কলকাতা, 12 ফেব্রুয়ারি: কলকাতার বহুতলে বেমালুম বিক্রি হচ্ছে ছাদ। 'টক টু মেয়র' অনুষ্ঠানে এই অভিযোগ সামনে এসেছে ৷ তাও আবার মেয়রের বাড়ির পাশ থেকে ৷ শহরে যে ছাদ বিক্রির ঘটনা ঘটছে সে কথা স্বীকার করে নিলেন মেয়র ফিরহাদ হাকিম নিজেই ৷ এই প্রসঙ্গেই মেয়র হুক্কাবার বন্ধ করার অভিজ্ঞতা উল্লেখ করেই জানান, আইন করতে গেলে ফের আদালতে ধাক্কা খেতে হবে । পৌরনিগমের ব্যর্থতা ঢাকতে নাটক করা হচ্ছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা।
প্রতি শনিবার 'টক টু' মেয়র অনুষ্ঠানে শহরের নাগরিকদের অভাব-অভিযোগের কথা শোনেন মেয়র ৷ এদিনের 'টক টু মেয়র' অনুষ্ঠানে ফোন করেই এক নাগরিক জানান, উত্তর কলকাতার 5নম্বর ওয়ার্ডের রাজা মণীন্দ্র রোডের বাসিন্দা তিনি ৷ অভিযোগ, তাঁর বাড়ির ছাদ বিক্রি করে দিয়েছে প্রোমোটার। ফলে ছাদে উঠতে পারছেন না তিনি। তিনি বাড়ির দোতলায় থাকেন । একতলা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। প্রোমোটার ছাদটাও বিক্রি করে দিয়েছে। এই অভিযোগের পরই বিল্ডিং বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মেয়র।
এরপরেই মেয়র বলেন, "আমার পাশের একটি বাড়ি থেকে ছাদ বিক্রির অভিযোগ এসেছে । কিছু অসাধু প্রোমোটার ছাদ বিক্রি করে দিচ্ছেন। আইনত ছাদ বিক্রি করা যায় না। ছাদ-সিঁড়ি এগুলো কমন জায়গা। যারা ফ্ল্যাট কিনেছেন তাদের সকলের অধিকার আছে। কেউ নীচে গ্যারাজ জায়গায় দোকান করছে, কেউ ছাদে হোটেল করছে বা ঘিরে ফেলছে। আগুন লাগল তো সেই বাড়ির লোকজনকে উদ্ধার করার জায়গা থাকবে না।"
ঘটনা প্রসঙ্গে স্টিফেন কোর্টের ঘটনার কথাও উল্লেখ করেন ৷ জানান, স্টিফেন কোর্টে ছাদ বন্ধ থাকায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছিল ৷ কোনও ভাবেই এমন ছাদ কেউ কিনলে যাতে রেজিস্ট্রেশন না-করার কথাও আধিকারিকদের বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রয়োজনে স্ট্যাম্প মেরে দেওয়া উল্লেখ করা হবে ছাদ হলো কমন এলাকা।
পাশাাপাশি হুক্কাবার বন্ধের প্রসঙ্গ উল্লেখ করেই তিনি জানান, ছাদ বিক্রি বন্ধ করতে গেলেও অনেক আইনি সমস্যায় পড়তে হবে ৷ নাগরিকদের যাতে সমস্যায় পড়তে না হয় সেই ব্যবস্থা তিনি করবেন ৷ এদিকে বিরোধীদের অভিযোগ, ছাদ বিক্রির অভিযোগ পেয়ে তিনি চুপ করে কেন বসে আছেন। ছাদ বিক্রি বেআইনি হলে কেন নোটিশ দেওয়া বা ভাঙা হয়নি বেআইনি নির্মাণ! সেটা তো কলকাতা পৌরনিগমের বিল্ডিং আইনে আছে। এসব কথা বলে মেয়র নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন।
আরও পড়ুন: