জলপাইগুড়ি, 2 অগস্ট: ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির ৷ শুক্রবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি রোড স্টেশনে ৷ মৃত রেল যাত্রীর নাম মহম্মদ কিয়ামুদ্দিন (57) ৷ মৃতের বাড়ি বিহারের ছোটা মাধোপুরে ৷ ওই গুরুতর জখম রেলযাত্রীকে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ কর্মীরা উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসেন ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷
জানা গিয়েছে, বিহারের বাসিন্দা কিয়ামুদ্দিন স্ত্রীকে নিয়ে সড়ক পথে নিউ জলপাইগুড়ি আসেন নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য ৷ তাঁর নিউ জলপাইগুড়ি থেকে শিলংয়ে যাওয়ার কথা ছিল ৷ ভুল করে পদাতিক এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন দম্পতি ৷ জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস মাত্র দু'মিনিটের স্টপেজ দিয়ে থাকে ৷
স্টপেজ দেওয়ার পর প্রৌঢ় কিয়ামুদ্দিন জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন ৷ তাড়াতাড়ি চলন্ত ট্রেন থেকে নামতে যান প্রৌঢ়, দাবি প্রত্যক্ষদর্শীদের ৷ স্ত্রী তাঁকে আটকানোর চেষ্টা করলেও পারেননি ৷ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পদাতিকের নীচে পড়ে যান কিয়ামুদ্দিন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্টেশনে ৷
হাসপাতাল সূত্রে খবর, কিয়ামুদ্দিনের দু'টি পা-ই কাটা যায় ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে আরপিএফ ৷ চিকিৎসকরা জানায়, তাঁর মৃত্যু হয়েছে ৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতের স্ত্রী জানিয়েছেন, বিহারের ছোটো মাধোপুর থেকে তিনি ও তাঁর স্বামী কিয়ামুদ্দিন অসম যাচ্ছিলেন ৷ জলপাইগুড়ি রোড স্টেশনে নামার সময় ট্রেনের নীচে ঢুকে যায় ৷
জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত বলেন, "আজ সকালে 13277 আপ পদাতিক এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পর এক ব্যক্তি ট্রেন থেকে নামার সময় পড়ে যান ৷ এরপর তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ নিউ জলপাইগুড়ি থেকে অসম যাওয়ার উদ্দেশ্যে তিনি ভুল করে নর্থ ইস্ট এক্সপ্রেসে না উঠে পদাতিক এক্সপ্রেসে উঠে পড়েন ৷ তিনি যখন বুঝতে পারেন যে ভুল ট্রেনে উঠেছেন, সেই সময় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন ছেড়ে যেতে থাকলে তিনি নামতে গিয়েই বিপত্ত ঘটে ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন ৷"