সুভাষগ্রাম, 28 জুলাই: রবিবারের বারবেলায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদাগামী আপ ডায়মন্ডহারবার লোকাল ৷ ট্রেনের প্রথম বগির নিচে ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায় ৷ বেলা 11টা 15 মিনিট নাগাদ ট্রেনটি সুভাষগ্রাম স্টেশনে পৌঁছায় ৷ ট্রেনটি স্টেশন ছেড়ে বেরনোর সময় ঘটনাটি নজরে আসে প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের ৷ তারাই চিকিৎকার করলে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন ৷
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ শিয়ালদা দক্ষিণের বারুইপুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ জানা গিয়েছে, প্রথম বগির নীচ থেকে আগুন ও সঙ্গে কালো ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করেন তাঁরা ৷ এর ফলে সুভাষগ্রাম স্টেশনে হুড়োহুড়ি পড়ে যায় ৷ চালক দ্রুত ট্রেন থেকে নেমে এসে আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন ৷
ততক্ষণে চালক সুভাষগ্রাম স্টেশন মাস্টার এবং নিকটবর্তী বারুইপুর জংশনে খবর পাঠিয়ে দেন ৷ এই সময় আতঙ্কে বহু যাত্রী প্ল্যাটফর্মের বদল উলটোদিকের গেট দিয়ে রেললাইনে লাফিয়ে নেমে যায় ৷ ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে নিকটবর্তী বারুইপুর স্টেশন থেকে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ তাঁরা প্রথম বগিটি খালি করে দেন ৷ জানা গিয়েছে, রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভে গিয়েছিল ৷
তবে, কী কারণে এই আগুন ও ধোঁয়া বের হচ্ছিল, তা জানতে ইঞ্জিনিয়াররা ট্রেনটি পরীক্ষা করেন ৷ যদিও, বেশিক্ষণ ট্রেন পরিষেবার বন্ধ ছিল না ৷ ইঞ্জিনিয়াররা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ফের শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় ৷ তবে, ঠিক কী কারণে এই আগুন বেরচ্ছিল, তা রেলের তরফে এখনও জানান হয়নি ৷ ঘটনার জেরে প্রায় আধঘণ্টা বারুইপুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ ফলে বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার, নামখানা ও কাকদ্বীপ লোকালের পরিষেবা বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ৷