ETV Bharat / state

এসএসকেএমে আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন - Fire at SSKM hospital

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:52 PM IST

SSKM Hospital: মিটার বক্সের আগুন থেকে আতঙ্ক ছড়াল এসএসকেএম হাসপাতালে ৷ যদিও ঘটনায় কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি ৷

Fire in SSKM
এসএসকেএমে আগুন ! (নিজস্ব ছবি)

কলকাতা, 6 জুন: ফের শহর কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা । বৃহস্পতিবার হাসপাতালের পলিক্লিনিকের মিটার বক্সে দেখা গেল আগুনের ফুলকি । সেই ঘটনায় উপস্থিত হয় দমকলের দুটি বাহিনী । তবে এসএসকেএম হাসপাতালে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । ওই সময় পলিক্লিনিকের ভিতরে যে সমস্ত রোগী ছিলেন তাদের সকলকে বাইরে বের করে নেওয়া হয়েছে, বলেই জানিয়েছে হাসপাতাল । এমনকি এই ঘটনায় কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি । প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল ৷

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল । সেখানে পড়ে থাকা শুকনো কিছু পাতায় আচমকা আগুন লেগে যায় । লিফটের কাজ হচ্ছিল ওই ফ্লোরে । পরবর্তীতে ওখানে যারা ছিল সকলকে নামানো হয় । লিফটও বন্ধ করে রাখা হয় । অন্যদিকে, 2022 সালে এসএসকেএম হাসপাতালে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । নভেম্বর মাসের একদিন প্রায় রাত দশটার সময় আগুন লেগেছিল ইমারজেন্সির সিটি স্ক্যান বিভাগে । ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের দশটি ইঞ্জিন ।

কালনায় জুতোর গোডাউনে ভয়াবহ আগুন, গ্রিল ভেঙে উদ্ধার বাড়ির মালিক

আগুন নেভানোর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টায় দমকল । পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও । আগুন নিয়ন্ত্রণের পর প্রায় সাড়ে এগারোটা নাগাদ চালু করা হয় বিদ্যুৎসংযোগ । বেশ কিছু মেশিন ওই অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গিয়েছিল । ওই বোর্ড থেকে বহুদিন রোগীদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল । যদিও আজকের আগুন সেই ভয়াবহতা পর্যন্ত পৌঁছতে হয়নি । বরং তারা অনেক আগেই তা নিয়ন্ত্রণে আসে ।

কলকাতা, 6 জুন: ফের শহর কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা । বৃহস্পতিবার হাসপাতালের পলিক্লিনিকের মিটার বক্সে দেখা গেল আগুনের ফুলকি । সেই ঘটনায় উপস্থিত হয় দমকলের দুটি বাহিনী । তবে এসএসকেএম হাসপাতালে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় । ওই সময় পলিক্লিনিকের ভিতরে যে সমস্ত রোগী ছিলেন তাদের সকলকে বাইরে বের করে নেওয়া হয়েছে, বলেই জানিয়েছে হাসপাতাল । এমনকি এই ঘটনায় কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি । প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল ৷

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল । সেখানে পড়ে থাকা শুকনো কিছু পাতায় আচমকা আগুন লেগে যায় । লিফটের কাজ হচ্ছিল ওই ফ্লোরে । পরবর্তীতে ওখানে যারা ছিল সকলকে নামানো হয় । লিফটও বন্ধ করে রাখা হয় । অন্যদিকে, 2022 সালে এসএসকেএম হাসপাতালে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । নভেম্বর মাসের একদিন প্রায় রাত দশটার সময় আগুন লেগেছিল ইমারজেন্সির সিটি স্ক্যান বিভাগে । ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের দশটি ইঞ্জিন ।

কালনায় জুতোর গোডাউনে ভয়াবহ আগুন, গ্রিল ভেঙে উদ্ধার বাড়ির মালিক

আগুন নেভানোর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টায় দমকল । পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও । আগুন নিয়ন্ত্রণের পর প্রায় সাড়ে এগারোটা নাগাদ চালু করা হয় বিদ্যুৎসংযোগ । বেশ কিছু মেশিন ওই অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গিয়েছিল । ওই বোর্ড থেকে বহুদিন রোগীদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল । যদিও আজকের আগুন সেই ভয়াবহতা পর্যন্ত পৌঁছতে হয়নি । বরং তারা অনেক আগেই তা নিয়ন্ত্রণে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.