কলকাতা, 22 মার্চ: রাজ্যপাল সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের চিঠি নিয়ে কোনও তাপ-উত্তাপ দেখাল না নির্বাচন কমিশন ৷ এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়, দিল্লি জানতে চাইলে রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে রিপোর্ট পাঠানো হবে । পাশাপাশি প্রথম দফার নির্বাচনের জন্য তিন জেলায় আসতে চলেছেন তিন পুলিশ অফিসার এবং তিন সাধারণ পর্যবেক্ষক ।
প্রথম দফার নির্বাচনের জন্য 25 মার্চ রাজ্যে আসছেন তাঁরা । কোচবিহারের জন্য আসছেন সাধারণ পর্যবেক্ষণ 2004 সালের রাজস্থানের আইএএস ক্যাডার ডক্টর রবি কুমার সুরপুর । কোচবিহারের পুলিশ পর্যবেক্ষণ অন্ধ্রপ্রদেশের 1994 সালের আইপিএস ক্যাডার কুমার বিশ্বনিত । অন্যদিকে, আলিপুরদুয়ারের জন্য সাধারণ পর্যবেক্ষণ হচ্ছেন 2004 সালের কর্ণাটকের আইএএস ক্যাডার পাতিল শিবানাগৌদা । এই জেলায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে আসতে চলেছেন উত্তরপ্রদেশের 1995 সালের আইপিএস ক্যাডার পুনিত রস্তগি ।
জলপাইগুড়ির সাধারণ পর্যবেক্ষণ হয়ে রাজ্যে আসছেন 2010 সালের ওড়িশার আইএলএস ক্যাডেট সুধাংশু মোহন শ্যামল । অন্যদিকে পুলিশ পর্যবেক্ষক হয়ে আসছেন 1995 সালের অন্ধ্রপ্রদেশের আইবিএস ক্যাডেট ডক্টর সম্বাশিবা রাও । অন্যদিকে দার্জিলিংয়ে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে আসছেন দু'জন ৷ একজন হলেন পুষ্কর কাঠুরিয়া ৷ ইনি 2012 সালের আইআরএস ক্যাডেট । আরেকজন হলেন বি নিশানাথ রাও ৷ ইনি 2015 সালের আইআরএস ক্যাডেট । রায়গঞ্জে পর্যবেক্ষক হচ্ছেন হর্ষ সিদ্ধার্থ গৌতম ৷ ইনি 2013 সালের আইআরএস ক্যাডেট । বালুরঘাটে আয়-ব্যয় পর্যবেক্ষক হচ্ছেন ভঙ্গেপাতিল পুষ্কররাজ রমেশ । ইনি 2014 সালের আইআরএস ক্যাডেট ।
অন্যদিকে, প্রথম দফার মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে । আজ পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে কোচবিহার থেকে চারটি । যার মধ্য়ে রয়েছে বিজেপির দুটি, এসইউসিআইয়ের দুটি । এছাড়াও জলপাইগুড়িতে পড়েছে বিএসপির একটি নমিনেশন । অন্যদিকে আজ পর্যন্ত রাজ্যজুড়ে আদর্শ আচরণ বিধির অভিযোগের মীমাংসা হয়েছে মোট 2 লক্ষ 36 হাজার 664টি ৷ যার মধ্যে কোচবিহারের রয়েছে 14,786টি ৷ আলিপুরদুয়ারের 3,743টি ও জলপাইগুড়ির 7,186 ৷
আরও পড়ুন :