ETV Bharat / state

কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চলল গুলি-বোমা, উত্তপ্ত সামশেরগঞ্জ - Firing Bombing in Murshidabad

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 1:22 PM IST

Updated : Jun 22, 2024, 2:12 PM IST

Firing-Bombing in Murshidabad: শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহব্বতপুরে সিজপাড়ায় একটি অ্যালুমিনিয়াম কারখানার কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয় ৷ সেই ঘটনায় গুলি ও বোমা চলে অভিযোগ ৷ কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে গুলি চালানো ও বোমাবাজি করার অভিযোগ উঠেছে ৷ বেশ কয়েকজন জখম হয়েছেন ৷ দু’জন হাসপাতালে ভরতি হয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Firing-Bombing in Murshidabad
গুলি ও বোমাবাজির জেরে জখম ব্যক্তি ভরতি হাসপাতালে (নিজস্ব চিত্র)

সামশেরগঞ্জ, 22 জুন: কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে চলল গুলি । মুড়ি মুড়কির মতো পড়ল বোমা । ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক গ্রামবাসী । বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন । গুলি চালানোর অভিযোগ উঠেছে কারখানা মালিকের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহব্বতপুরে সিজপাড়া ।

কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চলল গুলি-বোমা, উত্তপ্ত সামশেরগঞ্জ (ইটিভি ভারত)

অ্যালুমিনিয়াম কারখানায় বারবার চুরির অভিযোগ উঠছিল । অভিযোগের নিশানায় আনা হচ্ছিল গ্রামবাসীদের । গ্রামবাসীরা কারখানা মালিকের বিরুদ্ধে চিমনির উচ্চতা নিয়ে অভিযোগ তোলেন । তাঁদের দাবি, কম উচ্চতার চিমনি থেকে এলাকা দূষিত হচ্ছে । শুক্রবার সন্ধ্যায় চুরির ‘তদন্ত’ করতে আসায় গ্রামবাসীদের সঙ্গে কারখানা মালিকের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় ।

কারখানার চুল্লি নিয়ে গ্রামবাসীরা আপত্তি জানায় । কারখানার মালিকপক্ষ চুল্লি নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে যায় । সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বচসা বাধে কারখানার মালিকপক্ষের । বচসা থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি । মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলকায় পরিস্থিতি । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে । কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ ।

তাতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি জখম হন । গুলিবিদ্ধ হন এক গ্রামবাসী । বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । গুলিতে জখম যুবকের নাম ফারুক শেখ ও বোমার আঘাতে জখমের নাম সেলিম শেখ । উভয়ের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় । দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

কারখানা মালিক আরিফ শেখ ও তাঁর ভাই তানবীর শেখ ও কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে । যদিও এখনও পর্যন্ত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মালিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যথেষ্ট থমথমে রয়েছে এলাকা ।

শুক্রবার রাতের ঘটনার পর এলাকা থমথমে রয়েছে । এলাকার দখল নিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তাপ রয়েছে বলেই পুলিশের দাবি । কে গুলি চালিয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

সামশেরগঞ্জ, 22 জুন: কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে চলল গুলি । মুড়ি মুড়কির মতো পড়ল বোমা । ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক গ্রামবাসী । বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন । গুলি চালানোর অভিযোগ উঠেছে কারখানা মালিকের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহব্বতপুরে সিজপাড়া ।

কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চলল গুলি-বোমা, উত্তপ্ত সামশেরগঞ্জ (ইটিভি ভারত)

অ্যালুমিনিয়াম কারখানায় বারবার চুরির অভিযোগ উঠছিল । অভিযোগের নিশানায় আনা হচ্ছিল গ্রামবাসীদের । গ্রামবাসীরা কারখানা মালিকের বিরুদ্ধে চিমনির উচ্চতা নিয়ে অভিযোগ তোলেন । তাঁদের দাবি, কম উচ্চতার চিমনি থেকে এলাকা দূষিত হচ্ছে । শুক্রবার সন্ধ্যায় চুরির ‘তদন্ত’ করতে আসায় গ্রামবাসীদের সঙ্গে কারখানা মালিকের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় ।

কারখানার চুল্লি নিয়ে গ্রামবাসীরা আপত্তি জানায় । কারখানার মালিকপক্ষ চুল্লি নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে যায় । সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বচসা বাধে কারখানার মালিকপক্ষের । বচসা থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি । মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলকায় পরিস্থিতি । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে । কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ ।

তাতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি জখম হন । গুলিবিদ্ধ হন এক গ্রামবাসী । বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । গুলিতে জখম যুবকের নাম ফারুক শেখ ও বোমার আঘাতে জখমের নাম সেলিম শেখ । উভয়ের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় । দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

কারখানা মালিক আরিফ শেখ ও তাঁর ভাই তানবীর শেখ ও কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে । যদিও এখনও পর্যন্ত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মালিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যথেষ্ট থমথমে রয়েছে এলাকা ।

শুক্রবার রাতের ঘটনার পর এলাকা থমথমে রয়েছে । এলাকার দখল নিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তাপ রয়েছে বলেই পুলিশের দাবি । কে গুলি চালিয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jun 22, 2024, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.