কলকাতা, 19 মে: চলছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ 20 মে সেই উৎসবের পঞ্চম দফায় যোগ দিচ্ছে দেশের 49টি লোকসভা কেন্দ্র ৷ তার মধ্যে রয়েছে এ রাজ্যের সাতটি কেন্দ্র-বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ ৷ গত লোকসভা ভোটে চারটি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, বিজেপি পেয়েছিল তিনটি ৷ ফলে আসন সংখ্যা বাড়াতে সচেষ্ট দু'দলই ৷
2024 সালের এই নির্বাচন হচ্ছে সাত দফায় ৷ লোকসভা ভোট শেষ হবে 1 জুন ৷ ভোটগণনা 4 জুন ৷ রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷
বনগাঁ:
একদা লালের আধিক্য থাকলেও আজ সে সব অতীত । মতুয়া-গড়ে খাতায় কলমে কংগ্রেস প্রার্থী একজন আছেন ঠিকই, তবে এবার বনগাঁর লড়াইটা দ্বিমুখী ৷ এই আসনে নির্বাচনে মতুয়ারাই ফ্যাক্টর ৷ মতুয়া ভোট যেদিকে, নির্বাচনের ফলও যায় সেদিকেই । 2009 সালে গঠিত হওয়ার পর 2009, 2014 সালে লোকসভা ভোট কিংবা 2015 সালের উপনির্বাচনে এই আসনে ছিল তৃণমূল কংগ্রেসের জয়জয়কার ।
2018 সাল থেকে হাওয়া আসতে শুরু করে পদ্মের পালে ৷ বিজেপির টিকিটে জিতে সংসদে পা রাখেন শান্তনু ঠাকুর ৷ ‘বড়মা’র নাতির ঘাড়ে জাহাজ মন্ত্রকের দায়িত্বও সঁপেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2021 সালে বাগদা থেকে বিধায়ক হয়েই দল বদলেছিলেন বিশ্বজিৎ দাস ৷ ভোটের মার্জিন খুব বেশি না হলেও তাঁকেই শান্তনুর বিপরীতে দাঁড় করিয়েছে তৃণমূল ৷ 2021 সালের নির্বাচনে বনগাঁর সাত বিধানসভাতেও ভালো ফল করেছিল বিজেপি । অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন শাসকদলের ভালো ফল করেছিল । দেখা গিয়েছে, পঞ্চায়েত এবং পৌরসভা ধরলে সিংহভাগই রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে মতুয়া গড়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই ৷
- মোট ভোটার: 18 লক্ষ 31 হাজার 993 জন
- পুরুষ ভোটার: 9 লক্ষ 32 হাজার 648 জন
- মহিলা ভোটার: 8 লক্ষ 99 হাজার 275 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 70 জন
- পোল বুথের সংখ্যা: 1930টি
- নিরাপত্তা: থাকবে 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ব্যারাকপুর:
পার্থ ভৌমিক, বরাবরের তৃণমূল । প্রতিপক্ষ অর্জুন সিং আবার গতকালের তৃণমূল, আজকের বিজেপি । ভোটযুদ্ধের আবহে পার্থ-অর্জুনের এই নির্বাচনী লড়াই মনে করিয়ে দেয় 'মহাভারতের' যুদ্ধের কথা । একদা সিপিএমের ‘গড়’ বলে পরিচিত ব্যারাকপুরে জোড়াফুল ফুটিয়েছিলেন দীনেশ ত্রিবেদী ৷ প্রবীণ রাজনীতিবিদের পরপর দু’বার সাংসদ হওয়ার পিছনে মালির ভূমিকা পালন করেছেন অর্জুনই ৷ বর্তমানের দু’জনেই বিজেপি’র ছত্রছায়ায় ৷ অর্জুন সাংসদ হয়ে ‘ক্যামাক স্ট্রিটে’ ফিরলেও ফের প্রত্যাবর্তন হয়েছে গেরুয়া শিবিরে, প্রার্থীও হয়েছেন ৷
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । ব্যারাকপুর, আমডাঙা, জগদ্দল, নৈহাটি, বীজপুর, ভাটপাড়া এবং নোয়াপাড়া । তারমধ্যে ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন ছাড়া 2021-এর বিধানসভা নির্বাচনে বাকি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে ৷ জগদ্দলের সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার মঞ্জু বসু, আমডাঙার রফিকুর রহমান কিংবা ব্যারাকপুরের রাজ চক্রবর্তী ৷ প্রত্যেকেই প্রকাশ্যে অর্জুন-বিরোধী ৷ ফলে ‘নিজের ঘরে’ ফের পদ্ম ফোটাতে অর্জুনের সামনে বিস্তর হার্ডলস ৷
- মোট ভোটার: 15 লক্ষ 2 হাজার 923 জন
- পুরুষ ভোটার: 7 লক্ষ 66 হাজার 956 জন
- মহিলা ভোটার: 7 লক্ষ 35 হাজার 921 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 46
- 85 বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা:
- পোল বুথের সংখ্যা: 1 হাজার 591টি
- স্পর্শকাতর বুথ সংখ্যা: 1 হাজার 69টি
- নিরাপত্তা: 56 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, এছাড়া 2 হাজার 908 জন রাজ্য পুলিশও থাকবে ভোটের নিরাপত্তার দায়িত্বে
হাওড়া:
লোকসভা নির্বাচনে জোর লড়াই হাওড়ায় ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে এবারে বিজেপির রথীন চক্রবর্তী ৷ এক সময় যিনি ছিলেন হাওড়ার মেয়র ও তৃণমূল কংগ্রেসের নেতা ৷ এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে এগিয়ে থাকার দাবি বামেরা করলেও, ভোটের পরিসংখ্যান অনুযায়ী এখনও অনেকটাই পিছিয়ে তারা ৷
2021 বিধানসভা নির্বাচনে সব ক'টি আসনেই তৃণমূল নিজেদের আধিপত্য কায়েম রাখতে পেরেছিল ৷ যদিও ক্রমশ বদলেছে সেই ছবিটা ৷ ফলে ‘প্রাচ্যের শেফিল্ড’ চিন্তা বাড়াচ্ছে রাজ্যের শাসকদলের ৷
- মোট ভোটার: 17 লক্ষ 69 হাজার 184 জন
- পুরুষ ভোটার: 9 লক্ষ 10 হাজার 535 জন
- মহিলা ভোটার: 8 লক্ষ 58 হাজার 610 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 39 জন
- পোল বুথের সংখ্যা: 1895টি
- নিরাপত্তা: নিরাপত্তার দায়িত্বে থাকবেন 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 4492 জন রাজ্য পুলিশের কর্মী
উলুবেড়িয়া:
একদিকে দু’বারের তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ৷ তাঁর স্বামী সুলতান আহমেদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তাঁর প্রধান প্রতিপক্ষ ভূমিপূত্র বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী ৷ 2017 সালে সুলতানের মৃত্যুর পর, 2018 উপনির্বাচনে সাজদা আহমেদকে উলুবেড়িয়া কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা ৷ স্বামী ছেড়ে যাওয়া আসনে জিতে লোকসভায় যান সাজদা ৷ 2019 সালে তাঁকে ফের প্রার্থী করেন মমতা ৷ সেবারেও নিরাশ করেননি তিনি ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তিনি ৷
যদিও এবার কোনও বহিরাগত প্রার্থী নন ৷ সরাসরি উলুবেড়িয়া মাটিতে রাজনীতি করে বেড়ে ওঠা অরুণ উদয় পাল চৌধুরী বিজেপির প্রার্থী ৷ পাশাপাশি সাঁকরাইল ও আমতায় অরুণ উদয়ের হয়ে মোদি-শাহ সভাও করেছেন ৷ তৃণমূলের 30 শতাংশ সংখ্যালঘু ভোট হাতিয়ার হলে, অরুণ উদয়ের নজরে বাকি 70 শতাংশ হিন্দু ভোট ৷ যার মধ্যে 50 শতাংশ ভোট নিজের দিকে আনতে পারলে, তৃণমূলকে ধরাশায়ী করতে পারেন তিনি ৷ ফলে উলুবেড়িয়ায় লড়াই এবার কঠিন ৷
- মোট ভোটার: 17 লক্ষ 41 হাজার 438 জন
- পুরুষ ভোটার: 8 লক্ষ 85 হাজার 369 জন
- মহিলা ভোটার: 8 লক্ষ 56 হাজার 12 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 57 জন
- 85 বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা:
- পোল বুথের সংখ্যা: 1895টি
শ্রীরামপুর:
তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ৷ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত তিনবারের সাংসদ এই কেন্দ্রে ৷ এবারেও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হিসেবে বেশ শক্তিশালী কল্যাণ ৷ আর তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী হয়েছেন কবির শঙ্কর বোস ৷ যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাইও বটে ৷ আর কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর শ্রীরামপুরের ঘরের মেয়ের তকমা নিয়ে প্রচারে নেমেছেন ৷
- মোট ভোটার: 19 লক্ষ 26 হাজার 645 জন
- পুরুষ ভোটার: 9 লক্ষ 72 হাজার 739 জন
- মহিলা ভোটার: 9 লক্ষ 53 হাজার 855 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 51 জন
- পোল বুথের সংখ্যা: 2076টি
- স্পর্শকাতর বুথ সংখ্যা: 1236টি
- 85 বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা: 13,063 জন
- নিরাপত্তা: চন্দননগর কমিশনারেটে 60 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ও 2842 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে
হুগলি:
2019 সালে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় ৷ এবারও ওই আসনে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ অন্যদিকে, কয়েকদিন আগে ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শো’তে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ তারপর থেকেই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ অভিনয় জগতে একদা সতীর্থকে চ্যালেঞ্জ করেই রাজনৈতিক ইনিংস শুরু করলেন রচনা ৷ 2019 সালে 70 হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের রত্না দে নাগ’কে হারিয়ে প্রথমবার সাংসদ হন লকেট ৷ তিনি হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি করলেও, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা ৷ ফলে গঙ্গাপাড়ে লড়াই এবার জমজমাটি ৷
- মোট ভোটার: 18 লক্ষ 83 হাজার 266 জন
- পুরুষ ভোটার: 9 লক্ষ 53 হাজার 396 জন
- মহিলা ভোটার: 9 লক্ষ 29 হাজার 849 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 21 জন
- 85 বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা: 11,018 জন
- পোল বুথের সংখ্যা: 2078টি
- স্পর্শকাতর বুথ সংখ্যা: 1770টি
আরামবাগ:
বাম দুর্গ হিসেবে পরিচিত আরামবাগ লোকসভা 2014 সালের পর থেকে তৃণমূলের দখলে ৷ তবে গত বিধানসভায় এই এলাকায় ভালো ফল করেছে বিজেপি ৷ ত্রিমুখী লড়াইয়ে এবার জেতার ব্যাপারে 100 শতাংশ আত্মবিশ্বাসী তিন দলই ৷ এ বার লোকসভা নির্বাচনে তিনটিই একেবারে নতুন মুখ । এখানে তৃণমূলের হয়ে লড়ছেন মিতালি বাগ । বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার । আর সিপিআইএম-এর সৈনিক বিপ্লব মৈত্র । বিনা যুদ্ধে কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷
2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার মাত্র 1142টি ভোটের ব্যবধানে জয়ী হন । এবার তাঁকে টিকিট দেয়নি দল ৷ ফলে ব্যালটে কে বাজিমাত করবে, তা নিয়ে দোলাচলে রাজনৈতিক বিশেষজ্ঞরাও ৷
- মোট ভোটার: 18 লক্ষ 83 হাজার 266 জন
- পুরুষ ভোটার: 9 লক্ষ 53 হাজার 396 জন
- মহিলা ভোটার: 9 লক্ষ 29 হাজার 849 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: 21 জন
- 85 বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা:
- পোল বুথের সংখ্যা: 2078টি
- স্পর্শকাতর বুথ সংখ্যা: 1770টি
- নিরাপত্তা: আরামবাগ লোকসভাতে থাকছে 85 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 6247 জন রাজ্য পুলিশ কর্মী
আগের চার দফার মতোই মোটের উপর শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন । বর্তমানে রাজ্যে রয়েছে মোট 697 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ পঞ্চম দফায় আসনের সংখ্যা বেশি বলে স্বাভাবিকভাবেই এই দফায় ক্রিটিক্যাল বুথের সংখ্যা অনেকটাই বেড়েছে । সেইমতো বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সংখ্যা ।
আরও পড়ুন: