স্থানীয় বিধায়ক ওম বিড়লার বাড়িতে ৷ তাঁকে বেগুনের ভর্তা বানিয়ে খাইয়ে মন জয় করে নেন দীনবন্ধু ৷ বেগুনের ভর্তার স্বাদ হাতছাড়া করতে চাননি বিধায়ক ওম বিড়লা ৷ ধীরে ধীরে সরল, শান্ত স্বভাবের দীনবন্ধুকে কাছের করে নেন তিনি ৷ আদর করে তাঁকে ডাকেন 'দীনুশেঠ' বলে ৷

সেসব দিনের কথা মনে করে দীনবন্ধু বলেন, "বিধায়ক থাকাকালীন সাহেবের বাড়িতে রান্নার কাজ করতাম ৷ রান্না করতে করতে কখন যে তাঁর পরিবারের সদস্য হয়ে গেলাম, বুঝতেই পারলাম না ৷ আমাকে খুব ভালোবাসেন সাহেব ৷ আমাকে আদর করে দীনুশেঠ বলে ডাকেন ৷" পরিযায়ী শ্রমিক থেকে ওম বিড়লার সবসময়ের সঙ্গী হয়ে ওঠা দীনবন্ধু বর্মনের জন্য গর্বিত কোচবিহার 2 নং ব্লকের গোপালপুর গ্রামপঞ্চায়েতের ইকোরচলা গ্রাম ৷

অধ্যক্ষের 'কাছের মানুষ' দীনুশেঠ চলতি বছরের 4 মার্চ বিয়ে করেন ৷ কোচবিহারের গোপালপুর গ্রামপঞ্চায়েতের ইকোরচালা গ্রামের বাসিন্দা দীনবন্ধু বর্মন ঢাংটিংগুড়ির বাসিন্দা কলেজ পড়ুয়া বাবলি দাসকে বিয়ে করেছেন ৷ আদরের দীনুর বিয়েতে শুভেচ্ছা জানাতে ওম বিড়লা ছুটে গিয়েছিলেন কোচবিহারে দীনুশেঠের গ্রামের বাড়িতে ৷

বিড়লা সাহেবের এহেন আগমনে উচ্ছ্বসিত দীনবন্ধু ৷ তিনি বলেন, "গত মার্চ মাসে কোচবিহারে আমার বিয়েতে লোকসভার স্পিকার ওম বিড়লা আশীর্বাদ করতে এসেছিলেন ৷ বর্তমানে আমার স্ত্রী কোচবিহারের গ্রামের বাড়িতেই আছেন ৷ সাহেব বলেছেন স্ত্রীকে নিয়ে যেতে ৷ কিন্তু ভোটের কারণে আমি নিয়ে আসিনি ৷ বাবা, মা, স্ত্রীকে দিল্লিতে নিয়ে যাব ৷"

দেশের লোকসভার অভিভাবককে একেবারে কাছ থেকে দেখছেন গ্রামের ছেলে দীনবন্ধু ৷ একসময় বিধায়ক থেকে তাঁর সাংসদ হওয়া ৷ তারপর লোকসভার অধ্যক্ষের আসনে বসা- এইসব রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী থেকেছেন দীনবন্ধু ৷ ভোটের সময় থেকে শুরু করে সবসময় বিজেপি নেতার পাশে থেকেছেন তিনি ৷ আবার রাজস্থান থেকে দিল্লিতে গিয়ে সাহেব কী খাবেন, কী করবেন, কোথায় যাবেন- সব মিলিয়ে লোকসভার অধ্যক্ষের জীবনের খুঁটিনাটির খেয়াল তাঁকেই রাখতে হয় ৷

প্রিয় সাহেব ওম বিড়লা সম্পর্কে দীনুশেঠের কথায়, "সাহেব সাধারণ ৷ সাদামাটা জীবন যাপন করেন ৷ কোনও অহংকার নেই ৷ আমি সাহেবের সঙ্গে সারাক্ষণ থাকি ৷ সাহেব কখন খাবেন, কী খাবেন ৷ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সব আমাকেই দেখতে হয় ৷ আমি তাঁর সর্বক্ষণের সঙ্গী ৷ বেগুন ভর্তা, ডালবাটি আর রুটি সাহেবের খুব পছন্দের খাবার ৷ এখন আমাকে রান্না করতে হয় না ৷ কিন্তু সময় পেলেই সাহেবের পছন্দের বেগুন ভর্তা বানিয়ে খাওয়াই ৷ এবার ফের কোচবিহারের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানাব সাহেবকে ৷"

ছেলে দীনবন্ধুর সঙ্গে ওম বিড়লার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বাবা সুশীল বর্মন বলেন, "প্রায় পনেরো বছর ধরে ওম বিড়লা সাহেবের সাথে আছে ছোট ছেলে দীনবন্ধু ৷ আমি ওকে জয়পুরে কাজের জন্য নিয়ে গিয়েছিলাম ৷ সে সময় ছেলে কাজের সুবাদেই স্থানীয় বিধায়ক ওম বিড়লার বাড়িতে যাতায়াত করত ৷ তারপর থেকে তাঁর সঙ্গেই রয়েছে ৷ ছেলের বিয়েতেই ওম বিড়লা সাহেব এসেছিলেন ৷"

জলপাইগুড়ি, 27 জুন: হিন্দি ভাষায় একটি প্রবাদ আছে 'দিল কা রাস্তা পেট সে হোকর জাতা হে' ৷ এই প্রবাদ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখিয়েছেন কোচবিহারের ইকোরচালা গ্রামের বাসিন্দা দীনবন্ধু বর্মন ৷ এই পরিযায়ী শ্রমিক একবার বেগুনের ভর্তা রেঁধে খাইয়েছিলেন রাজস্থানের এক বিধায়ককে ৷ সেই রান্নার গুণ এমনই ছিল যে, দীনুবন্ধুকে ছাড়তে চাননি সেই বিধায়ক ৷ বদলে গিয়েছে পরিযায়ী দীনবন্ধুর জীবন ৷ তিনি এখন 'দীনুশেঠ' ৷ আর সেই বিধায়ক হয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ তাঁর সর্বক্ষণের সঙ্গী সেই বেগুন ভর্তা রাঁধিয়ে দীনুবন্ধু ৷

রাজস্থানের বিধায়ককে বিজেপি সাংসদ এবং দু'দুবার লোকসভার অধ্যক্ষ হতে দেখেছেন কোচবিহারের দীনবন্ধু ৷ অধ্যক্ষ ওম বিড়লা যিনি লোকসভা পরিচালনা করেন, তাবড় নেতাদের সামলান ৷ তাঁকে সামলান দীনবন্ধু ওরফে বিড়লার প্রিয় 'দীনুশেঠ' ৷ বুধবারই ধ্বনিভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ হয়েছেন কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা ৷ এই ঘটনায় খুব আনন্দ পেয়েছেন দীনবন্ধু ও তাঁর পরিবার ৷ তিনি বলেন, "বিড়লা সাহেব ফের লোকসভার স্পিকার হওয়ায় খুব আনন্দ হচ্ছে ৷ আমার পরিবারও খুব খুশি ৷"

কোচবিহারের দীনবন্ধুর সঙ্গে কোটার বিধায়কের দেখা হওয়াটা একটা গল্পের মতো ৷ রাজস্থানের কোটায় মার্বেল ঘষার কাজ করতেন দীনবন্ধু বর্মনের বাবা সুনীল বর্মন ৷ 15 বছর আগে বাবার হাত ধরে রাজস্থানে কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক দীনবন্ধু ৷ বাবার সঙ্গে কখনও গ্লাস কারখানায়, তো কখনও প্লাস্টিক কারখানা আবার কখনও মার্বেল পালিশের কারখানায় কাজ করতেন দীনবন্ধু ৷

বয়সটা কম হলেও ভালো রান্না করার সুনাম ছিল ছোট্ট দীনবন্ধু বর্মনের ৷ এদিকে স্থানীয় বিধায়কের বাড়িতে রান্নার লোকের প্রয়োজন ৷ সেই খোঁজ আসে দীনবন্ধুর বাবার কাছে ৷ এরপর দীনবন্ধু রান্নার করতে যায় স্থানীয় বিধায়ক ওম বিড়লার বাড়িতে ৷ তাঁকে বেগুনের ভর্তা বানিয়ে খাইয়ে মন জয় করে নেন দীনবন্ধু ৷ বেগুনের ভর্তার স্বাদ হাতছাড়া করতে চাননি বিধায়ক ওম বিড়লা ৷ ধীরে ধীরে সরল, শান্ত স্বভাবের দীনবন্ধুকে কাছের করে নেন তিনি ৷ আদর করে তাঁকে ডাকেন 'দীনুশেঠ' বলে ৷

সেসব দিনের কথা মনে করে দীনবন্ধু বলেন, "বিধায়ক থাকাকালীন সাহেবের বাড়িতে রান্নার কাজ করতাম ৷ রান্না করতে করতে কখন যে তাঁর পরিবারের সদস্য হয়ে গেলাম, বুঝতেই পারলাম না ৷ আমাকে খুব ভালোবাসেন সাহেব ৷ আমাকে আদর করে দীনুশেঠ বলে ডাকেন ৷" পরিযায়ী শ্রমিক থেকে ওম বিড়লার সবসময়ের সঙ্গী হয়ে ওঠা দীনবন্ধু বর্মনের জন্য গর্বিত কোচবিহার 2 নং ব্লকের গোপালপুর গ্রামপঞ্চায়েতের ইকোরচলা গ্রাম ৷

অধ্যক্ষের 'কাছের মানুষ' দীনুশেঠ চলতি বছরের 4 মার্চ বিয়ে করেন ৷ কোচবিহারের গোপালপুর গ্রামপঞ্চায়েতের ইকোরচালা গ্রামের বাসিন্দা দীনবন্ধু বর্মন ঢাংটিংগুড়ির বাসিন্দা কলেজ পড়ুয়া বাবলি দাসকে বিয়ে করেছেন ৷ আদরের দীনুর বিয়েতে শুভেচ্ছা জানাতে ওম বিড়লা ছুটে গিয়েছিলেন কোচবিহারে দীনুশেঠের গ্রামের বাড়িতে ৷

বিড়লা সাহেবের এহেন আগমনে উচ্ছ্বসিত দীনবন্ধু ৷ তিনি বলেন, "গত মার্চ মাসে কোচবিহারে আমার বিয়েতে লোকসভার স্পিকার ওম বিড়লা আশীর্বাদ করতে এসেছিলেন ৷ বর্তমানে আমার স্ত্রী কোচবিহারের গ্রামের বাড়িতেই আছেন ৷ সাহেব বলেছেন স্ত্রীকে নিয়ে যেতে ৷ কিন্তু ভোটের কারণে আমি নিয়ে আসিনি ৷ বাবা, মা, স্ত্রীকে দিল্লিতে নিয়ে যাব ৷"

দেশের লোকসভার অভিভাবককে একেবারে কাছ থেকে দেখছেন গ্রামের ছেলে দীনবন্ধু ৷ একসময় বিধায়ক থেকে তাঁর সাংসদ হওয়া ৷ তারপর লোকসভার অধ্যক্ষের আসনে বসা- এইসব রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী থেকেছেন দীনবন্ধু ৷ ভোটের সময় থেকে শুরু করে সবসময় বিজেপি নেতার পাশে থেকেছেন তিনি ৷ আবার রাজস্থান থেকে দিল্লিতে গিয়ে সাহেব কী খাবেন, কী করবেন, কোথায় যাবেন- সব মিলিয়ে লোকসভার অধ্যক্ষের জীবনের খুঁটিনাটির খেয়াল তাঁকেই রাখতে হয় ৷

প্রিয় সাহেব ওম বিড়লা সম্পর্কে দীনুশেঠের কথায়, "সাহেব সাধারণ ৷ সাদামাটা জীবন যাপন করেন ৷ কোনও অহংকার নেই ৷ আমি সাহেবের সঙ্গে সারাক্ষণ থাকি ৷ সাহেব কখন খাবেন, কী খাবেন ৷ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সব আমাকেই দেখতে হয় ৷ আমি তাঁর সর্বক্ষণের সঙ্গী ৷ বেগুন ভর্তা, ডালবাটি আর রুটি সাহেবের খুব পছন্দের খাবার ৷ এখন আমাকে রান্না করতে হয় না ৷ কিন্তু সময় পেলেই সাহেবের পছন্দের বেগুন ভর্তা বানিয়ে খাওয়াই ৷ এবার ফের কোচবিহারের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানাব সাহেবকে ৷"

ছেলে দীনবন্ধুর সঙ্গে ওম বিড়লার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বাবা সুশীল বর্মন বলেন, "প্রায় পনেরো বছর ধরে ওম বিড়লা সাহেবের সাথে আছে ছোট ছেলে দীনবন্ধু ৷ আমি ওকে জয়পুরে কাজের জন্য নিয়ে গিয়েছিলাম ৷ সে সময় ছেলে কাজের সুবাদেই স্থানীয় বিধায়ক ওম বিড়লার বাড়িতে যাতায়াত করত ৷ তারপর থেকে তাঁর সঙ্গেই রয়েছে ৷ ছেলের বিয়েতেই ওম বিড়লা সাহেব এসেছিলেন ৷"

Last Updated : Jun 28, 2024, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.