ETV Bharat / state

পার্থ-যোগের অভিযোগ, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যকে তলব ইডির - Primary Recruitment Scam

ED Summons TMC Councilor Bappaditya Dasgupta: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের যোগ সূত্র মিলেছে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর ৷ তাই এবার তাঁকেও তলব করল ইডি ৷ সঙ্গে আয়কর রির্টান, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নম্বর-সহ বেশকিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে বাপ্পাদিত্যকে ডেকে পাঠিয়েছে ইডি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 10:57 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সিবিআইয়ের পর এবার ইডির ব়্যাডারে বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পৌরনিগমের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি ৷ বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগামিকাল বাপ্পাদিত্যকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে, ইডির তলবে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত আসবেন কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে তাঁর অবাধ যাতায়াত ছিল বলেও, তৃণমূলের একটি সূত্রের তরফে জানা গিয়েছে ৷

এর আগে রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে একাধিক নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বাপ্পাদিত্যকে তলব করে একদফা জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা ৷ সেই সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল সিবিআইয়ের তরফে ৷

সিবিআই সূত্রের খবর, সেই সময় প্রায় 100 পাতার নথি বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ৷ সঙ্গে উদ্ধার হয় অসংখ্য সুপারিশপত্র ৷ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও মিলেছিল তাঁর বাড়ি থেকে ৷ প্রথমবার তাঁর বাড়িতে তল্লাশির সময় সিবিআই আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত একাধিক প্রশ্ন করেছিলেন ৷ তবে, এই প্রথমবার বাপ্পাদিত্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করা হয়েছিল, এবার সেই একই মামলাতে জড়িত থাকার সন্দেহে তলব করা হয়েছে এই তৃণমূল কাউন্সিলরকে ৷

আরও পড়ুন:

  1. চন্দননগরে সাত ঘণ্টা ইডির তল্লাশি, সিজিও কমপ্লেক্সে তলব সন্দীপ সাধুখাঁকে
  2. 100 দিনের কাজে দুর্নীতিতে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়াবাড়িতে ইডি
  3. নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায়

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সিবিআইয়ের পর এবার ইডির ব়্যাডারে বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পৌরনিগমের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি ৷ বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগামিকাল বাপ্পাদিত্যকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে, ইডির তলবে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত আসবেন কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে তাঁর অবাধ যাতায়াত ছিল বলেও, তৃণমূলের একটি সূত্রের তরফে জানা গিয়েছে ৷

এর আগে রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে একাধিক নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বাপ্পাদিত্যকে তলব করে একদফা জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা ৷ সেই সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল সিবিআইয়ের তরফে ৷

সিবিআই সূত্রের খবর, সেই সময় প্রায় 100 পাতার নথি বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ৷ সঙ্গে উদ্ধার হয় অসংখ্য সুপারিশপত্র ৷ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও মিলেছিল তাঁর বাড়ি থেকে ৷ প্রথমবার তাঁর বাড়িতে তল্লাশির সময় সিবিআই আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত একাধিক প্রশ্ন করেছিলেন ৷ তবে, এই প্রথমবার বাপ্পাদিত্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করা হয়েছিল, এবার সেই একই মামলাতে জড়িত থাকার সন্দেহে তলব করা হয়েছে এই তৃণমূল কাউন্সিলরকে ৷

আরও পড়ুন:

  1. চন্দননগরে সাত ঘণ্টা ইডির তল্লাশি, সিজিও কমপ্লেক্সে তলব সন্দীপ সাধুখাঁকে
  2. 100 দিনের কাজে দুর্নীতিতে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়াবাড়িতে ইডি
  3. নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.