ETV Bharat / state

সরবেড়িয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্রের একটি শাহজাহানের ভাই আলমগীরের - Sandeshkhali Arms recovery - SANDESHKHALI ARMS RECOVERY

Sandeshkhali Arms recovery: সরবেড়িয়ায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি শেখ শাহজাহানের ভাই আলমগীরের ৷ ইডি সূত্রে এ কথা জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 8:07 PM IST

কলকাতা, 29 এপ্রিল: উত্তর 24 পরগনার সরবেড়িয়া থেকে যে সব বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এনএসজি, তার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র শেখ শাহজাহানের ভাই আলমগীরের । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ তবে ইডি জানতে পেরেছে যে, সেই অস্ত্রের লাইসেন্স রয়েছে ।

জানা গিয়েছে, সরবেড়িয়া থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে । তার মধ্যে বিস্ফোরক পদার্থ ছিল বলে আশংকা করা হচ্ছে । সেই কারণে ব্যাগটি এনএসজি আধিকারিকেরা নিয়ে গিয়েছেন । ওই ব্যাগের মধ্যে অন্তত দু’টি অস্ত্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা । তবে ব্যাগে কী ধরনের অস্ত্র রয়েছে, তা জানা যাবে এনএসজির তরফে রিপোর্ট দেওয়ার পরই ।

এনএসজি সূত্রের খবর, ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরকের ময়নাতদন্ত অর্থাৎ অটোপসি করা হবে । বিস্ফোরকে কোন রাসায়নিক ব‍্যবহার করা হয়েছে, তা বোঝা যাবে অটোপসি রিপোর্টে । সেই রিপোর্টে কোন কম্পোজিশনে কী কী রাসায়নিক মিশিয়ে বিস্ফোরকটি তৈরি করা হয়েছে তাও বিস্তারিত জানা সম্ভব হবে ৷ পাশাপাশি বিস্ফোরকটি কী প্রকৃতির, কতটা ক্ষয়ক্ষতি করতে সক্ষম, তাও বোঝা যাবে অটোপসি রিপোর্টে ৷ সেই কারণে বিস্ফোরকের অটোপসি রিপোর্টের দিকে তাকিয়ে আছে এনএসজি ৷

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর 24 পরগনার সরবেড়িয়ায় তল্লাশি অভিযান চালান সিবিআই ও এনএসজি-র কমান্ডোরা ৷ সেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ৷ পাওয়া গিয়েছে বোমা ও বোমা বানানোর বিস্ফোরক ৷ এমনকী পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও মিলেছে ৷ সেগুলি ভালোভাবে পরীক্ষার পর কেন্দ্রীয় তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে বেশিরভাগই আমেরিকার ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার! মমতার গ্রেফতারের দাবি শুভেন্দুর
  2. আমেরিকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের শখ ছিল শাহজাহানের ! অনুমান সিবিআইয়ের
  3. শাহজাহানের বেআইনি ব্যবসার টাকা আত্মসাতে জড়িত রাজ্যের মন্ত্রীরাও, বিস্ফোরক দাবি ইডি'র

কলকাতা, 29 এপ্রিল: উত্তর 24 পরগনার সরবেড়িয়া থেকে যে সব বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এনএসজি, তার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র শেখ শাহজাহানের ভাই আলমগীরের । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ তবে ইডি জানতে পেরেছে যে, সেই অস্ত্রের লাইসেন্স রয়েছে ।

জানা গিয়েছে, সরবেড়িয়া থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে । তার মধ্যে বিস্ফোরক পদার্থ ছিল বলে আশংকা করা হচ্ছে । সেই কারণে ব্যাগটি এনএসজি আধিকারিকেরা নিয়ে গিয়েছেন । ওই ব্যাগের মধ্যে অন্তত দু’টি অস্ত্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা । তবে ব্যাগে কী ধরনের অস্ত্র রয়েছে, তা জানা যাবে এনএসজির তরফে রিপোর্ট দেওয়ার পরই ।

এনএসজি সূত্রের খবর, ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরকের ময়নাতদন্ত অর্থাৎ অটোপসি করা হবে । বিস্ফোরকে কোন রাসায়নিক ব‍্যবহার করা হয়েছে, তা বোঝা যাবে অটোপসি রিপোর্টে । সেই রিপোর্টে কোন কম্পোজিশনে কী কী রাসায়নিক মিশিয়ে বিস্ফোরকটি তৈরি করা হয়েছে তাও বিস্তারিত জানা সম্ভব হবে ৷ পাশাপাশি বিস্ফোরকটি কী প্রকৃতির, কতটা ক্ষয়ক্ষতি করতে সক্ষম, তাও বোঝা যাবে অটোপসি রিপোর্টে ৷ সেই কারণে বিস্ফোরকের অটোপসি রিপোর্টের দিকে তাকিয়ে আছে এনএসজি ৷

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর 24 পরগনার সরবেড়িয়ায় তল্লাশি অভিযান চালান সিবিআই ও এনএসজি-র কমান্ডোরা ৷ সেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ৷ পাওয়া গিয়েছে বোমা ও বোমা বানানোর বিস্ফোরক ৷ এমনকী পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও মিলেছে ৷ সেগুলি ভালোভাবে পরীক্ষার পর কেন্দ্রীয় তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে বেশিরভাগই আমেরিকার ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার! মমতার গ্রেফতারের দাবি শুভেন্দুর
  2. আমেরিকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের শখ ছিল শাহজাহানের ! অনুমান সিবিআইয়ের
  3. শাহজাহানের বেআইনি ব্যবসার টাকা আত্মসাতে জড়িত রাজ্যের মন্ত্রীরাও, বিস্ফোরক দাবি ইডি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.