ETV Bharat / state

বস্তা বস্তা ভুয়ো লটারির টিকিট বাজেয়াপ্ত করল পুলিশ - Fake Lottery Tickets - FAKE LOTTERY TICKETS

Fake Lottery Tickets Recovered: পাচারের আগেই প্রায় কোটি টাকা মূল্যের ভুয়ো লটারির টিকিট বাজেয়াপ্ত করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ অটোর ভেতর থেকে উদ্ধার হয় ন'টি বস্তাতে ভর্তি টিকিটগুলি ৷ ঘটনায় দু'জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Fake Lottery Tickets
ভুয়ো লটারির টিকিট-সহ গ্রেফতার 2 (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 10:48 AM IST

আসানসোল, 22 জুলাই: দিল্লি থেকে এ রাজ্যের পাণ্ডবেশ্বরে বহুল পরিমাণে ভুয়ো লটারির টিকিট পাচার করা হচ্ছিল । আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে নাকা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করল সেই ভুয়ো লটারির টিকিটগুলি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। পাচারকারী দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত দু'জনকে সোমবার আসানসোল আদালতে তোলা হবে ।

ভুয়ো লটারির টিকিট বাজেয়াপ্ত আসানসোলে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রবিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পায়, আসানসোল স্টেশনে কোনও ট্রেনে ভুয়ো লটারির বস্তা নামিয়ে তারপর পাচার করা হবে । সেই মতো আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে নাকা তল্লাশি শুরু করে পুলিশ । গভীর রাতের দিকে সন্দেহজনকভাবে একটি অটোকে দাঁড় করানো হয় । অটোর চালক এবং অটোতে সওয়ার আরেক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তাঁরা সঠিক উত্তর দিতে পারেন না ৷ তখন অটোতে তল্লাশি চালায় পুলিশ । এরপরেই সেই অটো থেকে মেলে প্রায় নয়টি বস্তা। এই বস্তাগুলি খুলতেই পুলিশের চক্ষু ছানাবড়া হয়ে যায় । আধিকারিকরা দেখেন, বস্তা ভর্তি প্রচুর পরিমাণে 'ডিয়ার' লটারির টিকিট । এই লটারির টিকিটগুলো ভুয়ো বলে পুলিশ সূত্রে খবর ।

এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর বলেন "প্রায় 90 লক্ষ টাকার ভুয়ো টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে । এই টিকিটগুলি দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছিল বলে আমরা সূত্র থেকে জানতে পেরেছি । টিকিটগুলি পাণ্ডবেশ্বরে পাচার করা হত । তার আগেই পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ে যায় । আমরা দু'জনকে গ্রেফতার করতে পেরেছি । এই দু'জনকে আজ আসানসোল মহকুমা আদালতে পাঠানো হবে । তাদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা করা হবে ।"

পুলিশের অনুমান, 'ডিয়ার' লটারির নকল করে এই লটারির টিকিটগুলি দিল্লি থেকে ছাপিয়ে আনা হচ্ছিল । একেবারে হুবুহু একই দেখতে এই টিকিটগুলি । বাজারে বেরোলে বহু মানুষই এই ভুয়ো টিকিট কিনে প্রতারণার শিকার হতেন । কীভাবে এই চক্র চলছে তা জানতে পুলিশ তৎপর । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত আর অন্যান্যদের দ্রুত গ্রেফতার করতে চাইছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ।

আসানসোল, 22 জুলাই: দিল্লি থেকে এ রাজ্যের পাণ্ডবেশ্বরে বহুল পরিমাণে ভুয়ো লটারির টিকিট পাচার করা হচ্ছিল । আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে নাকা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করল সেই ভুয়ো লটারির টিকিটগুলি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। পাচারকারী দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত দু'জনকে সোমবার আসানসোল আদালতে তোলা হবে ।

ভুয়ো লটারির টিকিট বাজেয়াপ্ত আসানসোলে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রবিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পায়, আসানসোল স্টেশনে কোনও ট্রেনে ভুয়ো লটারির বস্তা নামিয়ে তারপর পাচার করা হবে । সেই মতো আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে নাকা তল্লাশি শুরু করে পুলিশ । গভীর রাতের দিকে সন্দেহজনকভাবে একটি অটোকে দাঁড় করানো হয় । অটোর চালক এবং অটোতে সওয়ার আরেক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তাঁরা সঠিক উত্তর দিতে পারেন না ৷ তখন অটোতে তল্লাশি চালায় পুলিশ । এরপরেই সেই অটো থেকে মেলে প্রায় নয়টি বস্তা। এই বস্তাগুলি খুলতেই পুলিশের চক্ষু ছানাবড়া হয়ে যায় । আধিকারিকরা দেখেন, বস্তা ভর্তি প্রচুর পরিমাণে 'ডিয়ার' লটারির টিকিট । এই লটারির টিকিটগুলো ভুয়ো বলে পুলিশ সূত্রে খবর ।

এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর বলেন "প্রায় 90 লক্ষ টাকার ভুয়ো টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে । এই টিকিটগুলি দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছিল বলে আমরা সূত্র থেকে জানতে পেরেছি । টিকিটগুলি পাণ্ডবেশ্বরে পাচার করা হত । তার আগেই পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ে যায় । আমরা দু'জনকে গ্রেফতার করতে পেরেছি । এই দু'জনকে আজ আসানসোল মহকুমা আদালতে পাঠানো হবে । তাদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা করা হবে ।"

পুলিশের অনুমান, 'ডিয়ার' লটারির নকল করে এই লটারির টিকিটগুলি দিল্লি থেকে ছাপিয়ে আনা হচ্ছিল । একেবারে হুবুহু একই দেখতে এই টিকিটগুলি । বাজারে বেরোলে বহু মানুষই এই ভুয়ো টিকিট কিনে প্রতারণার শিকার হতেন । কীভাবে এই চক্র চলছে তা জানতে পুলিশ তৎপর । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত আর অন্যান্যদের দ্রুত গ্রেফতার করতে চাইছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.