ETV Bharat / state

রোজভ্যালি-কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু ইডির - Rose Valley Chit Fund Case - ROSE VALLEY CHIT FUND CASE

Rose Valley Chit Fund Case: রোজভ্যালির আমানকারীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত ৷ সেই প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷

Rose Valley Chit Fund Case
ইডি অফিস (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 7:50 PM IST

কলকাতা, 30 অগস্ট: রোজভ্যালি-কাণ্ডে এবার আমানতকারীদের টাকা ফেরত দেবে ইডি । জানা গিয়েছে, এই বিষয় আদালতের অনুমতি ইডি পেয়েছে ।

রোজভ্যালি চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি একটি নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত । রোজভ্যালির প্রায় 11.99 কোটি টাকা মূল্যের 14টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিজপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয় । আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে ।

ইডির তরফে জানা গিয়েছে, এর পরই তাদের তিন উচ্চপদস্থ অধিকারিক - স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে এই নিয়ে একটি বৈঠক করেন । সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷

ইডি সূত্রে খবর, রোজভ্যালির যে টাকা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার মধ্যে থেকেই প্রায় 19 কোটি 40 লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে । ওই টাকা রোজভ্যালির আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে । ইডির তরফে জানা গিয়েছে যে আমানতকারীদের টাকা ফেরতের জন্য প্রথম কিস্তির টাকা ফিরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

রোজভ্যালি একটি চিটফান্ড সংস্থা । বাজার থেকে কোটি কোটি টাকা তোলা হয় এবং সেই টাকা আত্মসাৎ করা হয় অভিযোগ ওঠে সংশ্লিষ্ট চিটফান্ডের বিরুদ্ধে । তদন্ত নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে । বর্তমানে এখনও তিনি সংশোধনাগারে রয়েছেন । এরপরেই এই চিটফান্ডের যাবতীয় সম্পত্তি নিলাম করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

কলকাতা, 30 অগস্ট: রোজভ্যালি-কাণ্ডে এবার আমানতকারীদের টাকা ফেরত দেবে ইডি । জানা গিয়েছে, এই বিষয় আদালতের অনুমতি ইডি পেয়েছে ।

রোজভ্যালি চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি একটি নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত । রোজভ্যালির প্রায় 11.99 কোটি টাকা মূল্যের 14টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিজপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয় । আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে ।

ইডির তরফে জানা গিয়েছে, এর পরই তাদের তিন উচ্চপদস্থ অধিকারিক - স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে এই নিয়ে একটি বৈঠক করেন । সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷

ইডি সূত্রে খবর, রোজভ্যালির যে টাকা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার মধ্যে থেকেই প্রায় 19 কোটি 40 লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে । ওই টাকা রোজভ্যালির আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে । ইডির তরফে জানা গিয়েছে যে আমানতকারীদের টাকা ফেরতের জন্য প্রথম কিস্তির টাকা ফিরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

রোজভ্যালি একটি চিটফান্ড সংস্থা । বাজার থেকে কোটি কোটি টাকা তোলা হয় এবং সেই টাকা আত্মসাৎ করা হয় অভিযোগ ওঠে সংশ্লিষ্ট চিটফান্ডের বিরুদ্ধে । তদন্ত নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে । বর্তমানে এখনও তিনি সংশোধনাগারে রয়েছেন । এরপরেই এই চিটফান্ডের যাবতীয় সম্পত্তি নিলাম করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.