ETV Bharat / state

শুক্রবারও বাতিল মৈত্রী এক্সপ্রেস, শর্তসাপেক্ষে যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেবে রেল - MAITREE EXPRESS

Maitree Express Cancel: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ তাও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার ফের বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস ৷ যাত্রীদের ভাড়ার পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল ৷

Train Cancel
মৈত্রী এক্সপ্রেস বাতিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:42 PM IST

কলকাতা, 31 জুলাই: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে ও দুই বাংলার যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে আবারও দুই দেশের মধ্যে বন্ধ থাকবে ট্রেন পরিষেবা । বুধবার পূর্বরেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী 2 অগস্ট শুক্রবার মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা বাতিল করা হয়েছে । তবে শর্তসাপেক্ষে যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল ।

পরিস্থিতি স্বাভাবিক হলেও যাত্রীদের সুরক্ষার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না দুই দেশের সরকার । যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগামী 2 অগস্ট শুক্রবার এক জোড়া মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা বাতিল করা হয়েছে । 13109 কলকাতা থেকে ঢাকাগামী ও 13107 ঢাকা থেকে কলকাতা আসার মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । যদিও এরপর আবার পরের পরিষেবা বাতিল করা হতে পারে কি না, সেই বিষয় এখনও কিছুই জানায়নি ভারতীয় রেল ।

  • বৃহস্পতিতেও বাতিল বন্ধন এক্সপ্রেস, শর্তসাপেক্ষে ফেরানো হবে টিকিটের পুরো টাকা

    আগের মতো এবারও শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো অর্থ । সেই শর্তগুলি হল :
  • কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে ।
  • শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই এটি প্রদান করা হবে ৷
  • টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না।
  • বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে । টিডিআর ইস্যু করা হবে না ।


উল্লেখ্য, 2008 সালের 14 এপ্রিল প্রথম যাত্রা শুরু করে মৈত্রী এক্সপ্রেস । দুই বাংলার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই ট্রেনের পরিষেবা চালু হয়েছিল । তখন সপ্তাহে দু'বার পরিষেবা দিত ট্রেনটি । তবে এখন প্রতি সপ্তাহের কলকাতা ও বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে যাতায়াত করে মৈত্রী এক্সপ্রেস । প্রতি সপ্তাহে তিনদিন পরিষেবা দেয় । সপ্তাহে তিনদিন অর্থাৎ মঙ্গলবার, শুক্রবার ও রবিবার ঢাকা থেকে ছেড়ে কলকাতা স্টেশনে পৌঁছয় । এদিক থেকে ট্রেনটি সোম, বুধ ও শনিবার ঢাকায় পৌঁছয় ।

কলকাতা, 31 জুলাই: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে ও দুই বাংলার যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে আবারও দুই দেশের মধ্যে বন্ধ থাকবে ট্রেন পরিষেবা । বুধবার পূর্বরেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী 2 অগস্ট শুক্রবার মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা বাতিল করা হয়েছে । তবে শর্তসাপেক্ষে যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল ।

পরিস্থিতি স্বাভাবিক হলেও যাত্রীদের সুরক্ষার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না দুই দেশের সরকার । যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগামী 2 অগস্ট শুক্রবার এক জোড়া মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা বাতিল করা হয়েছে । 13109 কলকাতা থেকে ঢাকাগামী ও 13107 ঢাকা থেকে কলকাতা আসার মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । যদিও এরপর আবার পরের পরিষেবা বাতিল করা হতে পারে কি না, সেই বিষয় এখনও কিছুই জানায়নি ভারতীয় রেল ।

  • বৃহস্পতিতেও বাতিল বন্ধন এক্সপ্রেস, শর্তসাপেক্ষে ফেরানো হবে টিকিটের পুরো টাকা

    আগের মতো এবারও শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো অর্থ । সেই শর্তগুলি হল :
  • কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে ।
  • শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই এটি প্রদান করা হবে ৷
  • টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না।
  • বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে । টিডিআর ইস্যু করা হবে না ।


উল্লেখ্য, 2008 সালের 14 এপ্রিল প্রথম যাত্রা শুরু করে মৈত্রী এক্সপ্রেস । দুই বাংলার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই ট্রেনের পরিষেবা চালু হয়েছিল । তখন সপ্তাহে দু'বার পরিষেবা দিত ট্রেনটি । তবে এখন প্রতি সপ্তাহের কলকাতা ও বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে যাতায়াত করে মৈত্রী এক্সপ্রেস । প্রতি সপ্তাহে তিনদিন পরিষেবা দেয় । সপ্তাহে তিনদিন অর্থাৎ মঙ্গলবার, শুক্রবার ও রবিবার ঢাকা থেকে ছেড়ে কলকাতা স্টেশনে পৌঁছয় । এদিক থেকে ট্রেনটি সোম, বুধ ও শনিবার ঢাকায় পৌঁছয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.