ETV Bharat / state

নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - Abhijit Gangopadhyay - ABHIJIT GANGOPADHYAY

Former Justice Abhijit Gangopadhyay: নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করতে সশরীরে নিজের একসময় কর্মস্থল কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Former Justice Abhijit Gangopadhyay
কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 4:29 PM IST

Updated : May 22, 2024, 6:54 PM IST

কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 22 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কমিশন তাঁকে ইতিমধ্যেই 24 ঘণ্টার জন্যে ভোট প্রচার না-করার নির্দেশ দিয়েছে ৷ কমিশনের এই নিৰ্দেশের বিরুদ্ধে তমলুকের বিজেপি প্রার্থী বুধবার হাইকোর্টের দ্বারস্থ হলেন । সশরীরে হাজির হয়ে হলফনামায় স্বাক্ষর করে তিনি বলেন "পুরো নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই ৷ তবে কিছু অংশে যেখানে কুরুচিকর বা নিন্দনীয় ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, আমি তার বিরোধী ৷"

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ মে মাসের মাঝামাঝি তাঁর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ ওই ভিডিয়োতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ৷ ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও ।" ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত। প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের বিরুদ্ধে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল ।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার, 21 মে নির্বাচন কমিশন, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ৷ শাস্তির মুখে পড়েন প্রাক্তন বিচারপতি ৷ কমিশন নির্দেশ দেয়, 21 মে (গত মঙ্গলবার) বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'অত্যন্ত কুরুচিকর' মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দাও করে দেশের নির্বাচন কমিশন ৷

এদিন এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "আজ আদালতে এসেছিলাম একটি মামলা দায়ের করতে ৷ ভারতের নির্বাচন কমিশন গতকাল একটি অর্ডার পাস করেছে ৷ তাতে আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য রয়েছে ৷ আমার সম্মানহানি করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিপাকে অভিজিৎ ! মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শো-কজ কমিশনের
  2. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  3. মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ

কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 22 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কমিশন তাঁকে ইতিমধ্যেই 24 ঘণ্টার জন্যে ভোট প্রচার না-করার নির্দেশ দিয়েছে ৷ কমিশনের এই নিৰ্দেশের বিরুদ্ধে তমলুকের বিজেপি প্রার্থী বুধবার হাইকোর্টের দ্বারস্থ হলেন । সশরীরে হাজির হয়ে হলফনামায় স্বাক্ষর করে তিনি বলেন "পুরো নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই ৷ তবে কিছু অংশে যেখানে কুরুচিকর বা নিন্দনীয় ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, আমি তার বিরোধী ৷"

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ মে মাসের মাঝামাঝি তাঁর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ ওই ভিডিয়োতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ৷ ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও ।" ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত। প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের বিরুদ্ধে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল ।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার, 21 মে নির্বাচন কমিশন, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ৷ শাস্তির মুখে পড়েন প্রাক্তন বিচারপতি ৷ কমিশন নির্দেশ দেয়, 21 মে (গত মঙ্গলবার) বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'অত্যন্ত কুরুচিকর' মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দাও করে দেশের নির্বাচন কমিশন ৷

এদিন এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "আজ আদালতে এসেছিলাম একটি মামলা দায়ের করতে ৷ ভারতের নির্বাচন কমিশন গতকাল একটি অর্ডার পাস করেছে ৷ তাতে আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য রয়েছে ৷ আমার সম্মানহানি করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিপাকে অভিজিৎ ! মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শো-কজ কমিশনের
  2. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  3. মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ
Last Updated : May 22, 2024, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.