ETV Bharat / entertainment

আলিয়া-রণবীর অতীত ! পাপারাৎজির স্পটলাইটে এখন শুধুই রাহা - RAHA KAPOOR

প্রথমবার পাপারাৎজিদের সামনে এসে ভয পেয়েছিলেন ৷ এখন সেই চিত্র সাংবাদিকরাই যেন আলিয়া-রণবীরের কন্য়ার হয়ে উঠেছে পরিচিত মানুষ ৷

Raha Kapoor
স্পটলাইটে খুদে রাহা (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 15 hours ago

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: বিগত কয়েকদিন ধরেই বাবা-মাকে ছাপিয়ে মধ্যমণি হয়ে উঠেছেন রাহা কাপুর ৷ আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে যখনই তিনি পাপারাৎজিদের সামনে আসছেন মন জয় করে নিচ্ছেন ৷

সেই ভিডিয়ো দেখে আপ্লুত হচ্ছেন অনুরাগীরাও ৷ ক্রমশ রাহা কাপুরের বাড়ছে ফ্যানবেস ৷ নতুন বছর কাটাতে মুম্বই ছেড়ে বাইরে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ মেয়ের রাহার সঙ্গে মুম্বই বিমান বন্দরে দেখা যায় 'ব্রহ্মাস্ত্র' জুটিকে ৷ এত পর্যন্ত সব ঠিকই ছিল ৷ এরপর যখন পাপারাৎজিরা রাহার নাম ধরে ডাকতে থাকেন তখন পাল্টা প্রতিক্রিয়া দেয় আলিয়া-রণবীরের মিষ্টি মেয়ে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷

ভিডিয়োতে দেখা যায়, রাহার নাম ধরে ডাকতেই সে সকলের উদ্দেশ্যে হাত নেড়ে 'বাই বাই' বলতে থাকে ৷ এখানেই শেষ নয় ৷ খুদের কীর্তি আরও রয়েছে ৷ হাত নাড়ার পর সোজা পাপারাৎজিদের উদ্দেশ্যে 'ফ্লাইস কিস' ছুড়ে দেন খুদে কন্যা ৷ ভাট ও কাপুর পরিবারের এই খুদের কীর্তিতে মজে নেটপাড়া ৷ মেয়ের কীর্তি দেখে হেসে খুন মা আলিয়া ও বাবা রণবীর ৷

এর আগে ক্রিসমাসের দিনও চিত্রগ্রাহকদের ফ্লাইস কিস উপহার দিয়েছেন রাহা ৷ সেদিনও বাবা-মায়ের সঙ্গে যখন রাহা আসে তখন তার চোখেমুখে ছিল একটু অবাক হওয়ার মতো বিষয় ৷ তারপর বাবার কোল থেকেই সকলের উদ্দেশ্যে হাত নাড়তে থাকে বেবি রাহা ৷ নেটিজেনদের মতে, তারকা বাবা-মার থেকে ছোট বয়সেই স্পটলাইট কেড়ে নিচ্ছেন রাহা কাপুর৷

প্রসঙ্গত, 2022 সালের এপ্রিলে আলিয়া-রণবীর বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ সেই বছরের নভেম্বরে জন্ম হয় রাহার ৷ প্রায় একবছর পাপারাৎজিদের থেকে মেয়েকে দূরে রাখেন আলিয়া-রণবীর ৷ এরপর 2023 সালের ক্রিসমাসে প্রথমবার ক্যামেরার সামনে আনা হয় রাহাকে ৷ তারপর থেকে এখন পাপারাৎজিরাও যেন রাহার পরিচিত মানুষ হয়ে উঠছেন ৷

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: বিগত কয়েকদিন ধরেই বাবা-মাকে ছাপিয়ে মধ্যমণি হয়ে উঠেছেন রাহা কাপুর ৷ আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে যখনই তিনি পাপারাৎজিদের সামনে আসছেন মন জয় করে নিচ্ছেন ৷

সেই ভিডিয়ো দেখে আপ্লুত হচ্ছেন অনুরাগীরাও ৷ ক্রমশ রাহা কাপুরের বাড়ছে ফ্যানবেস ৷ নতুন বছর কাটাতে মুম্বই ছেড়ে বাইরে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ মেয়ের রাহার সঙ্গে মুম্বই বিমান বন্দরে দেখা যায় 'ব্রহ্মাস্ত্র' জুটিকে ৷ এত পর্যন্ত সব ঠিকই ছিল ৷ এরপর যখন পাপারাৎজিরা রাহার নাম ধরে ডাকতে থাকেন তখন পাল্টা প্রতিক্রিয়া দেয় আলিয়া-রণবীরের মিষ্টি মেয়ে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷

ভিডিয়োতে দেখা যায়, রাহার নাম ধরে ডাকতেই সে সকলের উদ্দেশ্যে হাত নেড়ে 'বাই বাই' বলতে থাকে ৷ এখানেই শেষ নয় ৷ খুদের কীর্তি আরও রয়েছে ৷ হাত নাড়ার পর সোজা পাপারাৎজিদের উদ্দেশ্যে 'ফ্লাইস কিস' ছুড়ে দেন খুদে কন্যা ৷ ভাট ও কাপুর পরিবারের এই খুদের কীর্তিতে মজে নেটপাড়া ৷ মেয়ের কীর্তি দেখে হেসে খুন মা আলিয়া ও বাবা রণবীর ৷

এর আগে ক্রিসমাসের দিনও চিত্রগ্রাহকদের ফ্লাইস কিস উপহার দিয়েছেন রাহা ৷ সেদিনও বাবা-মায়ের সঙ্গে যখন রাহা আসে তখন তার চোখেমুখে ছিল একটু অবাক হওয়ার মতো বিষয় ৷ তারপর বাবার কোল থেকেই সকলের উদ্দেশ্যে হাত নাড়তে থাকে বেবি রাহা ৷ নেটিজেনদের মতে, তারকা বাবা-মার থেকে ছোট বয়সেই স্পটলাইট কেড়ে নিচ্ছেন রাহা কাপুর৷

প্রসঙ্গত, 2022 সালের এপ্রিলে আলিয়া-রণবীর বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ সেই বছরের নভেম্বরে জন্ম হয় রাহার ৷ প্রায় একবছর পাপারাৎজিদের থেকে মেয়েকে দূরে রাখেন আলিয়া-রণবীর ৷ এরপর 2023 সালের ক্রিসমাসে প্রথমবার ক্যামেরার সামনে আনা হয় রাহাকে ৷ তারপর থেকে এখন পাপারাৎজিরাও যেন রাহার পরিচিত মানুষ হয়ে উঠছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.