ETV Bharat / state

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের জেরে নেই মণ্ডপের বায়না, সরস্বতী পুজোয় হতাশ ডোমপাড়ার শিল্পীরা

Saraswati Puja: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কারণে সরস্বতী পুজোর মণ্ডপের বায়না একেবারেই কম ৷ প্রায় না থাকার সমান ৷ ফলে সরস্বতী পুজোর আগে হতাশ ডোমপাড়ার মণ্ডপ শিল্পীরা ৷ আগামী 14 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা ৷ কিন্তু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কমেছে বিদ্যার দেবীর আরাধনার জৌলুস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:52 PM IST

হতাশ ডোমপাড়ার শিল্পীরা

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বিদ্যার দেবী সরস্বতী ৷ কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায়, সরস্বতী পুজোর আয়োজনে নেই কোনও জাঁকজমক ৷ তবে কি পরীক্ষার কারণে বাগদেবীর আরাধনায় এবার ভাটা পড়তে চলল ? ডোমপাড়ার শিল্পীদের মত তেমনটাই ৷ হাতে গুনে আর চারদিন পর সরস্বতী পুজো ৷ কিন্তু, এখনও বাঁশের কঞ্চি দিয়ে নকশা করা রেডিমেড মণ্ডপের কোনও বায়না আসেনি শিল্পীদের কাছে ৷ আর এর মূল কারণ হিসেবে শিল্পীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকেই মনে করছেন ৷

ডোমপাড়ার শিল্পীদের কথায়, "আমাদের এই বাঁশের কাজের এখন কদর খানিক কমেছে ৷ আগে যেমন সারা বছর নানান পুজো বা ভোট বা বিভিন্ন অনুষ্ঠানে আমরাই বাঁশের কঞ্চি দিয়ে মডেল করে দিতাম, এখন আর তেমনটা হয় না ৷ তবে লক্ষ্মী, সরস্বতী বা কালীপুজোর সময় খানিকটা রেডিমেড মণ্ডপের অর্ডার আসে ৷ গত বছরেও বেশ ভালোই অর্ডার এসেছিল ৷ তবে, এবার এখনও অর্ডার পায়নি ডোম পাড়ার শিল্পীরা ৷"

উল্লেখ্য, মাধ্যমিক শেষ হবে 12 ফেব্রুয়ারি ৷ মাধে 13-15 ফেব্রুয়ারি তিনদিনের বিরতি ৷ ফের 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আর এর মাঝে পড়েছে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো ৷ ফলে স্কুলগুলিতে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ আর সপ্তাহখানেকের মধ্যে উচ্চমাধ্যমিক ৷ ফলে দ্বাদশের পড়ুয়ারা তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন ৷ ফলে এই পুজো যাঁদের জন্য, সেই ছাত্রছাত্রীরা পরীক্ষায় মন দেবে, নাকি পুজোতে ? তবে, কথায় আছে 'আশায় বাঁচে চাষা' ৷ তেমনই আশা করে রয়েছেন ডোমপাড়ার মণ্ডপ শিল্পীরা ৷ তাঁরা বলছেন, "আশা করছি মাধ্যমিক শেষ হলে, বাকি এক-দু’দিনে কয়েকটি মণ্ডপ বিক্রি হবে ৷"

অনেকেই নিজের টাকায় ইতিমধ্যে রেডিমেড মণ্ডপ তৈরি করে ফেলেছেন ৷ তাঁদের কাছে এখন সেগুলি ছুঁচো গেলার মতো অবস্থা ৷ তাঁরা অনেকেই চাইছেন সামান্য লাভ হলেও ভালো, যাতে মণ্ডপ তৈরির খরচ উঠে আসে ৷ এখন বাঁশের যা দাম বা একজন কারিগরের রোজগার যা, তাতে মাঝারি একটি মণ্ডপ তৈরি করতে খরচ প্রায় 3 হাজার টাকা ৷ লাভ রেখে সেটার দাম কেউ 4 হাজার বা কেউ সাড়ে চার হাজার টাকা রেখেছেন ৷ সেই লাভের অংক কমিয়েই এবার অনেকে ঠিক করেছেন বিক্রি করবেন রেডিমেড মণ্ডপ ৷

তবে কয়েকজন শিল্পী বেশ কিছু বারোয়ারি ক্লাবের মণ্ডপের বায়না পেয়েছেন ৷ তাঁদের কাজ এখন পুরোদমে চলছে ৷ বাকি শিল্পীদের হতাশার মাঝে, তেমনি হাতেগোনা কয়েকজন ব্যস্ত কারিগরের ছিবও উঠে এসেছে ডোমপাড়ায় ৷

আরও পড়ুন:

  1. সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি
  2. আবহাওয়ার খামখেয়ালিপনায় কাজে ব্যাঘাত, সময়ে সরস্বতী প্রতিমা গড়তে চরম ব্যস্ততা কুমোরটুলিতে
  3. কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে

হতাশ ডোমপাড়ার শিল্পীরা

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বিদ্যার দেবী সরস্বতী ৷ কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায়, সরস্বতী পুজোর আয়োজনে নেই কোনও জাঁকজমক ৷ তবে কি পরীক্ষার কারণে বাগদেবীর আরাধনায় এবার ভাটা পড়তে চলল ? ডোমপাড়ার শিল্পীদের মত তেমনটাই ৷ হাতে গুনে আর চারদিন পর সরস্বতী পুজো ৷ কিন্তু, এখনও বাঁশের কঞ্চি দিয়ে নকশা করা রেডিমেড মণ্ডপের কোনও বায়না আসেনি শিল্পীদের কাছে ৷ আর এর মূল কারণ হিসেবে শিল্পীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকেই মনে করছেন ৷

ডোমপাড়ার শিল্পীদের কথায়, "আমাদের এই বাঁশের কাজের এখন কদর খানিক কমেছে ৷ আগে যেমন সারা বছর নানান পুজো বা ভোট বা বিভিন্ন অনুষ্ঠানে আমরাই বাঁশের কঞ্চি দিয়ে মডেল করে দিতাম, এখন আর তেমনটা হয় না ৷ তবে লক্ষ্মী, সরস্বতী বা কালীপুজোর সময় খানিকটা রেডিমেড মণ্ডপের অর্ডার আসে ৷ গত বছরেও বেশ ভালোই অর্ডার এসেছিল ৷ তবে, এবার এখনও অর্ডার পায়নি ডোম পাড়ার শিল্পীরা ৷"

উল্লেখ্য, মাধ্যমিক শেষ হবে 12 ফেব্রুয়ারি ৷ মাধে 13-15 ফেব্রুয়ারি তিনদিনের বিরতি ৷ ফের 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আর এর মাঝে পড়েছে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো ৷ ফলে স্কুলগুলিতে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ আর সপ্তাহখানেকের মধ্যে উচ্চমাধ্যমিক ৷ ফলে দ্বাদশের পড়ুয়ারা তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন ৷ ফলে এই পুজো যাঁদের জন্য, সেই ছাত্রছাত্রীরা পরীক্ষায় মন দেবে, নাকি পুজোতে ? তবে, কথায় আছে 'আশায় বাঁচে চাষা' ৷ তেমনই আশা করে রয়েছেন ডোমপাড়ার মণ্ডপ শিল্পীরা ৷ তাঁরা বলছেন, "আশা করছি মাধ্যমিক শেষ হলে, বাকি এক-দু’দিনে কয়েকটি মণ্ডপ বিক্রি হবে ৷"

অনেকেই নিজের টাকায় ইতিমধ্যে রেডিমেড মণ্ডপ তৈরি করে ফেলেছেন ৷ তাঁদের কাছে এখন সেগুলি ছুঁচো গেলার মতো অবস্থা ৷ তাঁরা অনেকেই চাইছেন সামান্য লাভ হলেও ভালো, যাতে মণ্ডপ তৈরির খরচ উঠে আসে ৷ এখন বাঁশের যা দাম বা একজন কারিগরের রোজগার যা, তাতে মাঝারি একটি মণ্ডপ তৈরি করতে খরচ প্রায় 3 হাজার টাকা ৷ লাভ রেখে সেটার দাম কেউ 4 হাজার বা কেউ সাড়ে চার হাজার টাকা রেখেছেন ৷ সেই লাভের অংক কমিয়েই এবার অনেকে ঠিক করেছেন বিক্রি করবেন রেডিমেড মণ্ডপ ৷

তবে কয়েকজন শিল্পী বেশ কিছু বারোয়ারি ক্লাবের মণ্ডপের বায়না পেয়েছেন ৷ তাঁদের কাজ এখন পুরোদমে চলছে ৷ বাকি শিল্পীদের হতাশার মাঝে, তেমনি হাতেগোনা কয়েকজন ব্যস্ত কারিগরের ছিবও উঠে এসেছে ডোমপাড়ায় ৷

আরও পড়ুন:

  1. সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি
  2. আবহাওয়ার খামখেয়ালিপনায় কাজে ব্যাঘাত, সময়ে সরস্বতী প্রতিমা গড়তে চরম ব্যস্ততা কুমোরটুলিতে
  3. কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.