ETV Bharat / state

তৃতীয় দফার আগে ফের বদল! সরলেন আনন্দপুর ও ডায়মন্ডহারবারের ওসি - OC Removed - OC REMOVED

OC Removed: তৃতীয় দফার ভোটের আগে বড় রদবদল হল ৷ সরানো হল আনন্দপুর ও ডায়মন্ড হারবারের অফিসার ইনচার্জকে ৷ দুই নতুন আধকারিককে দায়িত্বে আনা হল।

Election Commission orders removal of two Officer Incharges
নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হল দুই ওসি (ইটিভি ভারত বাংলা)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 12:08 PM IST

Updated : May 4, 2024, 4:17 PM IST

ডায়মন্ডহারবার, 4 মে: হাতে আর মাত্র ক'টা দিন ৷ তারপরই তৃতীয় পর্বের নির্বাচন ৷ এই দফায় নির্বাচন রয়েছে চারটি কেন্দ্রে ৷ তার আগে সরিয়ে দেওয়া হল আনন্দপুর ও ডায়মন্ডহারবারের অফিসার ইনচার্জদের ৷ এই মর্মে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্ত কুমার মুখার্জি। এর আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পদে ছিলেন। অন্যদিকে, ডায়মন্ড হারবারের নতুন আইসি হলেন অমর জিৎ বিশ্বাস। তিনি এর আগে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (ডিআইবি) ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আনন্দপুর ও ডায়মন্ডহারবারের ওসিদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ নির্দেশিকায় আরও লেখা হয়েছে, তাঁদের পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজারে বদলি করা হল ৷ এমনকী তারা লোকসভা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ৷

এর পাশাপাশি কাদের নিযুক্ত করা হবে তা ঠিক করতে তিনজনের নাম পাঠাতেও বলেছিল কমিশন। সেই মতো নাম পাঠায় প্রশাসন। তারপরই নতুন আধিকারিকদের দায়িত্বে নিয়ে আসা হয়। সম্প্রতি রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকা ৷ শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে ৷ এমনকী বোমাবাজির অভিযোগ করেছিলেন স্থানীয়রা ৷ ভোটের আগে এই অশান্তির ঘটনায় শক্তিপুর ও বেলডাঙার দুই অফিসার ইনচার্জকে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিয়েছিল ইসিআই ৷

এর আগে এপ্রিলের শুরুতে কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি সৌম্য রায়কেও সরিয়ে দেয় নির্বাচন কমিশন ৷ তাঁকে কলকাতার বাইরে কোনও জায়গায় বদলি করার নির্দেশ দেয় কমিশন ৷ উল্লেখ্য তাঁর স্ত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷ তাই লোকসভা নির্বাচনের কোনও কাজই তিনি করতে পারবেন না বলে জানায় কমিশন ৷

আরও পড়ুন:

  1. শাহাজাহানের গ্রেফতারির পর ওসি বদল সন্দেশখালিতে
  2. রামনবমীতে 'সাম্প্রদায়িক হিংসা', শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ডায়মন্ডহারবার, 4 মে: হাতে আর মাত্র ক'টা দিন ৷ তারপরই তৃতীয় পর্বের নির্বাচন ৷ এই দফায় নির্বাচন রয়েছে চারটি কেন্দ্রে ৷ তার আগে সরিয়ে দেওয়া হল আনন্দপুর ও ডায়মন্ডহারবারের অফিসার ইনচার্জদের ৷ এই মর্মে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্ত কুমার মুখার্জি। এর আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পদে ছিলেন। অন্যদিকে, ডায়মন্ড হারবারের নতুন আইসি হলেন অমর জিৎ বিশ্বাস। তিনি এর আগে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (ডিআইবি) ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আনন্দপুর ও ডায়মন্ডহারবারের ওসিদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ নির্দেশিকায় আরও লেখা হয়েছে, তাঁদের পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজারে বদলি করা হল ৷ এমনকী তারা লোকসভা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ৷

এর পাশাপাশি কাদের নিযুক্ত করা হবে তা ঠিক করতে তিনজনের নাম পাঠাতেও বলেছিল কমিশন। সেই মতো নাম পাঠায় প্রশাসন। তারপরই নতুন আধিকারিকদের দায়িত্বে নিয়ে আসা হয়। সম্প্রতি রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকা ৷ শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে ৷ এমনকী বোমাবাজির অভিযোগ করেছিলেন স্থানীয়রা ৷ ভোটের আগে এই অশান্তির ঘটনায় শক্তিপুর ও বেলডাঙার দুই অফিসার ইনচার্জকে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিয়েছিল ইসিআই ৷

এর আগে এপ্রিলের শুরুতে কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি সৌম্য রায়কেও সরিয়ে দেয় নির্বাচন কমিশন ৷ তাঁকে কলকাতার বাইরে কোনও জায়গায় বদলি করার নির্দেশ দেয় কমিশন ৷ উল্লেখ্য তাঁর স্ত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷ তাই লোকসভা নির্বাচনের কোনও কাজই তিনি করতে পারবেন না বলে জানায় কমিশন ৷

আরও পড়ুন:

  1. শাহাজাহানের গ্রেফতারির পর ওসি বদল সন্দেশখালিতে
  2. রামনবমীতে 'সাম্প্রদায়িক হিংসা', শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
Last Updated : May 4, 2024, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.