ETV Bharat / state

শুভেন্দু ও সুকান্ত মানসিক রোগী ! হাসপাতালে চিকিৎসার পরামর্শ শওকতের - SAOKAT MOLLA

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করাতে বলেন শওকত মোল্লা ৷ একই সঙ্গে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে নিশানা তাঁর ৷

Saokat Molla
ভাঙড়ের কর্মিসভা থেকে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার কটাক্ষ শওকত মোল্লার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

ভাঙড়, 28 ডিসেম্বর: ভাঙড়ের কর্মিসভা থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নওশাদ সিদ্দিকীকে একযোগে আক্রমণ করেন শওকত মোল্লা । বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতিকে মানসিক রোগী বলে কটাক্ষ করেন কানিং পূর্বের বিধায়ক ৷

শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা বলেন, "সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী মানসিক রোগী ৷ সাইকো পেসেন্ট হয়ে গিয়েছে ৷ এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে ৷ তা না হলে এদের রোগটা সারবে না । কেন্দ্রের বিজেপি নেতাদেরকে বলব পশ্চিমবঙ্গের ভালো মেন্টাল হাসপাতাল আছে ৷ সেখানে এই দু'জনের অন্তত কিছুদিনের জন্য চিকিৎসা করা ভালো ।"

শুভেন্দু ও সুকান্তকে আক্রমণ শওকতের (ইটিভি ভারত)

শুক্রবার দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন । ভাঙড় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড় বিধানসভা এলাকার একাধিক তৃণমূল নেতা । কর্মী সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণের তিরে বিদ্ধ করেন শওকত মোল্লা ৷ পাশাপাশি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে নিশানা করেন তিনি ।

নওশাদ সিদ্দিকীকে বিঁধে শওকত মোল্লা বলেন, "তুমি বিধায়ক, তুমি এসো আপত্তি নেই ৷ সমাজবিরোধী কার্যকলাপ কেন ! আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে । তোমার যারা কর্মীরা আছে, তারা জঙ্গিপনা করেনি ? আমার বিরুদ্ধে কোর্টে যাবে যাও, কোনও আপত্তি নাই । আমরা কোর্টে দাঁড়িয়ে বলব, একজন সমাজবিরোধী জঙ্গি যদি কেউ থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী । এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ।" যদিও এ বিষয়ে কোনোরকম মন্তব্য করতে নারাজ আইএসএফ নেতৃত্ব । তাঁরা কেবল বলেন, "কোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব ।"

তবে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষকে ভালোভাবে নেয়নি বিজেপি নেতৃত্ব ৷ পালটা শওকত মোল্লাকে আক্রমণ শানিয়েছেন তাঁরা ৷ এই বিষয়ে বিজেপির জয়নগর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সরদার বলেন, "রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে ৷ রাজ্য সরকার কেন জঙ্গিদেরকে গ্রেফতার করতে পারছে না ৷ জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, কেন রাজ্য পুলিশ জানে না ৷ মানসিক ভারসাম্য কারা হারিয়েছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে । ক্যানিং থেকে জঙ্গি গ্রেফতারের পর পায়ের তলার মাটি সরে গিয়েছে শওকত মোল্লার ৷ তাই পাগলের প্রলাপ বকছে । বিজেপির নেতাদের মানসিক চিকিৎসার প্রয়োজন নেই, চিকিৎসার প্রয়োজন তৃণমূলের নেতাদের ।"

ভাঙড়, 28 ডিসেম্বর: ভাঙড়ের কর্মিসভা থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নওশাদ সিদ্দিকীকে একযোগে আক্রমণ করেন শওকত মোল্লা । বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতিকে মানসিক রোগী বলে কটাক্ষ করেন কানিং পূর্বের বিধায়ক ৷

শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা বলেন, "সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী মানসিক রোগী ৷ সাইকো পেসেন্ট হয়ে গিয়েছে ৷ এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে ৷ তা না হলে এদের রোগটা সারবে না । কেন্দ্রের বিজেপি নেতাদেরকে বলব পশ্চিমবঙ্গের ভালো মেন্টাল হাসপাতাল আছে ৷ সেখানে এই দু'জনের অন্তত কিছুদিনের জন্য চিকিৎসা করা ভালো ।"

শুভেন্দু ও সুকান্তকে আক্রমণ শওকতের (ইটিভি ভারত)

শুক্রবার দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন । ভাঙড় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড় বিধানসভা এলাকার একাধিক তৃণমূল নেতা । কর্মী সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণের তিরে বিদ্ধ করেন শওকত মোল্লা ৷ পাশাপাশি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে নিশানা করেন তিনি ।

নওশাদ সিদ্দিকীকে বিঁধে শওকত মোল্লা বলেন, "তুমি বিধায়ক, তুমি এসো আপত্তি নেই ৷ সমাজবিরোধী কার্যকলাপ কেন ! আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে । তোমার যারা কর্মীরা আছে, তারা জঙ্গিপনা করেনি ? আমার বিরুদ্ধে কোর্টে যাবে যাও, কোনও আপত্তি নাই । আমরা কোর্টে দাঁড়িয়ে বলব, একজন সমাজবিরোধী জঙ্গি যদি কেউ থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী । এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ।" যদিও এ বিষয়ে কোনোরকম মন্তব্য করতে নারাজ আইএসএফ নেতৃত্ব । তাঁরা কেবল বলেন, "কোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব ।"

তবে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষকে ভালোভাবে নেয়নি বিজেপি নেতৃত্ব ৷ পালটা শওকত মোল্লাকে আক্রমণ শানিয়েছেন তাঁরা ৷ এই বিষয়ে বিজেপির জয়নগর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সরদার বলেন, "রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে ৷ রাজ্য সরকার কেন জঙ্গিদেরকে গ্রেফতার করতে পারছে না ৷ জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, কেন রাজ্য পুলিশ জানে না ৷ মানসিক ভারসাম্য কারা হারিয়েছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে । ক্যানিং থেকে জঙ্গি গ্রেফতারের পর পায়ের তলার মাটি সরে গিয়েছে শওকত মোল্লার ৷ তাই পাগলের প্রলাপ বকছে । বিজেপির নেতাদের মানসিক চিকিৎসার প্রয়োজন নেই, চিকিৎসার প্রয়োজন তৃণমূলের নেতাদের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.