ETV Bharat / state

আরও জল ছাড়ল ডিভিসি, বন্যা পরিস্থিতি বরাকরে; সরানো হল বাসিন্দাদের - Flood in Barakar

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 5:41 PM IST

Flood Situation in Barakar: টানা বৃষ্টিতে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি ৷ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি বরাকরে ৷ বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ৷

Flood Situation in Barakar
আরও জল ছাড়ল ডিভিসি (ইটিভি ভারত)

আসানসোল, 17 সেপ্টেম্বর: অতিভারী বৃষ্টির কারণে জল ছাড়ল ডিভিসি ৷ তাতেই বিপত্তি ! মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ দফায় দফায় বাড়ার ফলে প্লাবিত বরাকর নদী সংলগ্ন বিভিন্ন এলাকা । নদীর জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ল বরাকর শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় । প্লাবিত বরাকর ঘাট সংলগ্ন কবরস্থান মহল্লা, বরাকর ফাঁড়ি রোড-সহ একাধিক এলাকা ৷

আরও জল ছাড়ল ডিভিসি (ইটিভি ভারত)

জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে ৷ পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে । বিভিন্ন স্কুল, কমিউনিটি হলে স্থানান্তরিত করা হয়েছে পরিবারগুলিকে । বাসিন্দারা জানিয়েছেন, অনেকেরই বাড়ির আসবাবপত্র নষ্ট হয়েছে । আচমকা জল ঢুকে পড়ায় কেউ জিনিসপত্র সরানোর সুযোগ পাননি । ঝাড়খণ্ডের তিলাইয়া, কোনার জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ঢুকছে বলে মাইথনে সূত্রে জানা গিয়েছে । সেক্ষেত্রে জল ছাড়া অব্যাহত থাকল, বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা ।

Flood Situation in Barakar
প্লাবিত বরাকর নদীর উপকূল (ইটিভি ভারত)

আশঙ্কা করা হচ্ছিল নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পরিমাণ যদি না-কমে, জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে পারে ডিভিসি (Damodar Valley Corporation) কর্তৃপক্ষ ৷ সেই আশঙ্কা সত্যি করে ব্যাপক পরিমাণে জল ছাড়া শুরু করেছে মাইথন এবং পাঞ্চেত জলাধার ৷

Flood Situation in Barakar
জিনিসপত্র সরাচ্ছেন বাসিন্দারা (ইটিভি ভারত)

টানা তিনদিন ধরে অতি বর্ষণের ফলে মাইথন ও পাঞ্চেত জলাধারে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে । ডিভিসি থেকে পাওয়া শেষ আপডেট অনুযায়ী, মাইথন জলাধার থেকে 1 লক্ষ 80 হাজার কিউসেক হারে এবং পাঞ্চেত থেকে 70 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে । ফলে 2.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ায় ইতিমধ্যেই ডিভিসি বন্যার লাল সতর্কতা জারি করেছে ।

আরও পড়ুন:

আসানসোল, 17 সেপ্টেম্বর: অতিভারী বৃষ্টির কারণে জল ছাড়ল ডিভিসি ৷ তাতেই বিপত্তি ! মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ দফায় দফায় বাড়ার ফলে প্লাবিত বরাকর নদী সংলগ্ন বিভিন্ন এলাকা । নদীর জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ল বরাকর শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় । প্লাবিত বরাকর ঘাট সংলগ্ন কবরস্থান মহল্লা, বরাকর ফাঁড়ি রোড-সহ একাধিক এলাকা ৷

আরও জল ছাড়ল ডিভিসি (ইটিভি ভারত)

জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে ৷ পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে । বিভিন্ন স্কুল, কমিউনিটি হলে স্থানান্তরিত করা হয়েছে পরিবারগুলিকে । বাসিন্দারা জানিয়েছেন, অনেকেরই বাড়ির আসবাবপত্র নষ্ট হয়েছে । আচমকা জল ঢুকে পড়ায় কেউ জিনিসপত্র সরানোর সুযোগ পাননি । ঝাড়খণ্ডের তিলাইয়া, কোনার জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ঢুকছে বলে মাইথনে সূত্রে জানা গিয়েছে । সেক্ষেত্রে জল ছাড়া অব্যাহত থাকল, বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা ।

Flood Situation in Barakar
প্লাবিত বরাকর নদীর উপকূল (ইটিভি ভারত)

আশঙ্কা করা হচ্ছিল নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পরিমাণ যদি না-কমে, জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে পারে ডিভিসি (Damodar Valley Corporation) কর্তৃপক্ষ ৷ সেই আশঙ্কা সত্যি করে ব্যাপক পরিমাণে জল ছাড়া শুরু করেছে মাইথন এবং পাঞ্চেত জলাধার ৷

Flood Situation in Barakar
জিনিসপত্র সরাচ্ছেন বাসিন্দারা (ইটিভি ভারত)

টানা তিনদিন ধরে অতি বর্ষণের ফলে মাইথন ও পাঞ্চেত জলাধারে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে । ডিভিসি থেকে পাওয়া শেষ আপডেট অনুযায়ী, মাইথন জলাধার থেকে 1 লক্ষ 80 হাজার কিউসেক হারে এবং পাঞ্চেত থেকে 70 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে । ফলে 2.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ায় ইতিমধ্যেই ডিভিসি বন্যার লাল সতর্কতা জারি করেছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.