ETV Bharat / state

একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের - লোকসভা নির্বাচন

ECI Police Officers Transfer Guidelines: একই লোকসভা কেন্দ্রের মধ্যে বদলি করা যাবে না পুলিশ আধিকারিকদের ৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ৷ বিশেষত, যে সকল আধিকারিক 3 বছরের বেশি একই লোকসভা কেন্দ্রের মধ্যে বা নিজের জেলায় কাজ করছে , তাঁদের অন্য জেলা ও অন্য লোকসভা এলাকায় বদলি করতে হবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 8:38 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: মার্চের শুরুতেই 2024 সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে ৷ আর তার আগে প্রতিটি রাজ্যের পুলিশকে বদলি সংক্রান্ত একটি নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ সেখানে বদলিতে স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট কিছু বিষয়ের উল্লেখ করেছে নির্বাচন কমিশন ৷ নির্দিষ্ট করে বলা হয়েছে, তিন বছর বা তার বেশি যে সকল পুলিশ আধিকারিক একটি লোকসভা কেন্দ্রে কর্তব্যরত রয়েছেন তাঁদের এবার অন্য লোকসভা কেন্দ্রে বদলি করতে হবে ৷

কিন্তু, প্রশ্ন উঠছে লোকসভা ভিত্তিক কেন বদলির নির্দেশিকা ? কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, 2019 সালে লোকসভা এবং তারপর বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে ৷ সেই সময় প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিন বছর বা তার বেশি কোনও পুলিশ আধিকারিক একটি জেলায় কর্তব্যরত থাকলে তাঁকে অন্য জেলায় বদলি করতে হবে ৷ কিন্তু, বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে দেখা গিয়েছে সেই নির্দেশিকা সঠিকভাবে মানা হয়নি ৷ অর্থাৎ, বিধানসভা ও জেলাভিত্তিক বদলি হলেও, পুলিশ আধিকারিকদের লোকসভা কেন্দ্র একই থেকেছে ৷

অনেক সময় দেখা যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র দু’টি জেলার মধ্যে পড়েছে ৷ এবার দু’টি জেলার মধ্যে আধিকারিক বদল হলে বিধানসভাত কেন্দ্র বদলে যাচ্ছে ৷ কিন্তু, দু’টি জেলার সাতটি বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্রটি তৈরি হওয়ায় বদলিতে সেই স্বচ্ছতা থাকছে না ৷ তাই এবার নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুধু জেলাভিত্তিক নয়, পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে লোকসভা কেন্দ্রের বিষয়টিকে মাথায় রেখেই ৷

এই নির্দেশিকার প্রধান উদ্দেশ্য, স্বচ্ছ নির্বাচন আয়োজন করা ৷ কমিশন মনে করছে, যে সব পুলিশ আধিকারিক একটি জেলা বা লোকসভা কেন্দ্রে তিন বছর বা তার চেয়েও বেশি সয়ম অথবা নিজের জেলায় কর্তব্যরত রয়েছেন, তাঁরা নির্বাচনকে প্রভাবিত করতে পারেন ৷ এই সম্ভাবনাকে একেবারে শূন্য করে দিতেই এমন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷

উল্লেখ্য, এই মুহূর্তে সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ৷ ফলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ৷ উল্লেখ্য, গত বৃহস্পতিবার কমিশন সাতটি বিষয় উল্লেখ করে নির্দেশিকা পাঠিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনের কাছে ৷ সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, ভুয়ো খবরের কথাও উল্লেখ করা হয়েছে । এমনকী কোন রাজনৈতিক দল, কোথায়, কী কথা বলছে- সেই বিষয়ও বিস্তারিত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, চলতি মাসের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী
  2. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
  3. সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

কলকাতা, 24 ফেব্রুয়ারি: মার্চের শুরুতেই 2024 সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে ৷ আর তার আগে প্রতিটি রাজ্যের পুলিশকে বদলি সংক্রান্ত একটি নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ সেখানে বদলিতে স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট কিছু বিষয়ের উল্লেখ করেছে নির্বাচন কমিশন ৷ নির্দিষ্ট করে বলা হয়েছে, তিন বছর বা তার বেশি যে সকল পুলিশ আধিকারিক একটি লোকসভা কেন্দ্রে কর্তব্যরত রয়েছেন তাঁদের এবার অন্য লোকসভা কেন্দ্রে বদলি করতে হবে ৷

কিন্তু, প্রশ্ন উঠছে লোকসভা ভিত্তিক কেন বদলির নির্দেশিকা ? কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, 2019 সালে লোকসভা এবং তারপর বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে ৷ সেই সময় প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিন বছর বা তার বেশি কোনও পুলিশ আধিকারিক একটি জেলায় কর্তব্যরত থাকলে তাঁকে অন্য জেলায় বদলি করতে হবে ৷ কিন্তু, বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে দেখা গিয়েছে সেই নির্দেশিকা সঠিকভাবে মানা হয়নি ৷ অর্থাৎ, বিধানসভা ও জেলাভিত্তিক বদলি হলেও, পুলিশ আধিকারিকদের লোকসভা কেন্দ্র একই থেকেছে ৷

অনেক সময় দেখা যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র দু’টি জেলার মধ্যে পড়েছে ৷ এবার দু’টি জেলার মধ্যে আধিকারিক বদল হলে বিধানসভাত কেন্দ্র বদলে যাচ্ছে ৷ কিন্তু, দু’টি জেলার সাতটি বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্রটি তৈরি হওয়ায় বদলিতে সেই স্বচ্ছতা থাকছে না ৷ তাই এবার নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুধু জেলাভিত্তিক নয়, পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে লোকসভা কেন্দ্রের বিষয়টিকে মাথায় রেখেই ৷

এই নির্দেশিকার প্রধান উদ্দেশ্য, স্বচ্ছ নির্বাচন আয়োজন করা ৷ কমিশন মনে করছে, যে সব পুলিশ আধিকারিক একটি জেলা বা লোকসভা কেন্দ্রে তিন বছর বা তার চেয়েও বেশি সয়ম অথবা নিজের জেলায় কর্তব্যরত রয়েছেন, তাঁরা নির্বাচনকে প্রভাবিত করতে পারেন ৷ এই সম্ভাবনাকে একেবারে শূন্য করে দিতেই এমন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷

উল্লেখ্য, এই মুহূর্তে সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ৷ ফলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ৷ উল্লেখ্য, গত বৃহস্পতিবার কমিশন সাতটি বিষয় উল্লেখ করে নির্দেশিকা পাঠিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনের কাছে ৷ সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, ভুয়ো খবরের কথাও উল্লেখ করা হয়েছে । এমনকী কোন রাজনৈতিক দল, কোথায়, কী কথা বলছে- সেই বিষয়ও বিস্তারিত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, চলতি মাসের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী
  2. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
  3. সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.