ETV Bharat / state

আরজি করের ঘটনা 'ভয়ানক-দুর্ভাগ্যজনক কিন্তু পশ্চিমবঙ্গ নিরাপদ', বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় - Sourav Ganguly - SOURAV GANGULY

Sourav Ganguly on RG Kar Female Doctor Rape and Murder Case: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুকে দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর বলে উল্লেখ করলেন বাংলার মহারাজ ৷ একই সঙ্গে তাঁর মত, এই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সারা বাংলা ও ভারতকে বিচার করা উচিত নয় ৷

Sourav Ganguly
সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 6:39 PM IST

কলকাতা, 11 অগস্ট: 'খুবই দুর্ভাগ্যজনক ৷ কড়া পদক্ষেপ করা উচিত। এই ঘটনা ভয়ঙ্কর। সত্যি সত্যিই ভয়ঙ্কর,” আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ তবে এই একটা ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের নিরাপত্তাকে বিচার করা উচিত নয়, মত প্রাক্তন ক্রিকেটারের ৷

আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুতে কড়া সমালোচনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

এই ঘটনায় দোষী ব্যক্তিকে কঠোরতম সাজা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এবার রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এই ঘটনাকে দুর্ভাগ্য়জনক ও ভয়ঙ্কর বলে উল্লেখ করলেন ৷ একটি বহুজাতিক কোম্পানির প্রচারে এসে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "সব জায়গায় সব কিছু সম্ভব ৷ তাই সেইরকমভাবে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা তৈরি রাখা উচিত ৷ এইরকম ঘটনা যে কোনও জায়গায় হতে পারে ৷ হাসপাতালে হয়েছে ৷ কড়া পদক্ষেপ করতে হবে ৷ খুব খুব অন্যায় কাজ হয়েছে ।"

প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এই জন্য নিরপদ নই, ভাবার জায়গা নেই ৷ পৃথিবীর সব জায়গাতে এইরকম দুর্ঘটনা ঘটে ৷ তাই মেয়েদের নিরাপত্তা নেই, ভাবাটা ভুল ৷ পশ্চিমবঙ্গে, ভারতের সব জায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে ৷ পশ্চিমবঙ্গ, ভারত, আমরা যেখানে বাস করি, সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷ তবে কড়া পদক্ষেপ করা উচিত ৷" হাসপাতালের নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে সৌরভ বলেন, "সব জায়গায় নিরাপত্তা বাড়ানো উচিত ।"

এদিন অলিম্পিক্সে ভিনেশ ফোগতের অলিম্পিক্স পদক পাওয়ার পক্ষেও সওয়াল করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে যেহেতু আগের ম্যাচগুলিতে নিয়ম ভাঙেনি ৷ নিয়ম মেনে ফাইনালে উঠেছে ৷ তাই ডিসকোয়ালিফায়েড হলেও পদক পাওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ প্রসঙ্গত ভিনেশের পদক পাওয়া নিয়ে সরব হয়েছেন সচিন-সহ পুরো দেশ ৷ খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত সামনে আসবে ৷

আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের কোচ প্রসঙ্গে রিকি পন্টিং মুখ খুলেছেন ৷ তিনি বলেছেন, সারাবছর যাঁকে পাওয়া যাবে, তাঁকেই কোচ করা উচিত ৷ ওই পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে ৷ সৌরভ স্বয়ং বলছেন, মিটিং হয়নি ৷ তারপর বিষয়টি বোঝা যাবে ৷ এদিকে অলিম্পিক্সের জ্যাভলিনে সোনা জয়ী পাকিস্তানের অ্যাথলিটের মা নীরজ চোপড়ার প্রশংসা করেছেন ৷ সৌরভের কথায় এই ঘটনা খুব মিষ্টি একটি ঘটনা ৷

কলকাতা, 11 অগস্ট: 'খুবই দুর্ভাগ্যজনক ৷ কড়া পদক্ষেপ করা উচিত। এই ঘটনা ভয়ঙ্কর। সত্যি সত্যিই ভয়ঙ্কর,” আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ তবে এই একটা ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের নিরাপত্তাকে বিচার করা উচিত নয়, মত প্রাক্তন ক্রিকেটারের ৷

আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুতে কড়া সমালোচনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

এই ঘটনায় দোষী ব্যক্তিকে কঠোরতম সাজা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এবার রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এই ঘটনাকে দুর্ভাগ্য়জনক ও ভয়ঙ্কর বলে উল্লেখ করলেন ৷ একটি বহুজাতিক কোম্পানির প্রচারে এসে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "সব জায়গায় সব কিছু সম্ভব ৷ তাই সেইরকমভাবে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা তৈরি রাখা উচিত ৷ এইরকম ঘটনা যে কোনও জায়গায় হতে পারে ৷ হাসপাতালে হয়েছে ৷ কড়া পদক্ষেপ করতে হবে ৷ খুব খুব অন্যায় কাজ হয়েছে ।"

প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এই জন্য নিরপদ নই, ভাবার জায়গা নেই ৷ পৃথিবীর সব জায়গাতে এইরকম দুর্ঘটনা ঘটে ৷ তাই মেয়েদের নিরাপত্তা নেই, ভাবাটা ভুল ৷ পশ্চিমবঙ্গে, ভারতের সব জায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে ৷ পশ্চিমবঙ্গ, ভারত, আমরা যেখানে বাস করি, সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷ তবে কড়া পদক্ষেপ করা উচিত ৷" হাসপাতালের নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে সৌরভ বলেন, "সব জায়গায় নিরাপত্তা বাড়ানো উচিত ।"

এদিন অলিম্পিক্সে ভিনেশ ফোগতের অলিম্পিক্স পদক পাওয়ার পক্ষেও সওয়াল করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে যেহেতু আগের ম্যাচগুলিতে নিয়ম ভাঙেনি ৷ নিয়ম মেনে ফাইনালে উঠেছে ৷ তাই ডিসকোয়ালিফায়েড হলেও পদক পাওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ প্রসঙ্গত ভিনেশের পদক পাওয়া নিয়ে সরব হয়েছেন সচিন-সহ পুরো দেশ ৷ খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত সামনে আসবে ৷

আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের কোচ প্রসঙ্গে রিকি পন্টিং মুখ খুলেছেন ৷ তিনি বলেছেন, সারাবছর যাঁকে পাওয়া যাবে, তাঁকেই কোচ করা উচিত ৷ ওই পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে ৷ সৌরভ স্বয়ং বলছেন, মিটিং হয়নি ৷ তারপর বিষয়টি বোঝা যাবে ৷ এদিকে অলিম্পিক্সের জ্যাভলিনে সোনা জয়ী পাকিস্তানের অ্যাথলিটের মা নীরজ চোপড়ার প্রশংসা করেছেন ৷ সৌরভের কথায় এই ঘটনা খুব মিষ্টি একটি ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.