ETV Bharat / state

অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে - Summer Vacation - SUMMER VACATION

Heatwave In West Bengal: এগিয়ে আসছে গরমের ছুটি। রাজ্য প্রশাসন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Summer vacation
অসহ্য গরমের জের, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহ থেকেই
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 10:44 PM IST

কলকাতা, 17 এপ্রিল: এগিয়ে এলো গরমের ছুটি। রাজ্য প্রশাসন সূত্রে এমনই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে, রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার পর এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর মুখ্যমন্ত্রীর সম্মতিতেই চলতি মাসের আগামী সপ্তাহ থেকেই রাজ্যের স্কুল-কলেজে গরমের ছুটি পড়ে যাচ্ছে ৷

এই মুহূর্তে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে । ইতিমধ্যেই রাজ্যের 12টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । এই অবস্থায় স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত মমতা। সেই কারণেই প্রশাসনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলেন তিনি। যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী বিধি লাগু রয়েছে, তাই সরাসরি কোনও ঘোষণাই মুখ্যমন্ত্রী নিজে করতে পারবেন না । যাবতীয় সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকে নিতে হবে । তাই তাঁর হয়ে এই দায়িত্ব পালন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ এদিন তিনি সাংবাদিকদের জানিয়ে দেন যে, আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সম্মতিতেই আগামী 22 এপ্রিল থেকে গরমের ছুটি কার্যকর হচ্ছে ৷"

প্রশাসন গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল আগে থেকেই। গরমের ছুটি মে মাসের শুরুতেই পড়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে তা এগিয়ে এনে 22 তারিখ থেকেই ছুটি ঘোষণা করা হতে পারে বলে আলোচনা চলছিল প্রশাসনিক মহলে। শেষমেশ তা-ই কার্যকর হল। শুধু সরকারি স্কুলগুলি নয় বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার সুপারিশ করা হয়েছে রাজ্যের তরফে।
সাধারণত গরমের ছুটির মেয়াদ থাকে 10 থেকে 15 দিন। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারণে ছুটির দিনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। 6 মে থেকে 2 জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে ঠিক ছিল। পরে পরিস্থিতি বদলাতে শুরু করে । এপ্রিলের শুরু থেকেই গরমের দাপট শুরু হয় রাজ্যের সর্বত্র। এরপরই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।

আরও পড়ুন:

  1. দারুণ অগ্নিবাণে রে! আরও বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা, সম্ভাবনা তাপপ্রবাহেরও
  2. তীব্র গরমেও ভোটপ্রচার, প্রার্থী ও দলীয় কর্মীদের সুস্থ থাকার উপায় বাতলালেন চিকিৎসক

কলকাতা, 17 এপ্রিল: এগিয়ে এলো গরমের ছুটি। রাজ্য প্রশাসন সূত্রে এমনই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে, রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার পর এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর মুখ্যমন্ত্রীর সম্মতিতেই চলতি মাসের আগামী সপ্তাহ থেকেই রাজ্যের স্কুল-কলেজে গরমের ছুটি পড়ে যাচ্ছে ৷

এই মুহূর্তে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে । ইতিমধ্যেই রাজ্যের 12টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । এই অবস্থায় স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত মমতা। সেই কারণেই প্রশাসনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলেন তিনি। যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী বিধি লাগু রয়েছে, তাই সরাসরি কোনও ঘোষণাই মুখ্যমন্ত্রী নিজে করতে পারবেন না । যাবতীয় সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকে নিতে হবে । তাই তাঁর হয়ে এই দায়িত্ব পালন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ এদিন তিনি সাংবাদিকদের জানিয়ে দেন যে, আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সম্মতিতেই আগামী 22 এপ্রিল থেকে গরমের ছুটি কার্যকর হচ্ছে ৷"

প্রশাসন গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল আগে থেকেই। গরমের ছুটি মে মাসের শুরুতেই পড়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে তা এগিয়ে এনে 22 তারিখ থেকেই ছুটি ঘোষণা করা হতে পারে বলে আলোচনা চলছিল প্রশাসনিক মহলে। শেষমেশ তা-ই কার্যকর হল। শুধু সরকারি স্কুলগুলি নয় বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার সুপারিশ করা হয়েছে রাজ্যের তরফে।
সাধারণত গরমের ছুটির মেয়াদ থাকে 10 থেকে 15 দিন। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারণে ছুটির দিনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। 6 মে থেকে 2 জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে ঠিক ছিল। পরে পরিস্থিতি বদলাতে শুরু করে । এপ্রিলের শুরু থেকেই গরমের দাপট শুরু হয় রাজ্যের সর্বত্র। এরপরই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।

আরও পড়ুন:

  1. দারুণ অগ্নিবাণে রে! আরও বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা, সম্ভাবনা তাপপ্রবাহেরও
  2. তীব্র গরমেও ভোটপ্রচার, প্রার্থী ও দলীয় কর্মীদের সুস্থ থাকার উপায় বাতলালেন চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.